নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকিৎসকদেরও এই ভবনে সেবা দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে ও মেডিসিন ওয়ার্ড স্থানান্তরের দাবিতে গতকাল সোমবার রোগী ও স্বজনেরা মানববন্ধন করেছেন। সচেতন বরিশালবাসীর ব্যানারে হাসপাতালের সামনের সড়কে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তারা বলেন, মেডিসিন ওয়ার্ড এখন রোগ তৈরির কারখানায় পরিণত হয়েছে। গুদামের মতো বদ্ধ কক্ষে চিকিৎসার নামে চলছে একরকম তামাশা। শুধু যে রোগীরাই এর শিকার হচ্ছেন এমনটি নয়, দায়িত্বতর চিকিৎসকেরাও পরিণত হচ্ছেন রোগীতে। আগে গাদাগাদি পরিবেশ হলেও ভালো ছিল মূল ভবনের মেডিসিন ইউনিট। যেখানে বিদ্যুৎ চলে গেলেও আলো-বাতাস চলাচল করত। তাই মেডিসিন ইউনিট সেই পুরোনো ভবনে স্থানান্তর করা হোক। অন্যথায় বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার ঢেউ কেটে গেলে ২০২৩ সালে নতুন মডেলাইজেশন ভবনে স্থানান্তর করা হয় মেডিসিন ওয়ার্ড। কিন্তু এ ভবনটি মূলত করা হয়েছিল ওটি কমপ্লেক্সের জন্য। যেখানে হওয়ার কথা ছিল বিভিন্ন ইউনিটের ওটি ও প্রশাসনিক কার্যালয়। কিন্তু তৎকালীন হাসপাতাল প্রশাসন মেডিসিন ওয়ার্ডকে পুরোনো ভবন থেকে সরিয়ে সেখানে স্থানান্তর করে।
সরেজমিনে দেখা গেছে, মেডিসিন ওয়ার্ডের ছোট ছোট কক্ষে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী। বারান্দার মেঝেতেও শুয়ে রয়েছেন অনেকে। নেই পর্যাপ্ত শৌচাগার। মাথার ওপর অল্প গতিতে ঘুরছে ফ্যান। নষ্ট হয়ে আছে এসিগুলো। দেখলে মনে হয় যেন গুদামঘর। ভবনের মাঝের অংশের কক্ষগুলোতে নেই আলো-বাতাস ঢোকার পথ। অনেক পানির কল নষ্ট থাকায় শৌচাগার উপচে তা কক্ষে ঢুকছে।
হাসপাতালের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পুরোনো ভবনে মেডিসিন ওয়ার্ডে রোগী হতো ৬০০। এখন নতুন ভবনে ৮০০ থেকে ১০০০ জন হয়। আগে ইউনিট ছিল পাঁচটি। এখন ১০টিতেও ধরে না। এটি মূলত মডেলাইজেশন ভবন। এখানে মাত্র চারটি ওয়ার্ড, ওটি এবং প্রশাসনিক কার্যালয় থাকার কথা। সে জায়গায় এখন গাদাগাদি করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এর একমাত্র সমাধান নতুন ভবন স্থাপন।
এ ব্যাপারে কথা হলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনির আজকের পত্রিকাকে বলেন, সচেতন বরিশালবাসীর ব্যানারে মেডিসিন ওয়ার্ড স্থানান্তরের যে দাবি উঠেছে, এর যৌক্তিকতা রয়েছে। সেখানে কিছু সমস্যা আছে। তিনি অনেকটা সংস্কারও করেছেন। মেডিসিন ওয়ার্ড পুরোনো ভবনে ফের স্থানান্তর হলে খারাপ হয় না। তবে সমস্যা সমাধানে সবাই মিলে বসে উদ্যোগ নিতে হবে। হাসপাতালের পরিচালনা পর্ষদ এবং একাডেমিক কাউন্সিলের সভা ডেকে শিগগিরই মতামত নেওয়া হবে বলে জানান তিনি।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকিৎসকদেরও এই ভবনে সেবা দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে ও মেডিসিন ওয়ার্ড স্থানান্তরের দাবিতে গতকাল সোমবার রোগী ও স্বজনেরা মানববন্ধন করেছেন। সচেতন বরিশালবাসীর ব্যানারে হাসপাতালের সামনের সড়কে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তারা বলেন, মেডিসিন ওয়ার্ড এখন রোগ তৈরির কারখানায় পরিণত হয়েছে। গুদামের মতো বদ্ধ কক্ষে চিকিৎসার নামে চলছে একরকম তামাশা। শুধু যে রোগীরাই এর শিকার হচ্ছেন এমনটি নয়, দায়িত্বতর চিকিৎসকেরাও পরিণত হচ্ছেন রোগীতে। আগে গাদাগাদি পরিবেশ হলেও ভালো ছিল মূল ভবনের মেডিসিন ইউনিট। যেখানে বিদ্যুৎ চলে গেলেও আলো-বাতাস চলাচল করত। তাই মেডিসিন ইউনিট সেই পুরোনো ভবনে স্থানান্তর করা হোক। অন্যথায় বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার ঢেউ কেটে গেলে ২০২৩ সালে নতুন মডেলাইজেশন ভবনে স্থানান্তর করা হয় মেডিসিন ওয়ার্ড। কিন্তু এ ভবনটি মূলত করা হয়েছিল ওটি কমপ্লেক্সের জন্য। যেখানে হওয়ার কথা ছিল বিভিন্ন ইউনিটের ওটি ও প্রশাসনিক কার্যালয়। কিন্তু তৎকালীন হাসপাতাল প্রশাসন মেডিসিন ওয়ার্ডকে পুরোনো ভবন থেকে সরিয়ে সেখানে স্থানান্তর করে।
সরেজমিনে দেখা গেছে, মেডিসিন ওয়ার্ডের ছোট ছোট কক্ষে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী। বারান্দার মেঝেতেও শুয়ে রয়েছেন অনেকে। নেই পর্যাপ্ত শৌচাগার। মাথার ওপর অল্প গতিতে ঘুরছে ফ্যান। নষ্ট হয়ে আছে এসিগুলো। দেখলে মনে হয় যেন গুদামঘর। ভবনের মাঝের অংশের কক্ষগুলোতে নেই আলো-বাতাস ঢোকার পথ। অনেক পানির কল নষ্ট থাকায় শৌচাগার উপচে তা কক্ষে ঢুকছে।
হাসপাতালের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পুরোনো ভবনে মেডিসিন ওয়ার্ডে রোগী হতো ৬০০। এখন নতুন ভবনে ৮০০ থেকে ১০০০ জন হয়। আগে ইউনিট ছিল পাঁচটি। এখন ১০টিতেও ধরে না। এটি মূলত মডেলাইজেশন ভবন। এখানে মাত্র চারটি ওয়ার্ড, ওটি এবং প্রশাসনিক কার্যালয় থাকার কথা। সে জায়গায় এখন গাদাগাদি করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এর একমাত্র সমাধান নতুন ভবন স্থাপন।
এ ব্যাপারে কথা হলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনির আজকের পত্রিকাকে বলেন, সচেতন বরিশালবাসীর ব্যানারে মেডিসিন ওয়ার্ড স্থানান্তরের যে দাবি উঠেছে, এর যৌক্তিকতা রয়েছে। সেখানে কিছু সমস্যা আছে। তিনি অনেকটা সংস্কারও করেছেন। মেডিসিন ওয়ার্ড পুরোনো ভবনে ফের স্থানান্তর হলে খারাপ হয় না। তবে সমস্যা সমাধানে সবাই মিলে বসে উদ্যোগ নিতে হবে। হাসপাতালের পরিচালনা পর্ষদ এবং একাডেমিক কাউন্সিলের সভা ডেকে শিগগিরই মতামত নেওয়া হবে বলে জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে