নিজস্ব প্রতিবেদক, বরিশাল
চিকিৎসা মনঃপূত না হওয়ায় চিকিৎসককে নাজেহাল করেছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু। এর প্রতিবাদ করেন সামনে থাকা আরেক রোগী বিথি আক্তার (৩৪। এতে উত্তেজিত হয়ে বিথিকে প্রকাশ্যে কয়েকটি থাপ্পড় দেন মিন্টু। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।
মিন্টু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি হেনস্তা করেন জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার প্লাবন হালদারকে।
প্লাবন জানান, আজ দুপুরে তিনি জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তখন সেখানে যান বিএনপি নেতা মিন্টু। তিন দিন আগে বাইক দুর্ঘটনায় তাঁর পা কেটে গেছে। সেটা দেখানোর পর তাঁকে টিটেনাস ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন। এ পরামর্শ মনঃপূত হয়নি মিন্টুর। তিনি ব্যবস্থাপত্রটি ছিঁড়ে চিকিৎসকের টেবিলের ওপর ছুড়ে মেরে বের হচ্ছিলেন। এতে ইতস্তত বোধ করে চিকিৎসক শুধু বলেন, ‘এসব লোক কোথা থেকে আসে।’
প্লাবন আরও জানান, এ কথা শুনে মিন্টু ঘুরে মারতে তাঁর দিকে তেড়ে আসেন। তিনি (প্লাবন) পেছন দিকে সরে গেলে তাঁর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। তখন সামনে থাকা এক নারী রোগী এর প্রতিবাদ করলে তাঁকে থাপ্পড় দেন মিন্টু।
ঘটনার শিকার নারী বিথি বলেন, ‘হাসপাতালের অদূরে বাড়ি। বড় বোনের চিকিৎসা পরামর্শ নিতে জরুরি বিভাগে গিয়েছিলাম। বিএনপি নেতা মিন্টুকে চিনতাম না। তবে তাঁর আচরণ দেখে শুধু বলেছি, একজন ডাক্তারের সঙ্গে এমন আচরণ করা ঠিক না।’
বিথি জানান, এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু তাঁর গালে ও মাথায় কয়েকটি থাপ্পড় দেন। চিকিৎসককে জড়িয়ে তাঁকে অশালীন ভাষা বলেন। পরে জানতে তিনি পারেন, ওই ব্যক্তির নাম মিন্টু এবং তিনি বিএনপি নেতা।
ঘটনার সত্যতা স্বীকার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান জানান, জুমার নামাজ পড়তে তিনি মসজিদে ছিলেন। প্লাবন মোবাইল ফোনে জানানোর পর নামাজ শেষে হাসপাতালে যান। বিষয়টি জেলা সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু জানান, তিন দিন আগে কাটা পায়ের জন্য তাঁকে টিটেনাস ইনজেকশন নিতে পরামর্শ দেন চিকিৎসক প্লাবন। তখন আপত্তি জানিয়ে বলেন, অন্য চিকিৎসকেরা বলেছেন যে দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে টিটেনাস নিতে হয়। এটা বলে তিনি বের হচ্ছিলেন। পেছন থেকে প্লাবন বলেন, ‘এসব আজেবাজে লোক কেন আসে।’ তাঁর (মিন্টু) সঙ্গে থাকা দুজন এর প্রতিবাদ করেন।
তখন চিকিৎসকের সামনে থাকা ডায়াগনস্টিকের দালাল এক মহিলা তাঁর সঙ্গে তর্কে জড়ান। তাঁর সঙ্গে কথা-কাটাকাটি ছাড়া বেশি কিছু হয়নি।
বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ঘটনা ঘটেছে। সেখানে এক নারী মারধরের শিকার হয়েছেন। ওই বিষয়ে অভিযোগ দিতে বিথি নামের এক নারী থানায় এসেছেন। আমরা বিষয়টি দেখছি।’
চিকিৎসা মনঃপূত না হওয়ায় চিকিৎসককে নাজেহাল করেছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু। এর প্রতিবাদ করেন সামনে থাকা আরেক রোগী বিথি আক্তার (৩৪। এতে উত্তেজিত হয়ে বিথিকে প্রকাশ্যে কয়েকটি থাপ্পড় দেন মিন্টু। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।
মিন্টু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি হেনস্তা করেন জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার প্লাবন হালদারকে।
প্লাবন জানান, আজ দুপুরে তিনি জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তখন সেখানে যান বিএনপি নেতা মিন্টু। তিন দিন আগে বাইক দুর্ঘটনায় তাঁর পা কেটে গেছে। সেটা দেখানোর পর তাঁকে টিটেনাস ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন। এ পরামর্শ মনঃপূত হয়নি মিন্টুর। তিনি ব্যবস্থাপত্রটি ছিঁড়ে চিকিৎসকের টেবিলের ওপর ছুড়ে মেরে বের হচ্ছিলেন। এতে ইতস্তত বোধ করে চিকিৎসক শুধু বলেন, ‘এসব লোক কোথা থেকে আসে।’
প্লাবন আরও জানান, এ কথা শুনে মিন্টু ঘুরে মারতে তাঁর দিকে তেড়ে আসেন। তিনি (প্লাবন) পেছন দিকে সরে গেলে তাঁর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। তখন সামনে থাকা এক নারী রোগী এর প্রতিবাদ করলে তাঁকে থাপ্পড় দেন মিন্টু।
ঘটনার শিকার নারী বিথি বলেন, ‘হাসপাতালের অদূরে বাড়ি। বড় বোনের চিকিৎসা পরামর্শ নিতে জরুরি বিভাগে গিয়েছিলাম। বিএনপি নেতা মিন্টুকে চিনতাম না। তবে তাঁর আচরণ দেখে শুধু বলেছি, একজন ডাক্তারের সঙ্গে এমন আচরণ করা ঠিক না।’
বিথি জানান, এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু তাঁর গালে ও মাথায় কয়েকটি থাপ্পড় দেন। চিকিৎসককে জড়িয়ে তাঁকে অশালীন ভাষা বলেন। পরে জানতে তিনি পারেন, ওই ব্যক্তির নাম মিন্টু এবং তিনি বিএনপি নেতা।
ঘটনার সত্যতা স্বীকার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান জানান, জুমার নামাজ পড়তে তিনি মসজিদে ছিলেন। প্লাবন মোবাইল ফোনে জানানোর পর নামাজ শেষে হাসপাতালে যান। বিষয়টি জেলা সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু জানান, তিন দিন আগে কাটা পায়ের জন্য তাঁকে টিটেনাস ইনজেকশন নিতে পরামর্শ দেন চিকিৎসক প্লাবন। তখন আপত্তি জানিয়ে বলেন, অন্য চিকিৎসকেরা বলেছেন যে দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে টিটেনাস নিতে হয়। এটা বলে তিনি বের হচ্ছিলেন। পেছন থেকে প্লাবন বলেন, ‘এসব আজেবাজে লোক কেন আসে।’ তাঁর (মিন্টু) সঙ্গে থাকা দুজন এর প্রতিবাদ করেন।
তখন চিকিৎসকের সামনে থাকা ডায়াগনস্টিকের দালাল এক মহিলা তাঁর সঙ্গে তর্কে জড়ান। তাঁর সঙ্গে কথা-কাটাকাটি ছাড়া বেশি কিছু হয়নি।
বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ঘটনা ঘটেছে। সেখানে এক নারী মারধরের শিকার হয়েছেন। ওই বিষয়ে অভিযোগ দিতে বিথি নামের এক নারী থানায় এসেছেন। আমরা বিষয়টি দেখছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে