গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালে দুর্গামন্দিরে সন্ত্রাসীদের হামলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় ২২ জনের নাম উল্লেখসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল শ্রী শ্রী কাজীরপাড় সর্বজনীন দুর্গামন্দিরে হামলায় গৌরনদী মডেল থানায় এ মামলা হয়েছে। সেই মামলার ৩ নম্বর আসামি উপজেলার ধুরিয়াইল গ্রামের রফিকুল ইসলাম ওরফে শাহীন (৫৬)। জন্মগতভাবেই তাঁর এক পা খাটো, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘটনার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মন্দিরে হামলা ভাঙচুর করে দৌড়ে পালিয়ে যান তিনি। প্রতিবন্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে ক্ষুব্ধ হয়েছে গ্রামের মানুষ। প্রতিবাদ জানিয়ে প্রতিবন্ধীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ পরিষদের নেতৃবৃন্দও।
এজাহার সূত্রে জানা যায়, শারদীয় দুর্গা উৎসবের বিজয় দশমীর দিন রাত ৮টার দিকে ধুরিয়াইল শ্রী শ্রী কাজীরপাড় সর্বজনীন দুর্গামন্দিরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ৫০ থেকে ৬০ সন্ত্রাসী মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় পরের দিন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বৈদ্য বাদী হয়ে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম ওরফে কাজল (৪০), গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামের মৃত মাজাহারুল ইসলামের পুত্র উপজেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম ওরফে শাহীন (খোঁড়া শাহীন), আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান জামিল (৪৬), যুবদল কর্মী সোহেল সিকদার (২৫), সবুজ ঢালী (২৮) সহ ৮২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
রফিকুল ইসলাম ওরফে শাহীন অভিযোগ করে বলেন, আমি জন্মগতভাবে একজন শারীরিক প্রতিবন্ধী। আমার একটি পা খাট। আমি ঠিকমতো হাটতে পারি না অথচ আমার বিরুদ্ধে এমন অভিযোগ! প্রতিহিংসাবসত হয়রানি করতে আমাকে আসামি করা হয়েছে।
স্থানীয় হারুন আর রশিদ (৬৫) বলেন, জন্মের পর থেকে দেখেছি রফিকুল ইসলাম শাহীন ঠিকমতো দুই কদম হাটতে পারে না। সে কীভাবে মন্দির ভেঙে দৌড়ে পালাল। তাঁর দৌড়ে পালানোর ঘটনা আর মরা মাইনষের ভোট দেওয়া একই কথা।
গ্রামের রুহুল আমিন গাজী (৫০) বলেন, 'ছোট বেলা থাইক্কা দেইক্কা আইছি শাহীন কারও সঙ্গে কোন ঝগড়া বিবাদ করে নাই। ২০-২৫ বছর আগে শাহীন ঢাকা চইললা গেছে গ্রামে খুব একটা আসে না।'
বার্থী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য স্থানীয় এইচ, এম, সরোয়ার হোসেন বলেন, একজন প্রতিবন্ধী মানুষ যার হাটা চলা করতেই কষ্ট হয় তাঁর দ্বারা মন্দিরে হামলা করা সম্ভব নয়। শাহীনের দ্বারা মানুষের ক্ষতির চিন্তা করাও ভুল।
এ বিষয়ে গৌরনদী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি দুলু রায় ও সাধারণ সম্পাদক মানিক মুখার্জি বলেন, একজন প্রতিবন্ধীকে মন্দিরে হামলা ভাঙচুর, লুটপাটের মামলায় জড়ানো অমানবিক। এটি হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিতর্কিত করার শামিল। প্রতিবন্ধীকে মানবিক কারণে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত।
এ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মামলার বাদী ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বৈদ্য বলেন, হামলার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি মামলার আসামিদের সম্পর্কে কিছুই জানি না বা চিনি না। বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার আমাকে ধরে থানায় নিয়ে জোর করে কাগজে স্বাক্ষর নিয়ে মামলা করেছে।
এ অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, বাদী সুভাষ বৈদ্য স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে থানায় উপস্থিত হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক মো. আব্দুল হক বলেন, বাদী মামলা দায়ের করেছে। তদন্ত চলছে, তদন্তে প্রতিবন্ধী নির্দোষ হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালে দুর্গামন্দিরে সন্ত্রাসীদের হামলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় ২২ জনের নাম উল্লেখসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল শ্রী শ্রী কাজীরপাড় সর্বজনীন দুর্গামন্দিরে হামলায় গৌরনদী মডেল থানায় এ মামলা হয়েছে। সেই মামলার ৩ নম্বর আসামি উপজেলার ধুরিয়াইল গ্রামের রফিকুল ইসলাম ওরফে শাহীন (৫৬)। জন্মগতভাবেই তাঁর এক পা খাটো, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘটনার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মন্দিরে হামলা ভাঙচুর করে দৌড়ে পালিয়ে যান তিনি। প্রতিবন্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে ক্ষুব্ধ হয়েছে গ্রামের মানুষ। প্রতিবাদ জানিয়ে প্রতিবন্ধীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ পরিষদের নেতৃবৃন্দও।
এজাহার সূত্রে জানা যায়, শারদীয় দুর্গা উৎসবের বিজয় দশমীর দিন রাত ৮টার দিকে ধুরিয়াইল শ্রী শ্রী কাজীরপাড় সর্বজনীন দুর্গামন্দিরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ৫০ থেকে ৬০ সন্ত্রাসী মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় পরের দিন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বৈদ্য বাদী হয়ে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম ওরফে কাজল (৪০), গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামের মৃত মাজাহারুল ইসলামের পুত্র উপজেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম ওরফে শাহীন (খোঁড়া শাহীন), আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান জামিল (৪৬), যুবদল কর্মী সোহেল সিকদার (২৫), সবুজ ঢালী (২৮) সহ ৮২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
রফিকুল ইসলাম ওরফে শাহীন অভিযোগ করে বলেন, আমি জন্মগতভাবে একজন শারীরিক প্রতিবন্ধী। আমার একটি পা খাট। আমি ঠিকমতো হাটতে পারি না অথচ আমার বিরুদ্ধে এমন অভিযোগ! প্রতিহিংসাবসত হয়রানি করতে আমাকে আসামি করা হয়েছে।
স্থানীয় হারুন আর রশিদ (৬৫) বলেন, জন্মের পর থেকে দেখেছি রফিকুল ইসলাম শাহীন ঠিকমতো দুই কদম হাটতে পারে না। সে কীভাবে মন্দির ভেঙে দৌড়ে পালাল। তাঁর দৌড়ে পালানোর ঘটনা আর মরা মাইনষের ভোট দেওয়া একই কথা।
গ্রামের রুহুল আমিন গাজী (৫০) বলেন, 'ছোট বেলা থাইক্কা দেইক্কা আইছি শাহীন কারও সঙ্গে কোন ঝগড়া বিবাদ করে নাই। ২০-২৫ বছর আগে শাহীন ঢাকা চইললা গেছে গ্রামে খুব একটা আসে না।'
বার্থী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য স্থানীয় এইচ, এম, সরোয়ার হোসেন বলেন, একজন প্রতিবন্ধী মানুষ যার হাটা চলা করতেই কষ্ট হয় তাঁর দ্বারা মন্দিরে হামলা করা সম্ভব নয়। শাহীনের দ্বারা মানুষের ক্ষতির চিন্তা করাও ভুল।
এ বিষয়ে গৌরনদী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি দুলু রায় ও সাধারণ সম্পাদক মানিক মুখার্জি বলেন, একজন প্রতিবন্ধীকে মন্দিরে হামলা ভাঙচুর, লুটপাটের মামলায় জড়ানো অমানবিক। এটি হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিতর্কিত করার শামিল। প্রতিবন্ধীকে মানবিক কারণে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত।
এ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মামলার বাদী ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বৈদ্য বলেন, হামলার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি মামলার আসামিদের সম্পর্কে কিছুই জানি না বা চিনি না। বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার আমাকে ধরে থানায় নিয়ে জোর করে কাগজে স্বাক্ষর নিয়ে মামলা করেছে।
এ অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, বাদী সুভাষ বৈদ্য স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে থানায় উপস্থিত হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক মো. আব্দুল হক বলেন, বাদী মামলা দায়ের করেছে। তদন্ত চলছে, তদন্তে প্রতিবন্ধী নির্দোষ হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫