নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষে শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়াও সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী, ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এবং অধ্যাপক গোলাম রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভিসির পদত্যাগের দাবিতে ববিতে যে আন্দোলন চলছিল তাতে সমর্থন ছিল শিক্ষক-কর্মকর্তাদের একাংশেরও। তাঁর পদত্যাগের দাবিতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এ কর্মসূচি থেকে গতকাল বেলা ২টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছিল।
তবে শিক্ষার্থীদের এই দাবি মেনে না নিয়ে সোমবার রাতে ফেসবুকে লাইভ করেন উপাচার্য শুচিতা। এই লাইভ থেকে আলোচনার প্রস্তাব দেন তিনি। উপাচার্যের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার রাত ১২টায় ১২ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এ কর্মসূচি পালন করতে গিয়ে গতকাল পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে গতকাল বিকেল পর্যন্ত উপাচার্য শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় আন্দোলনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে থাকা ৫ শিক্ষক পদত্যাগ করেন। এরপর গতকাল বিকেলে ক্যাম্পাসসংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকেও এই অবরোধ চলছিল। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
নতুন ভিসি রাবি থেকে
শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের মাঝেই গতকাল সন্ধ্যার দিকে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ভিসি অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পদায়ন করা হয়েছে।
এদিকে সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী ও ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদের সরে যাওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অধ্যাপক গোলাম রাব্বানী নিজেই। তিনি জানান, ববির ওই পদে তিনি আর থাকছেন না।
এদিকে প্রজ্ঞাপন জারির পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আনন্দ মিছিল করেছেন তাঁরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষে শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়াও সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী, ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এবং অধ্যাপক গোলাম রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভিসির পদত্যাগের দাবিতে ববিতে যে আন্দোলন চলছিল তাতে সমর্থন ছিল শিক্ষক-কর্মকর্তাদের একাংশেরও। তাঁর পদত্যাগের দাবিতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এ কর্মসূচি থেকে গতকাল বেলা ২টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছিল।
তবে শিক্ষার্থীদের এই দাবি মেনে না নিয়ে সোমবার রাতে ফেসবুকে লাইভ করেন উপাচার্য শুচিতা। এই লাইভ থেকে আলোচনার প্রস্তাব দেন তিনি। উপাচার্যের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার রাত ১২টায় ১২ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এ কর্মসূচি পালন করতে গিয়ে গতকাল পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে গতকাল বিকেল পর্যন্ত উপাচার্য শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় আন্দোলনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে থাকা ৫ শিক্ষক পদত্যাগ করেন। এরপর গতকাল বিকেলে ক্যাম্পাসসংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকেও এই অবরোধ চলছিল। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
নতুন ভিসি রাবি থেকে
শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের মাঝেই গতকাল সন্ধ্যার দিকে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ভিসি অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পদায়ন করা হয়েছে।
এদিকে সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী ও ট্রেজারার অধ্যাপক মামুন-অর-রশীদের সরে যাওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অধ্যাপক গোলাম রাব্বানী নিজেই। তিনি জানান, ববির ওই পদে তিনি আর থাকছেন না।
এদিকে প্রজ্ঞাপন জারির পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আনন্দ মিছিল করেছেন তাঁরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে