নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে কাল মঙ্গলবার থেকে অবরোধ শুরু করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। তাঁদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আজ সোমবার বেলা দেড়টায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এই অবরোধের ঘোষণা আসে। অবস্থান কর্মসূচি শেষে তাঁরা বিক্ষোভ করেন।
উপাচার্যের পদত্যাগ দাবিতে ২৮ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছে। এবার উপাচার্যকে অপসারণে আগামীকাল বেলা ২টা পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন ছাত্র-শিক্ষকেরা।
আজ অবস্থান কর্মসূচি শেষে বেলা ১টায় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৮তম দিনে তাঁরা ব্লকেড কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তাঁরা অভিযোগ করেন, বারবার সরকারকে জানানোর পরও কোনো সাড়া মেলেনি। অবরোধে যদি সাধারণ মানুষের দুর্ভোগ হয়, তার জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে। তাঁরা স্পষ্ট ভাষায় জানান, আগামীকাল বেলা ১টা ৫৯ মিনিটের মধ্যে যদি উপাচার্যকে অপসারণ করা না হয়, তবে তাঁরা দক্ষিণবঙ্গ অচল করে দেবেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলন মেনে নিয়ে উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছি। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ২টার মধ্যে যদি উপাচার্য পদত্যাগ না করেন, তাহলে আমরা দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।’
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘আন্দোলনের ২৮তম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে ব্লকেড কর্মসূচিতে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মুস্তাকিম বিল্লাহ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি। তাদের পাশে আছি।’
সবাই সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে জানিয়ে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষক–কর্মকর্তা এখন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ছাত্রদের যৌক্তিক দাবিকে আমরা অগ্রাহ্য করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এ নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে কাল মঙ্গলবার থেকে অবরোধ শুরু করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। তাঁদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আজ সোমবার বেলা দেড়টায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এই অবরোধের ঘোষণা আসে। অবস্থান কর্মসূচি শেষে তাঁরা বিক্ষোভ করেন।
উপাচার্যের পদত্যাগ দাবিতে ২৮ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছে। এবার উপাচার্যকে অপসারণে আগামীকাল বেলা ২টা পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন ছাত্র-শিক্ষকেরা।
আজ অবস্থান কর্মসূচি শেষে বেলা ১টায় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৮তম দিনে তাঁরা ব্লকেড কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তাঁরা অভিযোগ করেন, বারবার সরকারকে জানানোর পরও কোনো সাড়া মেলেনি। অবরোধে যদি সাধারণ মানুষের দুর্ভোগ হয়, তার জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে। তাঁরা স্পষ্ট ভাষায় জানান, আগামীকাল বেলা ১টা ৫৯ মিনিটের মধ্যে যদি উপাচার্যকে অপসারণ করা না হয়, তবে তাঁরা দক্ষিণবঙ্গ অচল করে দেবেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলন মেনে নিয়ে উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছি। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ২টার মধ্যে যদি উপাচার্য পদত্যাগ না করেন, তাহলে আমরা দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।’
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘আন্দোলনের ২৮তম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে ব্লকেড কর্মসূচিতে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মুস্তাকিম বিল্লাহ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি। তাদের পাশে আছি।’
সবাই সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে জানিয়ে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষক–কর্মকর্তা এখন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ছাত্রদের যৌক্তিক দাবিকে আমরা অগ্রাহ্য করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এ নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে