নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদের ১০ টিতেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা জয়লাভ করেছেন। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সদস্য পদে মাত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
আজ শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট লস্কর নুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৯৬৫ জন আইনজীবী ভোটারের মধ্যে ৭৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী গোলাম কবির বাদল ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছেন ৩৩৮ ভোট।
সহসভাপতি দুটি পদে আমিরুল ইসলাম মঞ্জু ৪৫৯ ভোট ও অসিত রঞ্জন দাস ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী অসিম কুমার বাড়ৈ পেয়েছেন ৩৪৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে খান মো. মোর্শেদ ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ৩৮১ ভোট।
অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান টিটু ৪৯০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ২৯৭ ভোট। যুগ্ম সম্পাদকের দুটি পদে ইমতিয়াজ আহমেদ ৫০৩ ভোট ও প্রদীপ কুমার রায় উজ্জল ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন ২৮১ ভোট ও রাকিব হাসান ২৮৮ ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাহী সদস্যের চারটি পদের তিনটিতে আওয়ামী আইনজীবী পরিষদ ও একটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে
সর্বোচ্চ ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিলন ভূইয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৮ ভোট পেয়ে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মাইনুল ইসলাম সজল ৪৩৮ বিজয়ী হয়েছেন। একই পদে সোহেল রানা শান্ত ৪৩৩ ভোট ও নুপুর রানি ভদ্র ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদের ১০ টিতেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা জয়লাভ করেছেন। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সদস্য পদে মাত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
আজ শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট লস্কর নুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৯৬৫ জন আইনজীবী ভোটারের মধ্যে ৭৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী গোলাম কবির বাদল ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছেন ৩৩৮ ভোট।
সহসভাপতি দুটি পদে আমিরুল ইসলাম মঞ্জু ৪৫৯ ভোট ও অসিত রঞ্জন দাস ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী অসিম কুমার বাড়ৈ পেয়েছেন ৩৪৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে খান মো. মোর্শেদ ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ৩৮১ ভোট।
অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান টিটু ৪৯০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ২৯৭ ভোট। যুগ্ম সম্পাদকের দুটি পদে ইমতিয়াজ আহমেদ ৫০৩ ভোট ও প্রদীপ কুমার রায় উজ্জল ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন ২৮১ ভোট ও রাকিব হাসান ২৮৮ ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাহী সদস্যের চারটি পদের তিনটিতে আওয়ামী আইনজীবী পরিষদ ও একটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে
সর্বোচ্চ ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিলন ভূইয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৮ ভোট পেয়ে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মাইনুল ইসলাম সজল ৪৩৮ বিজয়ী হয়েছেন। একই পদে সোহেল রানা শান্ত ৪৩৩ ভোট ও নুপুর রানি ভদ্র ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫