বরগুনা প্রতিনিধি
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চ ও বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না বলে জানিয়েছেন লঞ্চ পরিবহন মালিক এমকে শিপিং লাইনসের বরগুনা পরিদর্শক এনায়েত হোসেন।
আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না। তবে আজ ঢাকা থেকে বরগুনার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল আজ থেকে বন্ধ রয়েছে। আগামী শনিবার সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাবে।’
অপরদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি নেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু।
টুকু বলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনো কর্মসূচি নেই। তবে আমাদের নেতা-কর্মীরা সতর্ক রয়েছেন। বিএনপি যদি কোনো ধরনের সহিংসতার পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমরা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।’
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব তারিকুজ্জামান টিটু বলেন, ‘এই মুহূর্তে আমাদের নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করছেন। বিভিন্ন জেলা, উপজেলা ও অন্যান্য ইউনিট থেকে প্রায় ৩ হাজার নেতা-কর্মী ঢাকায় জমায়েত হয়েছেন। যে কারণে জেলায় আমাদের কোনো কর্মসূচি নেই।’
সদস্যসচিব আরও বলেন, ‘বরগুনায় গণসমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরই মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন। অপরজনকেও মুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় এ পর্যন্ত বরগুনায় তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন।
ওসি আরও বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে।’
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চ ও বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না বলে জানিয়েছেন লঞ্চ পরিবহন মালিক এমকে শিপিং লাইনসের বরগুনা পরিদর্শক এনায়েত হোসেন।
আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না। তবে আজ ঢাকা থেকে বরগুনার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল আজ থেকে বন্ধ রয়েছে। আগামী শনিবার সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাবে।’
অপরদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি নেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু।
টুকু বলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনো কর্মসূচি নেই। তবে আমাদের নেতা-কর্মীরা সতর্ক রয়েছেন। বিএনপি যদি কোনো ধরনের সহিংসতার পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমরা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।’
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব তারিকুজ্জামান টিটু বলেন, ‘এই মুহূর্তে আমাদের নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করছেন। বিভিন্ন জেলা, উপজেলা ও অন্যান্য ইউনিট থেকে প্রায় ৩ হাজার নেতা-কর্মী ঢাকায় জমায়েত হয়েছেন। যে কারণে জেলায় আমাদের কোনো কর্মসূচি নেই।’
সদস্যসচিব আরও বলেন, ‘বরগুনায় গণসমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরই মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন। অপরজনকেও মুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় এ পর্যন্ত বরগুনায় তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন।
ওসি আরও বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে