Ajker Patrika

বরিশালে একদিনে ছয় জেলায় ১৪ জন মারা গেছেন, শনাক্ত ১৪৯

প্রতিনিধি, বরিশাল
বরিশালে একদিনে ছয় জেলায় ১৪ জন মারা গেছেন, শনাক্ত ১৪৯

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় করোনা উপসর্গ ও পজিটিভ হয়ে মারা গেছেন ১৪ জন। এতে শনাক্তের হার ৩৭ দশমিক ১৬ শতাংশ। আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় মোট ৪০১টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ৮ জন। মৃতদের মধ্যে রয়েছেন বরগুনায় ৩ জন; পিরোজপুরে ২ জন; বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে ১ জন করে।

পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় ঝালকাঠী জেলাতে ৩ জনের নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হননি।

শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬ জন মারা গেছেন।

কর্মকর্তা আরও জানান, হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৪২ দশমিক ৬৫ শতাংশ।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৬৬ জন চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০০ জনের।

গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ২১১টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ৪৫ দশমিক ৯৭ শতাংশ। বরগুনায় ২৫টি নমুনা পরীক্ষায় ৯ জন করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৬ শতাংশ। এ ছাড়া পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ৭টি নমুনা পরীক্ষায় ২ জনের, ভোলায় ৭৫টি নমুনা পরীক্ষায় ২০ জনের এবং পিরোজপুরে ৮০টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

ভোলা ও পিরোজপুরে শনাক্তের হার প্রায় সমান। ভোলাতে ২৬ দশমিক ৬৭ এবং পিরোজপুরে ২৬ দশমিক ২৫। ভোলায় ৭৫ জনের নমুনা পরীক্ষায় ২০ জন এবং পিরোজপুরে ৮০ জনের নমুনা পরীক্ষায় ২১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত