মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে বন্দুকযুদ্ধের নামে যুবককে হত্যার অভিযোগে আদালতে ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহত সলিম হাওলাদারের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক আদালতে মামলাটি করেন। ঘটনার আট বছর তিন মাস পর মামলা করা হয়েছে।
আদালতের বিচারক শারমীন সুলতানা সুমী মামলা গ্রহণ করে তদন্তপূর্বক মুলাদী থানাকে এজাহার নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী মহসীন মন্টু।
থানার রেজিস্ট্রারের তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১৬ সালের ৩১ মে রাতে বালিয়াতলী এলাকায় টহলের সময় একদল দুর্বৃত্ত পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরদিন ভোরে বালিয়াতলী গ্রামে বাগানে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। লাশটি ওই গ্রামের মৃত হাবিবুর রহমান হাওলাদারের ছেলে সলিমের বলে শনাক্ত করেন তাঁর স্বজনেরা।
অন্যদিকে নিহতের বড় ভাই মোস্তফা হাওলাদার মামলায় উল্লেখ করেন, তাঁর ভাই সলিম (৩৫) ঢাকায় চাকরি করতেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বীর পক্ষে কাজ করেন। তাতে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। নির্বাচনের পর সলিম ঢাকা থেকে লঞ্চযোগে বাড়ি ফিরছিলেন। ১ জুন ভোর ৬টার দিকে সফিপুর লঞ্চঘাটে নামেন। সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়ে আব্দুল মালেক মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে একই গ্রামের এমদাদুল হক খোকন মাঝি, আল মামুন সুজন মাঝি, মুরাদ মাঝিসহ ৪০-৪৫ জন দুর্বৃত্ত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা সলিমকে গুলি করে এবং কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ককটেল বিস্ফোরণ করে চলে যায়। পথচারীরা সলিমকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলায় তাঁদের আসামি করা হয়েছে।
মোস্তফা হাওলাদার বলেন, ইউপি নির্বাচনের জেরে বন্দুকযুদ্ধের নামে সলিমকে গুলি ও কুপিয়ে হত্যা করে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছিল। ঘটনার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভয়ে এলাকা ছেড়ে আত্মগোপন করায় মামলা করতে পারেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়ি ফিরেছেন এবং গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের মুলাদীতে বন্দুকযুদ্ধের নামে যুবককে হত্যার অভিযোগে আদালতে ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহত সলিম হাওলাদারের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক আদালতে মামলাটি করেন। ঘটনার আট বছর তিন মাস পর মামলা করা হয়েছে।
আদালতের বিচারক শারমীন সুলতানা সুমী মামলা গ্রহণ করে তদন্তপূর্বক মুলাদী থানাকে এজাহার নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী মহসীন মন্টু।
থানার রেজিস্ট্রারের তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১৬ সালের ৩১ মে রাতে বালিয়াতলী এলাকায় টহলের সময় একদল দুর্বৃত্ত পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরদিন ভোরে বালিয়াতলী গ্রামে বাগানে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। লাশটি ওই গ্রামের মৃত হাবিবুর রহমান হাওলাদারের ছেলে সলিমের বলে শনাক্ত করেন তাঁর স্বজনেরা।
অন্যদিকে নিহতের বড় ভাই মোস্তফা হাওলাদার মামলায় উল্লেখ করেন, তাঁর ভাই সলিম (৩৫) ঢাকায় চাকরি করতেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বীর পক্ষে কাজ করেন। তাতে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। নির্বাচনের পর সলিম ঢাকা থেকে লঞ্চযোগে বাড়ি ফিরছিলেন। ১ জুন ভোর ৬টার দিকে সফিপুর লঞ্চঘাটে নামেন। সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়ে আব্দুল মালেক মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে একই গ্রামের এমদাদুল হক খোকন মাঝি, আল মামুন সুজন মাঝি, মুরাদ মাঝিসহ ৪০-৪৫ জন দুর্বৃত্ত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা সলিমকে গুলি করে এবং কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ককটেল বিস্ফোরণ করে চলে যায়। পথচারীরা সলিমকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলায় তাঁদের আসামি করা হয়েছে।
মোস্তফা হাওলাদার বলেন, ইউপি নির্বাচনের জেরে বন্দুকযুদ্ধের নামে সলিমকে গুলি ও কুপিয়ে হত্যা করে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছিল। ঘটনার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভয়ে এলাকা ছেড়ে আত্মগোপন করায় মামলা করতে পারেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়ি ফিরেছেন এবং গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে