নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জুলাই অভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে হামলার ঘটনায় ২৪ ছাত্রের বিরুদ্ধে নগরীর বন্দর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ববির সিকিউরিটি অফিসার সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে গতকাল শুক্রবার এই অভিযোগ দেন। অভিযুক্তরা অধিকাংশই ববি ছাত্রলীগ কর্মী।
এর আগে ২১ জানুয়ারি হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ববির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রুমান হোসেনসহ ১৫ ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়। এর পর থেকে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। ১৫ আসামির মধ্যে ইমরান, রায়হান, সজীবসহ কয়েকজন সমন্বয়কও রয়েছেন।
এদিকে, গতকাল ক্যাম্পাস থেকে এক ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার পর রাতেই উত্তেজনা আরও বেড়ে যায়। এর জেরে আজ শনিবার (২৫ জানুয়ারি) ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শিক্ষার্থীদের হাতে আটক শাহরিয়ার সান নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেন তাঁর সহপাঠীরা। শাহারিয়ার আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
ওই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা সাধারণ ছাত্রদের নিয়ে প্রক্টরের কাছে ৫ আগস্টের আগে হামলার জন্য কেন মামলা নেওয়া হয়নি তার কৈফিয়ত চায়। পরে চাপের মুখে গভীর রাতে ২৪ জনকে আসামি করে বন্দর থানায় অভিযোগ দেয় প্রশাসন।
আজ শনিবার একদল ছাত্র ববি ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। এ ছাড়া ক্যাম্পাসে আজ বিকেল থেকে ১২তম ব্যাচের একদল ছাত্র অবস্থান নিলে তাঁদের প্রতিহত করার জন্য পাল্টা অবস্থান নেয় ছাত্রদলের একাংশ। এ নিয়ে আজ সন্ধ্যার পরও ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
৫ আগস্ট হামলার অভিযোগে দায়ের করা মামলার বাদী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রুমান হোসেন বলেন, পুলিশ তাঁর মামলা এফআইআর হিসেবে গণ্য করেছে। এরপর সমন্বয়কেরা বন্দর থানার ওসির সঙ্গে দুর্ব্যবহার করেছে। তাঁকেও (রুমান) হুমকি দেয়। এ জন্য তিনি নিরাপত্তার অভাবে প্রক্টরকে অবহিত করে বাড়ি চলে গেছেন। তিনি দাবি করেন, তাঁর মামলায় তমালসহ কয়েকজন স্বঘোষিত সমন্বয়ক রয়েছেন। এরা ৫ আগস্টের পর থেকে ভয় দেখিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় নানা অপকর্ম করছে।
তবে ববি ছাত্র এবং ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত মাহমুদুল হাসান তমাল আজকের পত্রিকাকে বলেন, গতকাল এক ছাত্রলীগ কর্মীকে আটক করেন সাধারণ ছাত্ররা। তাঁকে ছিনিয়ে নেয় ছাত্রলীগ। ওই ঘটনার পর তাঁরা প্রক্টরকে মামলা নেওয়ার জন্য চাপ দেন। যে ২৪ জনের বিরুদ্ধে ববি প্রশাসন থানায় এজাহার দিয়েছে, তাঁরা ৫ আগস্টের আগে ছাত্রদের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মী।
মাহমুদুল হাসান তমাল আরও বলেন, তাঁর বিরুদ্ধে যে মামলা হয়েছে, সে বিষয়ে তাঁরা থানায় গিয়ে ওসির কাছে জিজ্ঞেস করেছেন। ওসিকে হুমকি দেওয়ার কথা সত্য নয়।
ববি ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে রুমান প্রথম সারিতে ছিল। তাকে ৫ আগস্ট বিকেলে মেরে উলঙ্গ করে ক্যাম্পাসে ঘুরিয়েছে। তার ওপর চরম নির্যাতন করা হয়েছে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, সিকিউরিটি অফিসার সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। এঁদের অধিকাংশ ছাত্র।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ববি কর্তৃপক্ষ শুক্রবার রাতে থানায় অভিযোগ দিয়েছে। এটিকে মামলা হিসেবে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। আর রুমান নামের একজন যে মামলাটি করেছে, ওটা তদন্তাধীন।’
এ বিষয়ে জানতে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের মোবাইলে কল করা দিলেও তিনি রিসিভ করেননি।
প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলামের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। কথা হলে সহ-উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেওয়ায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে শুনেছি। আর সমন্বয়কদের বিরুদ্ধে কোনো ছাত্রের করা মামলা বিষয়ে কিছু জানি না।’
জুলাই অভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে হামলার ঘটনায় ২৪ ছাত্রের বিরুদ্ধে নগরীর বন্দর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ববির সিকিউরিটি অফিসার সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে গতকাল শুক্রবার এই অভিযোগ দেন। অভিযুক্তরা অধিকাংশই ববি ছাত্রলীগ কর্মী।
এর আগে ২১ জানুয়ারি হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ববির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রুমান হোসেনসহ ১৫ ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়। এর পর থেকে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। ১৫ আসামির মধ্যে ইমরান, রায়হান, সজীবসহ কয়েকজন সমন্বয়কও রয়েছেন।
এদিকে, গতকাল ক্যাম্পাস থেকে এক ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার পর রাতেই উত্তেজনা আরও বেড়ে যায়। এর জেরে আজ শনিবার (২৫ জানুয়ারি) ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শিক্ষার্থীদের হাতে আটক শাহরিয়ার সান নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেন তাঁর সহপাঠীরা। শাহারিয়ার আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
ওই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা সাধারণ ছাত্রদের নিয়ে প্রক্টরের কাছে ৫ আগস্টের আগে হামলার জন্য কেন মামলা নেওয়া হয়নি তার কৈফিয়ত চায়। পরে চাপের মুখে গভীর রাতে ২৪ জনকে আসামি করে বন্দর থানায় অভিযোগ দেয় প্রশাসন।
আজ শনিবার একদল ছাত্র ববি ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। এ ছাড়া ক্যাম্পাসে আজ বিকেল থেকে ১২তম ব্যাচের একদল ছাত্র অবস্থান নিলে তাঁদের প্রতিহত করার জন্য পাল্টা অবস্থান নেয় ছাত্রদলের একাংশ। এ নিয়ে আজ সন্ধ্যার পরও ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
৫ আগস্ট হামলার অভিযোগে দায়ের করা মামলার বাদী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রুমান হোসেন বলেন, পুলিশ তাঁর মামলা এফআইআর হিসেবে গণ্য করেছে। এরপর সমন্বয়কেরা বন্দর থানার ওসির সঙ্গে দুর্ব্যবহার করেছে। তাঁকেও (রুমান) হুমকি দেয়। এ জন্য তিনি নিরাপত্তার অভাবে প্রক্টরকে অবহিত করে বাড়ি চলে গেছেন। তিনি দাবি করেন, তাঁর মামলায় তমালসহ কয়েকজন স্বঘোষিত সমন্বয়ক রয়েছেন। এরা ৫ আগস্টের পর থেকে ভয় দেখিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় নানা অপকর্ম করছে।
তবে ববি ছাত্র এবং ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত মাহমুদুল হাসান তমাল আজকের পত্রিকাকে বলেন, গতকাল এক ছাত্রলীগ কর্মীকে আটক করেন সাধারণ ছাত্ররা। তাঁকে ছিনিয়ে নেয় ছাত্রলীগ। ওই ঘটনার পর তাঁরা প্রক্টরকে মামলা নেওয়ার জন্য চাপ দেন। যে ২৪ জনের বিরুদ্ধে ববি প্রশাসন থানায় এজাহার দিয়েছে, তাঁরা ৫ আগস্টের আগে ছাত্রদের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মী।
মাহমুদুল হাসান তমাল আরও বলেন, তাঁর বিরুদ্ধে যে মামলা হয়েছে, সে বিষয়ে তাঁরা থানায় গিয়ে ওসির কাছে জিজ্ঞেস করেছেন। ওসিকে হুমকি দেওয়ার কথা সত্য নয়।
ববি ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে রুমান প্রথম সারিতে ছিল। তাকে ৫ আগস্ট বিকেলে মেরে উলঙ্গ করে ক্যাম্পাসে ঘুরিয়েছে। তার ওপর চরম নির্যাতন করা হয়েছে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, সিকিউরিটি অফিসার সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। এঁদের অধিকাংশ ছাত্র।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ববি কর্তৃপক্ষ শুক্রবার রাতে থানায় অভিযোগ দিয়েছে। এটিকে মামলা হিসেবে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। আর রুমান নামের একজন যে মামলাটি করেছে, ওটা তদন্তাধীন।’
এ বিষয়ে জানতে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের মোবাইলে কল করা দিলেও তিনি রিসিভ করেননি।
প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলামের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। কথা হলে সহ-উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেওয়ায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে শুনেছি। আর সমন্বয়কদের বিরুদ্ধে কোনো ছাত্রের করা মামলা বিষয়ে কিছু জানি না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে