Ajker Patrika

ধরধর বলে বাজারে পুলিশের ধাওয়া, আতঙ্কে একজনের মৃত্যু

প্রতিনিধি, বরিশাল
ধরধর বলে বাজারে পুলিশের ধাওয়া, আতঙ্কে একজনের মৃত্যু

করোনা সংক্রমণ বিস্তার রোধে মানুষকে ঘরে থাকতে বাধ্য করতে সক্রিয় ভূমিকা নিয়েছে বরিশাল পুলিশ। বিভিন্ন বাজার ও জনসমাগম স্থলে হানা দিচ্ছে পুলিশের দল। এমনই একটি বাজারে মটরসাইকেল বহর নিয়ে ধাওয়া করলে দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় হিজলা উপজেলার মৌলভিরহাটের বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সামশুল হক সরদার (৫৫)।

উপজেলার পূর্ব গুয়াবাড়িয়া মৌলভিরহাটের ৮ নং ওয়ার্ডরে ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা জানান, শনিবার শেষ বিকালে ২০ থেকে ২৫টি মটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছিলেন ওসি তরিকুল ইসলাম। পেছনে একটি পুলিশভ্যানও ছিল। পুলিশের দল হঠাৎ ধরধর করে বাজারের মানুষকে ধাওয়া দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই এদিক সেদিক দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান সামশুল হক সরদার। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়।

ইব্রাহিম মোল্লা বলেন, পুলিশের এমনটা করা ঠিক হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহারাজ হায়াত জানান, সামশুল হককে শনিবার সন্ধ্যার পর মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। সম্ভবত হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

সামশুল হকের চাচাতো ভাই মো. রতন সরদার বলেন, আমি বাজারের কাছেই ছিলাম। হঠাৎ পুলিশের গাড়ি দেখে যে যেভাবে পারে ভয়ে ছুটতে থাকে। সামশুল পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কেই মারা গেছেন।

বিষয়টি স্বীকার করে হিজলা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শনিবার বিকালে তারা কাউরিয়া, মৌলভিরহাটসহ কয়েকটি এলাকায় রুটিন মহড়া দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই মহড়া। পুলিশের গাড়ি সব সময় মহড়া দেয়। এখন কেউ যদি ভয়ে দৌড় দেয় তবে পুলিশের কী করার আছে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত