Ajker Patrika

সচিবের ফোন না ধরায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

বরিশাল প্রতিনিধি
সচিবের ফোন না ধরায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

মন্ত্রণালয়ের সচিবের ফোন না ধরায় বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড আলিবর গুদাকে স্ট্যান্ড রিলিজ বদলি করা হয়েছে। গত রোববার সকাল ১১টায় বদলি প্রজ্ঞাপন জারি করে ওই দিন বিকেলেই তাঁকে ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়। 

 সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পায়রা বন্দরের তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের জন্য সোমবার পটুয়াখালী আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সফরের সার্বিক তদারকির জন্য একদিন আগেই রোববার বরিশাল আসেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশাল আসার আগে সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডাকে একাধিকবার ফোন করেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার। 

কিন্তু ফোন রিসিভ করেননি অলিভার গুডা। পরে গত রোববার ঢাকা থেকে ওই টিম বরিশাল পৌঁছালে বিমানবন্দরে তাঁদের রিসিভ করতে যান গুডাসহ বরিশাল গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। এ সময় সচিব ফোন না ধরার বিষয়টি জানতে চাইলে গুডা সচিবকে জানান, তিনি কোনো কল পাননি। 

নির্বাহী প্রকৌশলীর এমন জবাবে ক্ষুব্ধ হন সচিব শহীদ উল্লাহ খান। এর কয়েক ঘণ্টা পর গুডার বদলি আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। 

বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এ বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না। তবে এটা রুটিন বা নিয়মিত বদলি নয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত