পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সরকারি কলেজের এক কর্মচারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতা আল আমিন ওরফে কলোনি আল আমিনের বিরুদ্ধে। আজ সোমবার সকালে কলেজের বাংলা বিভাগের এমএলএসএস আবদুস সালামকে মারধর ও কলেজের বিভিন্ন আসবাব পত্র ভাঙচুরের এই অভিযোগ পাওয়া যায়।
বাংলা বিভাগের এমএলএসএস আবদুস সালাম বলেন, ‘আজ (সোমবার) সকালে আল আমিন বেশ কয়েকজন ছাত্রকে নিয়ে আমার কাছে কয়েকজনের রোল নম্বর জানতে চায়। এ সময় আমি বলি রোল নম্বর দিতে হলে স্যারদের পারমিশন লাগবে। এতে করেই সে ক্ষিপ্ত হয়ে আমাকে প্রথমে গালাগাল এবং একপর্যায়ে আমাকে মারধর শুরু করে। আমি তাকে সরিয়ে দিয়ে রুমের বাইরে বের করে দেই। সে বাইরে গিয়ে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। আমি আমার শিক্ষকদের জানিয়েছি। তারা এ বিষয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।’
এদিকে ছাত্র কর্তৃক অফিস স্টাফকে মারধরের ঘটনায় অধ্যক্ষর রুমে তাৎক্ষণিক অনানুষ্ঠানিক বৈঠকে বসেন শিক্ষক পরিষদ নেতাসহ জেলা ছাত্রলীগের নেতারা। এ নিয়ে আলোচনা হলেও আল আমিন কাউকেই পরোয়া করেন না বলে সভা থেকে উঠে যান।
আল আমিন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবং কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের রাজনীতি করে থাকেন এবং কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী।
এর আগেও আল আমিন কলেজের বেশ কয়েক শিক্ষক এবং স্টাফদের লাঞ্ছিত করেছেন। তবে ক্ষমতাসীন দলের রাজনীতি করায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। আর এতে করেই তিনি পটুয়াখালী সরকারি কলেজে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।
এ ছাড়া আল আমিন স্থানীয় বাসিন্দা হলেও তিনি কলেজ হোস্টেলে ৩০৩ নম্বর রুম দখল করে একাই বসবাস করছেন। নিয়মিত সেখানে তিনি নিয়ামবর্হিভূত কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।
তবে সব কিছু দেখেও অনেকটা নির্বিকার সরকারি কলেজ কর্তৃপক্ষ। এ বিষয় জানেত চাইলে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয় কোনো মন্তব্য করবো না। আজ আমার শরীরটা ভালো নেই। আপনারা আগামীকাল আসেন।’
তবে সরকারি কলেজের শিক্ষক পরিষদের সচিব জাফর ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে এ নিয়ে বসেছি। ছাত্র নেতাদের সঙ্গে কথা বলেছেন। আশা করছি দ্রুত একটি সমাধান মিলবে।’
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আল আমিন বলেন, ‘আমি কারও ওপর হামলা করিনি। এটা মিথ্যা।’ কলেজ হোস্টেলে তিনি একা একটি রুম বরাদ্দ নিয়ে থাকছেন কেন এমন প্রশ্নে আল আমিন বলেন, ‘আমি যে রুমটিতে থাকছি সেটি কলেজ সভাপতির রুম। এ কারণে আমি একাই টাকা দিয়ে থাকছি।’
পটুয়াখালী সরকারি কলেজের এক কর্মচারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতা আল আমিন ওরফে কলোনি আল আমিনের বিরুদ্ধে। আজ সোমবার সকালে কলেজের বাংলা বিভাগের এমএলএসএস আবদুস সালামকে মারধর ও কলেজের বিভিন্ন আসবাব পত্র ভাঙচুরের এই অভিযোগ পাওয়া যায়।
বাংলা বিভাগের এমএলএসএস আবদুস সালাম বলেন, ‘আজ (সোমবার) সকালে আল আমিন বেশ কয়েকজন ছাত্রকে নিয়ে আমার কাছে কয়েকজনের রোল নম্বর জানতে চায়। এ সময় আমি বলি রোল নম্বর দিতে হলে স্যারদের পারমিশন লাগবে। এতে করেই সে ক্ষিপ্ত হয়ে আমাকে প্রথমে গালাগাল এবং একপর্যায়ে আমাকে মারধর শুরু করে। আমি তাকে সরিয়ে দিয়ে রুমের বাইরে বের করে দেই। সে বাইরে গিয়ে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। আমি আমার শিক্ষকদের জানিয়েছি। তারা এ বিষয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।’
এদিকে ছাত্র কর্তৃক অফিস স্টাফকে মারধরের ঘটনায় অধ্যক্ষর রুমে তাৎক্ষণিক অনানুষ্ঠানিক বৈঠকে বসেন শিক্ষক পরিষদ নেতাসহ জেলা ছাত্রলীগের নেতারা। এ নিয়ে আলোচনা হলেও আল আমিন কাউকেই পরোয়া করেন না বলে সভা থেকে উঠে যান।
আল আমিন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবং কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের রাজনীতি করে থাকেন এবং কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী।
এর আগেও আল আমিন কলেজের বেশ কয়েক শিক্ষক এবং স্টাফদের লাঞ্ছিত করেছেন। তবে ক্ষমতাসীন দলের রাজনীতি করায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। আর এতে করেই তিনি পটুয়াখালী সরকারি কলেজে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।
এ ছাড়া আল আমিন স্থানীয় বাসিন্দা হলেও তিনি কলেজ হোস্টেলে ৩০৩ নম্বর রুম দখল করে একাই বসবাস করছেন। নিয়মিত সেখানে তিনি নিয়ামবর্হিভূত কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।
তবে সব কিছু দেখেও অনেকটা নির্বিকার সরকারি কলেজ কর্তৃপক্ষ। এ বিষয় জানেত চাইলে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয় কোনো মন্তব্য করবো না। আজ আমার শরীরটা ভালো নেই। আপনারা আগামীকাল আসেন।’
তবে সরকারি কলেজের শিক্ষক পরিষদের সচিব জাফর ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে এ নিয়ে বসেছি। ছাত্র নেতাদের সঙ্গে কথা বলেছেন। আশা করছি দ্রুত একটি সমাধান মিলবে।’
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আল আমিন বলেন, ‘আমি কারও ওপর হামলা করিনি। এটা মিথ্যা।’ কলেজ হোস্টেলে তিনি একা একটি রুম বরাদ্দ নিয়ে থাকছেন কেন এমন প্রশ্নে আল আমিন বলেন, ‘আমি যে রুমটিতে থাকছি সেটি কলেজ সভাপতির রুম। এ কারণে আমি একাই টাকা দিয়ে থাকছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫