নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মোহামেডান ক্লাব পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এ উপলক্ষে উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের গুঁড়িয়ে দেওয়া ক্লাবের জমিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আজকের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটির আন্দোলনের প্রতি সমর্থন জানান। কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্যসচিব নজরুল ইসলাম খান বলেন, রাতের আঁধারে ক্লাব ভবন গুঁড়িয়ে দেওয়া ও ক্লাবের জমি দখল আপাতত সফল হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। বরিশালে সব স্তরের নাগরিক আন্দোলন করে তাদের হারানো ঐতিহ্যের সম্পদ পুনরুদ্ধার করবেই।
এ সময় ক্লাবের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বলা হয়, বরিশাল মোহামেডান ক্লাব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাগরণের প্রতীক। ক্লাবটি স্বাধীনতার পর বরিশালের ক্রীড়া উন্নয়নে অবদান রেখেছে। ১৯৩৭ সালে তৎকালীন জমিদার সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছেলে সৈয়দ ফজলে রাব্বী সদর রোড মৌজায় ৩৩০ শতাংশ জমি দান করেছিলেন। ওই জমিতে ১৯৪২ সালে বরিশাল মোহামেডান স্পোর্টিং স্থাপিত হয়। পরবর্তী সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেক্রেটারির অনুকূলে বিএস পর্চা অনুসারে অধিভুক্ত হয়।
সূত্রমতে, ঢাকা মোহামেডান ক্লাবের আগে বরিশাল মোহামেডান ক্লাব হয়েছে। ১৯৩৮ সালে বরিশালের তৎকালীন বেলস পার্ক মাঠে (বর্তমানে বঙ্গবন্ধু উদ্যান) কলকাতা মোহামেডানে ক্লাব ও বরিশাল মোহামেডান ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা এবায়েদুল হক চান, কমিউনিস্ট লীগের অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাসদের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সাবেক ফুটবলার গাজী সাইফুর রহমান দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলনের কাজী এনায়েত হোসেন শিপলু প্রমুখ।
গত ১১ জানুয়ারি গভীর রাতে দক্ষিণ সদর রোডে মোহামেডান ক্লাবের আধা পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। তারা ক্লাবের আসবাবপত্রও নিয়ে যায়। ক্লাবের জমি পাশের বঙ্গবন্ধু অডিটরিয়ামের জমির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো দাপ্তরিক বক্তব্য দিচ্ছে না।
বরিশাল মোহামেডান ক্লাব পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এ উপলক্ষে উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের গুঁড়িয়ে দেওয়া ক্লাবের জমিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আজকের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটির আন্দোলনের প্রতি সমর্থন জানান। কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্যসচিব নজরুল ইসলাম খান বলেন, রাতের আঁধারে ক্লাব ভবন গুঁড়িয়ে দেওয়া ও ক্লাবের জমি দখল আপাতত সফল হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। বরিশালে সব স্তরের নাগরিক আন্দোলন করে তাদের হারানো ঐতিহ্যের সম্পদ পুনরুদ্ধার করবেই।
এ সময় ক্লাবের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বলা হয়, বরিশাল মোহামেডান ক্লাব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাগরণের প্রতীক। ক্লাবটি স্বাধীনতার পর বরিশালের ক্রীড়া উন্নয়নে অবদান রেখেছে। ১৯৩৭ সালে তৎকালীন জমিদার সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছেলে সৈয়দ ফজলে রাব্বী সদর রোড মৌজায় ৩৩০ শতাংশ জমি দান করেছিলেন। ওই জমিতে ১৯৪২ সালে বরিশাল মোহামেডান স্পোর্টিং স্থাপিত হয়। পরবর্তী সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেক্রেটারির অনুকূলে বিএস পর্চা অনুসারে অধিভুক্ত হয়।
সূত্রমতে, ঢাকা মোহামেডান ক্লাবের আগে বরিশাল মোহামেডান ক্লাব হয়েছে। ১৯৩৮ সালে বরিশালের তৎকালীন বেলস পার্ক মাঠে (বর্তমানে বঙ্গবন্ধু উদ্যান) কলকাতা মোহামেডানে ক্লাব ও বরিশাল মোহামেডান ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা এবায়েদুল হক চান, কমিউনিস্ট লীগের অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাসদের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সাবেক ফুটবলার গাজী সাইফুর রহমান দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলনের কাজী এনায়েত হোসেন শিপলু প্রমুখ।
গত ১১ জানুয়ারি গভীর রাতে দক্ষিণ সদর রোডে মোহামেডান ক্লাবের আধা পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। তারা ক্লাবের আসবাবপত্রও নিয়ে যায়। ক্লাবের জমি পাশের বঙ্গবন্ধু অডিটরিয়ামের জমির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো দাপ্তরিক বক্তব্য দিচ্ছে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫