ভোলা প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় উপকূলবর্তী দ্বীপ জেলা ভোলায় প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ের জন্য তিন স্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
জেলা প্রশাসক জানান, জেলার সব আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। সিপিপি ও রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা প্রস্তুত রয়েছেন। নদী ও সাগরে মাছ শিকাররত মৎস্যজীবীদের তীরে আনার কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৯০ ভাগ জেলে তীরে এসেছেন। বাকি জেলেদেরও তীরে ফিরিয়ে আনার কাজ চলছে।
মাঠের অধিকাংশ পাকা ধান কাটা হয়েছে। এতে কৃষকেরা ধানের ক্ষতি থেকে রক্ষা পাবেন। এ ছাড়া মানুষ ও গবাদিপশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আরও জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় আঘাত হানলে যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজ দ্রুত করা যায় সে ব্যাপারে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, কোস্ট গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, বন বিভাগসহ সরকারের সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন।
এ ছাড়াও জেলার সব উপজেলায় প্রশাসন, জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি সভা ও ঘূর্ণিঝড় মোখার গতিবেগ পর্যবেক্ষণের মাধ্যমে জরুরি যেকোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সচেতনতা তৈরি করতে প্রতিটি এলাকায় মাইকে প্রচার, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, উদ্ধারকর্মী প্রস্তুত রাখা, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় যানবাহন, বিদ্যুৎ সরবরাহ ও সড়কবাতি নির্বিঘ্ন রাখার প্রস্তুতির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসন্ন ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলার জন্য জেলার সব পুলিশের ছুটি বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক সভাকক্ষে আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এ সভার আয়োজন করেছেন।
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় উপকূলবর্তী দ্বীপ জেলা ভোলায় প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ের জন্য তিন স্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
জেলা প্রশাসক জানান, জেলার সব আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। সিপিপি ও রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা প্রস্তুত রয়েছেন। নদী ও সাগরে মাছ শিকাররত মৎস্যজীবীদের তীরে আনার কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৯০ ভাগ জেলে তীরে এসেছেন। বাকি জেলেদেরও তীরে ফিরিয়ে আনার কাজ চলছে।
মাঠের অধিকাংশ পাকা ধান কাটা হয়েছে। এতে কৃষকেরা ধানের ক্ষতি থেকে রক্ষা পাবেন। এ ছাড়া মানুষ ও গবাদিপশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আরও জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় আঘাত হানলে যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজ দ্রুত করা যায় সে ব্যাপারে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, কোস্ট গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, বন বিভাগসহ সরকারের সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন।
এ ছাড়াও জেলার সব উপজেলায় প্রশাসন, জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি সভা ও ঘূর্ণিঝড় মোখার গতিবেগ পর্যবেক্ষণের মাধ্যমে জরুরি যেকোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সচেতনতা তৈরি করতে প্রতিটি এলাকায় মাইকে প্রচার, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, উদ্ধারকর্মী প্রস্তুত রাখা, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় যানবাহন, বিদ্যুৎ সরবরাহ ও সড়কবাতি নির্বিঘ্ন রাখার প্রস্তুতির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসন্ন ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলার জন্য জেলার সব পুলিশের ছুটি বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক সভাকক্ষে আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এ সভার আয়োজন করেছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫