পিরোজপুর প্রতিনিধি
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে আজ মঙ্গলবার সকালে পিরোজপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। জেলার নদ-নদীতে জোয়ারের পানি কিছুটা বেড়েছে। ওই দিকে উপকূলীয় ১৪৪ কিলোমিটার এলাকার বেড়িবাঁধ অরক্ষিত হয়ে আছে। সব মিলিয়ে নদীপারের লাখো মানুষ আতঙ্কে রয়েছে।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, পিরোজপুর জেলাসহ পাশের দ্বীপগুলোকে ৭ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার মধ্যে উপকূলীয় এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে।
এদিকে পরিস্থিতি বিবেচনায় বঙ্গোপসাগরে সৃষ্টি প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করেছে। সভায় বলা হয়েছে, জেলার সাতটি উপজেলায় ৪০৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় জেলা শহরসহ সাতটি উপজেলায় আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
জেলায় ৩৪৪ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৪৪ কিলোমিটারই অরক্ষিত। মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, সাপলেজা, ছোটমাছুয়া, খেতাচিড়া, মাঝেরচর এলাকার নিম্নাঞ্চলের মানুষ অনেকটাই আতঙ্কে সময় পার করছে। ইন্দুরকানি উপজেলার চরখালী, কালাইয়া, সাঈদখালী চর, ভান্ডারিয়ার তেলীখালী এলাকার মানুষেরও একই অবস্থা।
মঠবাড়িয়ার মাঝেরচর এলাকার মসিদ মিয়া বলেন, ‘আমরা খুব ভয়ে আছি। কী হবে কিছুই জানি না। জোয়ারে দ্বীপটি তলিয়ে গেলে তখন কেমন হবে বুঝতে পারছি না। সাইক্লোন শেল্টারের অবস্থা ভালো না। সেখানে মাঝেরচরের লোকজন তেমন যায় না। বড় কোনো আঘাত হানলে বহু প্রাণহানির শঙ্কা রয়েছে।’
বড় মাছুয়া এলাকার জেলে ফরিদ মিয়া বলেন, কোনো বেড়িবাঁধ নেই এই এলাকায়। জোয়ার এলেই পানিতে তলিয়ে যায় বাড়িঘর। পানি বাড়লে বাড়িঘর, বিছানা—সব ডুবে যাবে। শুধু ঝড়ের সময় এসে আশ্রয়কেন্দ্রে না নিয়ে বেড়িবাঁধগুলো মেরামত করা দরকার।
সাঈদখালী চরের বাসিন্দা আজগর মোল্লা বলেন, ‘আগেই সাইক্লোন শেল্টারে গিয়ে বসে থাকলে আমাদের খাওয়াবে কে। ওখানে বিদ্যুৎ থাকে না, খাওয়ার পানি নেই। গরু বাছুর হাঁস মুরগি নিয়ে এমন আটকা থাকা অসম্ভব। কর্তাব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করা দরকার।’
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের কাছে ৪ লাখ ৪০ হাজার টাকা, ৫০ বান্ডিল টিন, ৪১২ টন চাল ও ৪ হাজার কম্বল রয়েছে। এ ছাড়া জনগণের সেবার জন্য ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে দুর্যোগপূর্ব ও পরবর্তী মানুষের সেবা দিতে ১৭০০ সিপিপি সদস্য ও ৩৫০ জন স্কাউট সদস্য কাজ করবেন। উপকূল এলাকার মানুষদের আজ সন্ধ্যার মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে।
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে আজ মঙ্গলবার সকালে পিরোজপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। জেলার নদ-নদীতে জোয়ারের পানি কিছুটা বেড়েছে। ওই দিকে উপকূলীয় ১৪৪ কিলোমিটার এলাকার বেড়িবাঁধ অরক্ষিত হয়ে আছে। সব মিলিয়ে নদীপারের লাখো মানুষ আতঙ্কে রয়েছে।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, পিরোজপুর জেলাসহ পাশের দ্বীপগুলোকে ৭ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার মধ্যে উপকূলীয় এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে।
এদিকে পরিস্থিতি বিবেচনায় বঙ্গোপসাগরে সৃষ্টি প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করেছে। সভায় বলা হয়েছে, জেলার সাতটি উপজেলায় ৪০৭ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় জেলা শহরসহ সাতটি উপজেলায় আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
জেলায় ৩৪৪ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৪৪ কিলোমিটারই অরক্ষিত। মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, সাপলেজা, ছোটমাছুয়া, খেতাচিড়া, মাঝেরচর এলাকার নিম্নাঞ্চলের মানুষ অনেকটাই আতঙ্কে সময় পার করছে। ইন্দুরকানি উপজেলার চরখালী, কালাইয়া, সাঈদখালী চর, ভান্ডারিয়ার তেলীখালী এলাকার মানুষেরও একই অবস্থা।
মঠবাড়িয়ার মাঝেরচর এলাকার মসিদ মিয়া বলেন, ‘আমরা খুব ভয়ে আছি। কী হবে কিছুই জানি না। জোয়ারে দ্বীপটি তলিয়ে গেলে তখন কেমন হবে বুঝতে পারছি না। সাইক্লোন শেল্টারের অবস্থা ভালো না। সেখানে মাঝেরচরের লোকজন তেমন যায় না। বড় কোনো আঘাত হানলে বহু প্রাণহানির শঙ্কা রয়েছে।’
বড় মাছুয়া এলাকার জেলে ফরিদ মিয়া বলেন, কোনো বেড়িবাঁধ নেই এই এলাকায়। জোয়ার এলেই পানিতে তলিয়ে যায় বাড়িঘর। পানি বাড়লে বাড়িঘর, বিছানা—সব ডুবে যাবে। শুধু ঝড়ের সময় এসে আশ্রয়কেন্দ্রে না নিয়ে বেড়িবাঁধগুলো মেরামত করা দরকার।
সাঈদখালী চরের বাসিন্দা আজগর মোল্লা বলেন, ‘আগেই সাইক্লোন শেল্টারে গিয়ে বসে থাকলে আমাদের খাওয়াবে কে। ওখানে বিদ্যুৎ থাকে না, খাওয়ার পানি নেই। গরু বাছুর হাঁস মুরগি নিয়ে এমন আটকা থাকা অসম্ভব। কর্তাব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করা দরকার।’
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের কাছে ৪ লাখ ৪০ হাজার টাকা, ৫০ বান্ডিল টিন, ৪১২ টন চাল ও ৪ হাজার কম্বল রয়েছে। এ ছাড়া জনগণের সেবার জন্য ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে দুর্যোগপূর্ব ও পরবর্তী মানুষের সেবা দিতে ১৭০০ সিপিপি সদস্য ও ৩৫০ জন স্কাউট সদস্য কাজ করবেন। উপকূল এলাকার মানুষদের আজ সন্ধ্যার মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫