Ajker Patrika

বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ৩০ মে ২০২৩, ১৮: ৫২
বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দের দাবি

বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ ও শিক্ষা বাণিজ্যিকীকরণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বক্তারা বলেন, জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবি ছাত্রদের দীর্ঘদিনের হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শিক্ষা খাতে বরাদ্দের শতাংশ ক্রমাগত নিম্নগামী হচ্ছে। এ বছরে বাজেটের ১২.০১ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরেও ছিল ১৩ শতাংশ। 

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর শাখার প্রচার-প্রকাশনা সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য মিনহাজুল ইসলাম ফারহান, মির্জা মৌরিন জুঁই প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত