নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানকে উজিরপুর উপজেলার একটি জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মসজিদের অদুরে জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করেন গ্রামবাসী।
এর আগে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ইরানকে তুলে নিয়ে গেছে। তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা দাবি করেছে, ইরান নিখোঁজ হওয়ার বিষয়টি সাজানো নাটক ছিল।
ইরান বরিশাল জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তিনি উজিরপুরের ধামুরা এলাকার চান সরদারের ছেলে। নগরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ভিলেজের বিবিএর শিক্ষার্থী ইরান গোঁড়াচাঁদ দাস সড়কে ভাড়া বাসায় থাকতেন।
উদ্ধারের পর উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, তাঁরা ৯৯৯-এর মাধ্যমে নারায়ণপুর গ্রামের জঙ্গলে ইরানকে উদ্ধারের খবর পান। রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়। রাত ১২টার দিকে ইরানকে তাঁর মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. মন্টু সাংবাদিকদের জানান, রোববার রাত ৮টার দিকে পথচারীরা জঙ্গলের মধ্যে বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পান। তাঁরা টর্চের আলো ফেলে শিকল দিয়ে হাত-পা বাঁধা এবং গেঞ্জি গলায় প্যাঁচানো ও শুধু অন্তর্বাস পরা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছেন। পরে গ্রামের লোকজন বিষয়টি ৯৯৯-এ জানান।
ইরানের বরাত দিয়ে মন্টু বলেন, অজ্ঞান অবস্থায় তাঁকে ফেলে রাখা হয়েছে। গলায় প্যাঁচানো গেঞ্জি দিয়ে তাঁর মুখ বাঁধা ছিল। জ্ঞান ফিরলে নড়াচড়া করে গেঞ্জি মুখ থেকে সরে গেলে তিনি চিৎকার করেছেন।
মন্টু আরও জানান, সন্ধ্যার পর দুটি সাদা রঙের মাইক্রোবাস গ্রামে ঢুকতে দেখেছেন। তাঁদের ধারণা ওই মাইক্রোবাসে করে তাঁকে এনে ফেলে রাখা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে নগরের গোঁড়াচাঁদ দাস সড়ক থেকে একটি সাদা মাইক্রোবাসে ইরানকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ইরানকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ জানিয়ে শনিবার রাত ১০টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেন তাঁর চাচাতো ভাই রাব্বী। ইরান ও রাব্বী গোঁড়াচাঁদ দাস সড়কে একই বাসায় থাকতেন। ঘটনার সময় রাব্বী ইরানের সঙ্গে ছিলেন বলে দাবি করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আরাফাত হাসান জানান, শনিবার রাত ৮টায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগের সত্যতা পাননি। বরং বিকেলে ফুটেজে দেখা গেছে, ইরান ও রাব্বী একটি ইজিবাইক থেকে নেমে দুজন দুই দিকে চলে গেছেন।
এসআই আরাফাত জানান, রাব্বী কথিত অপহরণের ঘটনাটি ইরানের পরিবারকে না জানিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে জানান এবং তাঁর পরামর্শে থানায় অভিযোগ দেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল জানান, রাব্বী মোবাইল ফোনে তাঁকে জানানোর পর তিনি বিষয়টি পুলিশকে জানাতে বলেন।
এদিকে উদ্ধার হওয়া ছাত্রদলের নেতা ফোরকান হোসেন ইরানের কাছে এ বিষয়ে জানতে মোবাইলে কল করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন জানান, ইরানের চাচাতো ভাই রাব্বীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের পর সাজানো ঘটনা ফাঁস হয়ে যায়। তারপর তাঁরা উদ্ধার নাটক সাজিয়েছেন। ঘটনাটি তাঁরা আরও খতিয়ে দেখছেন।
বরিশাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানকে উজিরপুর উপজেলার একটি জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মসজিদের অদুরে জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করেন গ্রামবাসী।
এর আগে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ইরানকে তুলে নিয়ে গেছে। তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা দাবি করেছে, ইরান নিখোঁজ হওয়ার বিষয়টি সাজানো নাটক ছিল।
ইরান বরিশাল জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তিনি উজিরপুরের ধামুরা এলাকার চান সরদারের ছেলে। নগরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ভিলেজের বিবিএর শিক্ষার্থী ইরান গোঁড়াচাঁদ দাস সড়কে ভাড়া বাসায় থাকতেন।
উদ্ধারের পর উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, তাঁরা ৯৯৯-এর মাধ্যমে নারায়ণপুর গ্রামের জঙ্গলে ইরানকে উদ্ধারের খবর পান। রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়। রাত ১২টার দিকে ইরানকে তাঁর মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. মন্টু সাংবাদিকদের জানান, রোববার রাত ৮টার দিকে পথচারীরা জঙ্গলের মধ্যে বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পান। তাঁরা টর্চের আলো ফেলে শিকল দিয়ে হাত-পা বাঁধা এবং গেঞ্জি গলায় প্যাঁচানো ও শুধু অন্তর্বাস পরা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছেন। পরে গ্রামের লোকজন বিষয়টি ৯৯৯-এ জানান।
ইরানের বরাত দিয়ে মন্টু বলেন, অজ্ঞান অবস্থায় তাঁকে ফেলে রাখা হয়েছে। গলায় প্যাঁচানো গেঞ্জি দিয়ে তাঁর মুখ বাঁধা ছিল। জ্ঞান ফিরলে নড়াচড়া করে গেঞ্জি মুখ থেকে সরে গেলে তিনি চিৎকার করেছেন।
মন্টু আরও জানান, সন্ধ্যার পর দুটি সাদা রঙের মাইক্রোবাস গ্রামে ঢুকতে দেখেছেন। তাঁদের ধারণা ওই মাইক্রোবাসে করে তাঁকে এনে ফেলে রাখা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে নগরের গোঁড়াচাঁদ দাস সড়ক থেকে একটি সাদা মাইক্রোবাসে ইরানকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ইরানকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ জানিয়ে শনিবার রাত ১০টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেন তাঁর চাচাতো ভাই রাব্বী। ইরান ও রাব্বী গোঁড়াচাঁদ দাস সড়কে একই বাসায় থাকতেন। ঘটনার সময় রাব্বী ইরানের সঙ্গে ছিলেন বলে দাবি করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আরাফাত হাসান জানান, শনিবার রাত ৮টায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগের সত্যতা পাননি। বরং বিকেলে ফুটেজে দেখা গেছে, ইরান ও রাব্বী একটি ইজিবাইক থেকে নেমে দুজন দুই দিকে চলে গেছেন।
এসআই আরাফাত জানান, রাব্বী কথিত অপহরণের ঘটনাটি ইরানের পরিবারকে না জানিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে জানান এবং তাঁর পরামর্শে থানায় অভিযোগ দেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল জানান, রাব্বী মোবাইল ফোনে তাঁকে জানানোর পর তিনি বিষয়টি পুলিশকে জানাতে বলেন।
এদিকে উদ্ধার হওয়া ছাত্রদলের নেতা ফোরকান হোসেন ইরানের কাছে এ বিষয়ে জানতে মোবাইলে কল করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন জানান, ইরানের চাচাতো ভাই রাব্বীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের পর সাজানো ঘটনা ফাঁস হয়ে যায়। তারপর তাঁরা উদ্ধার নাটক সাজিয়েছেন। ঘটনাটি তাঁরা আরও খতিয়ে দেখছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫