Ajker Patrika

লিটন হত্যা মামলা: বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতা মিল্টন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল স্বেচ্ছাসেবক দলের নেতা মিল্টনকে গ্রেপ্তার করা হয়। ছবি: আজকের পত্রিকা
বরিশাল স্বেচ্ছাসেবক দলের নেতা মিল্টনকে গ্রেপ্তার করা হয়। ছবি: আজকের পত্রিকা

লিটন সিকদার হত্যা মামলায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন খান মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে নগরীর কাউনিয়া বাগানবাড়ি এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সগির হোসেন।

পুলিশ কর্মকর্তা জানান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক লিটন সিকদার হত্যায় পাঁচ নম্বর আসামি রিয়াজ উদ্দিন খান মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে। মিল্টন লিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে গত বৃহস্পতিবার বিকেলে বিল্লাহ বাড়ি এলাকায় লিটন সিকদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় লিটনের মা, ভাই ও বোন গুরুতর আহত হন। লিটন হত্যার ঘটনায় বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন তাঁর বোন মুন্নি সিকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত