নিজস্ব প্রতিবেদক, বরিশাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে বরিশাল পৌঁছেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সার্কিট হাউসে অল্প সময় বিশ্রামের পর বেলা ৩টার দিকে জনসভার মঞ্চে পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন।
জনসভা মঞ্চে উঠে উপস্থিত জনতার উদ্দেশে হাত তুলে তাদের অভিবাদনের জবাব দেন। এরপর, হাতে নৌকার পতাকা নাড়িয়ে মঞ্চের এক পাশ থেকে হেঁটে আরেক পাশে যান। জনসভায় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও উপস্থিত হন। এ ছাড়া বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত আজ শুক্রবার বেলা ১টার দিকে জনসভায় বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ফোরকানের বক্তব্যের মাধ্যমে জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।
জনসভা মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুল হাফিজ মল্লিক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, বরিশালের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, শাহজাহান ওমর বীর উত্তম, দলের দপ্তর সস্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রমুখ।
এদিকে, শেখ হাসিনার জনসভায় যোগ দিতে আসা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকে ভরে গেছে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যান।
জনসভায় বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়ন থেকে আশা ফয়জুল হক জানান, শেখ হাসিনার নির্বাচনী বক্তব্য শুনতে এসেছেন তিনি। নাসিম হোসেন নামে কাশিপুরের যুবলীগ নেতা বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে প্রধানমন্ত্রী বার্তা নিয়ে এসেছেন। বরিশালের উন্নয়নে প্রধানমন্ত্রী আরও কিছু সুসংবাদ শোনাবেন বলে আশা রাখি।’
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মতে, শেখ হাসিনার এই সফরে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। এদিকে শেখ হাসিনার এই জনসভায় ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, শিল্পনগরী গড়াসহ ছয়-সাতটি দাবি তুলতে পারেন দলটির শীর্ষ নেতারা। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গঠিত কমিটির সদস্য বলরাম পোদ্দার।
এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ বরিশালে গিয়েছিলেন শেখ হাসিনা। ওই দিন তিনি বরিশাল ও পটুয়াখালী জেলার সীমান্ত বরাবর পায়রা নদীর লেবুখালী পয়েন্টে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট উদ্বোধন করেন। পরে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তব্য দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে বরিশাল পৌঁছেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সার্কিট হাউসে অল্প সময় বিশ্রামের পর বেলা ৩টার দিকে জনসভার মঞ্চে পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন।
জনসভা মঞ্চে উঠে উপস্থিত জনতার উদ্দেশে হাত তুলে তাদের অভিবাদনের জবাব দেন। এরপর, হাতে নৌকার পতাকা নাড়িয়ে মঞ্চের এক পাশ থেকে হেঁটে আরেক পাশে যান। জনসভায় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও উপস্থিত হন। এ ছাড়া বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত আজ শুক্রবার বেলা ১টার দিকে জনসভায় বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ফোরকানের বক্তব্যের মাধ্যমে জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।
জনসভা মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুল হাফিজ মল্লিক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, বরিশালের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, শাহজাহান ওমর বীর উত্তম, দলের দপ্তর সস্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রমুখ।
এদিকে, শেখ হাসিনার জনসভায় যোগ দিতে আসা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকে ভরে গেছে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যান।
জনসভায় বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়ন থেকে আশা ফয়জুল হক জানান, শেখ হাসিনার নির্বাচনী বক্তব্য শুনতে এসেছেন তিনি। নাসিম হোসেন নামে কাশিপুরের যুবলীগ নেতা বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে প্রধানমন্ত্রী বার্তা নিয়ে এসেছেন। বরিশালের উন্নয়নে প্রধানমন্ত্রী আরও কিছু সুসংবাদ শোনাবেন বলে আশা রাখি।’
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মতে, শেখ হাসিনার এই সফরে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। এদিকে শেখ হাসিনার এই জনসভায় ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, শিল্পনগরী গড়াসহ ছয়-সাতটি দাবি তুলতে পারেন দলটির শীর্ষ নেতারা। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গঠিত কমিটির সদস্য বলরাম পোদ্দার।
এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ বরিশালে গিয়েছিলেন শেখ হাসিনা। ওই দিন তিনি বরিশাল ও পটুয়াখালী জেলার সীমান্ত বরাবর পায়রা নদীর লেবুখালী পয়েন্টে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট উদ্বোধন করেন। পরে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তব্য দেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫