নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মৃত ব্যক্তিসহ ১৩৭ জনের নামে টাকা উত্তোলন করার অভিযোগে বরিশালের মাধবপাশা ইউনিয়ন চেয়ারম্যান ও ৬ জন সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন একই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফাতেমা আক্তার লিপি। বিচারক রাশেদুজ্জামান রাজা অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান (৬০), ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান সিকদার (৪৬), খলিলুর রহমান মৃধা (৬৬), মোহাম্মদ আলী বেগ (৪৭), মো. শাহজাহান (৪১), বশির সিকদার (৪০) ও আবুল বাশার হাওলাদার (৪৩)।
মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুদ বলেন, অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বরেরা অতি দারিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১৩৭ জন শ্রমিকের নগদ অ্যাকাউন্টের পিন হস্তগত করে তাদের টাকা আত্মসাৎ করেছেন। তাদের মধ্যে শিমুল নামক এক মৃত শ্রমিকও রয়েছেন। এছাড়া অভিযুক্তরা বিভিন্ন প্রকল্পভুক্ত ১৭ দশমিক ২৯১ মেট্রিক টন চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে জাতীয় পার্টি নেতা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে তিনি টিআর-কাবিখার কাজ দিয়েছিলেন। তারা কাজগুলো না করে টাকা আত্মসাতের চেষ্টা করেন। তিনি বাধা দেওয়ায় ইউপি সদস্য লিপিকে ব্যবহার করে মামলাসহ তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ওই আওয়ামী লীগ নেতারাসহ সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মামলায় সাক্ষী হয়েছেন। এতেই বোঝা যায় ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে।’

মৃত ব্যক্তিসহ ১৩৭ জনের নামে টাকা উত্তোলন করার অভিযোগে বরিশালের মাধবপাশা ইউনিয়ন চেয়ারম্যান ও ৬ জন সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন একই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফাতেমা আক্তার লিপি। বিচারক রাশেদুজ্জামান রাজা অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান (৬০), ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান সিকদার (৪৬), খলিলুর রহমান মৃধা (৬৬), মোহাম্মদ আলী বেগ (৪৭), মো. শাহজাহান (৪১), বশির সিকদার (৪০) ও আবুল বাশার হাওলাদার (৪৩)।
মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুদ বলেন, অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বরেরা অতি দারিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১৩৭ জন শ্রমিকের নগদ অ্যাকাউন্টের পিন হস্তগত করে তাদের টাকা আত্মসাৎ করেছেন। তাদের মধ্যে শিমুল নামক এক মৃত শ্রমিকও রয়েছেন। এছাড়া অভিযুক্তরা বিভিন্ন প্রকল্পভুক্ত ১৭ দশমিক ২৯১ মেট্রিক টন চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে জাতীয় পার্টি নেতা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে তিনি টিআর-কাবিখার কাজ দিয়েছিলেন। তারা কাজগুলো না করে টাকা আত্মসাতের চেষ্টা করেন। তিনি বাধা দেওয়ায় ইউপি সদস্য লিপিকে ব্যবহার করে মামলাসহ তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ওই আওয়ামী লীগ নেতারাসহ সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মামলায় সাক্ষী হয়েছেন। এতেই বোঝা যায় ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫
লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫
দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫
চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫