নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল জেলার ৬টি আসনেই আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন অনেকাংশে চূড়ান্ত করে ফেলেছে। ফলে আসনগুলোতে মনোনয়ন পাওয়া সম্ভাব্য প্রার্থীদের অনুসারীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়েছে। কিন্তু দুটি আসনে মনোনয়ন পেয়েও অস্বস্তিতে রয়েছে ক্ষমতাসীন দলের নেতারা। আসন দুটি বরিশাল-৩ এবং বরিশাল-৬। আওয়ামী লীগ বারবার জোট কিংবা মহাজোটের শরিকদেরই আসন দুটি ছেড়ে দিয়েছে। এবারও এ আসনে ভাগ বসাতে চায় জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং জাসদ। এ নিয়ে নানা সমীকরণ ঘুরপাক খাচ্ছে আসন দুটির স্থানীয় নেতা-কর্মী এবং ভোটারদের মধ্যে।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। গতকাল শুক্রবার দুপুর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন এ আসন থেকে নৌকার মনোনয়ন পাচ্ছেন। যে কারণে তাঁর অনুসারীদের মধ্যে উল্লাস চলছে। কিন্তু স্বস্তিতে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ। কেননা ২০০৮ সালে মহাজোটের কারণে আসনটি পায় জাপা। ২০১৪ সালে এটি চলে যায় শরিক দল ওয়ার্কার্স পার্টির ঘরে। ২০১৮ সালে ওয়ার্কার্স পার্টি নৌকার টিকিট পেলেও এমপি নির্বাচিত হন জাপার গোলাম কিবরিয়া টিপু।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক মিলন বলেন, ‘১৯৭৩ সাল থেকে এ আসনে আওয়ামী লীগের এমপি না থাকায় দল দুর্বল হচ্ছে।’
বরিশাল-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান বলেন, ‘আমরা জোট-মহাজোট নিয়ে অশান্তিতে আছি এ আসনে। আওয়ামী লীগের প্রার্থী এখানে মনোনয়ন দেওয়া হলেও জোটের ক্ষেত্রে বারবার শরিকেরা সুযোগ পাচ্ছেন। নৌকায় মনোনয়ন পেলে এক ধরনের চিন্তা করব। আর মনোনয়ন না পেলে অন্য চিন্তা করব।’
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল হক নিলু বলেন, ‘১৪ দলের শরিক হিসেবে তাঁরা দুটি আসন দাবি করেছেন। বরিশাল-২ এবং বরিশাল-৩ আসন। বরিশাল-৩ আসনে ১৯৭৯,১৯৯১ ও ২০১৪ সালে তাদের দলীয় প্রার্থী এমপি নির্বাচিত হয়েছে। ২০১৮ সালেও নৌকা প্রতীকে দাঁড়িয়ে জয় লাভ করতে পারেননি। আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ হাসান স্বপন মনোনয়ন পাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এটা নিয়ে দেন দরবার চলছে।’
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বরিশাল-৫ এবং ২ আসনে থেকে মনোনয়ন চান। যেহেতু বরিশাল-৩ এবং বরিশাল-৬ আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি রয়েছে, সেহেতু এ আসনে আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি থাকতেই পারে। জাতীয় পার্টির টার্গেট বরিশাল-৫ সহ আরও কোনো কোনো আসন দখল করা।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসরিন জাহান রত্না। এর আগে ২০১৪ সালেও এ আসনের এমপি ছিলেন রত্না। কিন্তু উন্নয়ন ইস্যুতে এবার এ আসনে আওয়ামী লীগের প্রার্থী চান দলটির নেতারা। গুঞ্জন রয়েছে বাকেরগঞ্জে নৌকার মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক।
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপন বলেন, ১৫ বছর ধরে বাকেরগঞ্জে জাপাকে সুযোগ দেওয়া হয়েছে। এবার আওয়ামী. লীগের প্রার্থী এমপি হোক—এমনটাই তাঁরা চান। কিন্তু জোটের কারণে বারবার এখানে মনোনয়ন বঞ্চিত হচ্ছে দল। এবারও সেই একই অস্বস্তিতে আছেন তাঁরা।
বরিশাল-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের শরিক জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন। জাসদ থেকেও এ আসনে তাকে মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ অস্বস্তিতে আছে কি না মন্তব্য করব না। কিন্তু বাকেরগঞ্জে আমার চেয়ে যোগ্য প্রার্থী নেই। গত ১৫ বছর ধরে বাকেরগঞ্জে জাপার এমপির জনসমর্থন তলানিতে। আমার বিশ্বাস, জাপা এবার আর সুযোগ পাবে না।’
এ প্রসঙ্গে জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘বরিশাল-৩, বরিশাল-৫ এবং বরিশাল-৬ আসনে আমাদের প্রার্থী এমপি নির্বাচিত হবেন বলে আশা রাখি। বর্তমানে বরিশাল-৩ এবং বরিশাল-৬ আসনে আমাদেরই এমপি আছেন। ভোট হলে এসব আসনে আওয়ামী লীগ ঝুঁকির মধ্যে পড়বে।’
এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস বলেছেন, বাবুগঞ্জ-মুলাদী এবং বাকেরগঞ্জে তাঁদের অনেক যোগ্য নেতা আছে। তাঁরা এমপি হওয়ার আশা করতেই পারেন। জোটের বিষয়ে দল সিদ্ধান্ত নেবেন।
বরিশাল জেলার ৬টি আসনেই আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন অনেকাংশে চূড়ান্ত করে ফেলেছে। ফলে আসনগুলোতে মনোনয়ন পাওয়া সম্ভাব্য প্রার্থীদের অনুসারীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়েছে। কিন্তু দুটি আসনে মনোনয়ন পেয়েও অস্বস্তিতে রয়েছে ক্ষমতাসীন দলের নেতারা। আসন দুটি বরিশাল-৩ এবং বরিশাল-৬। আওয়ামী লীগ বারবার জোট কিংবা মহাজোটের শরিকদেরই আসন দুটি ছেড়ে দিয়েছে। এবারও এ আসনে ভাগ বসাতে চায় জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং জাসদ। এ নিয়ে নানা সমীকরণ ঘুরপাক খাচ্ছে আসন দুটির স্থানীয় নেতা-কর্মী এবং ভোটারদের মধ্যে।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। গতকাল শুক্রবার দুপুর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন এ আসন থেকে নৌকার মনোনয়ন পাচ্ছেন। যে কারণে তাঁর অনুসারীদের মধ্যে উল্লাস চলছে। কিন্তু স্বস্তিতে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ। কেননা ২০০৮ সালে মহাজোটের কারণে আসনটি পায় জাপা। ২০১৪ সালে এটি চলে যায় শরিক দল ওয়ার্কার্স পার্টির ঘরে। ২০১৮ সালে ওয়ার্কার্স পার্টি নৌকার টিকিট পেলেও এমপি নির্বাচিত হন জাপার গোলাম কিবরিয়া টিপু।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক মিলন বলেন, ‘১৯৭৩ সাল থেকে এ আসনে আওয়ামী লীগের এমপি না থাকায় দল দুর্বল হচ্ছে।’
বরিশাল-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান বলেন, ‘আমরা জোট-মহাজোট নিয়ে অশান্তিতে আছি এ আসনে। আওয়ামী লীগের প্রার্থী এখানে মনোনয়ন দেওয়া হলেও জোটের ক্ষেত্রে বারবার শরিকেরা সুযোগ পাচ্ছেন। নৌকায় মনোনয়ন পেলে এক ধরনের চিন্তা করব। আর মনোনয়ন না পেলে অন্য চিন্তা করব।’
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল হক নিলু বলেন, ‘১৪ দলের শরিক হিসেবে তাঁরা দুটি আসন দাবি করেছেন। বরিশাল-২ এবং বরিশাল-৩ আসন। বরিশাল-৩ আসনে ১৯৭৯,১৯৯১ ও ২০১৪ সালে তাদের দলীয় প্রার্থী এমপি নির্বাচিত হয়েছে। ২০১৮ সালেও নৌকা প্রতীকে দাঁড়িয়ে জয় লাভ করতে পারেননি। আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ হাসান স্বপন মনোনয়ন পাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এটা নিয়ে দেন দরবার চলছে।’
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বরিশাল-৫ এবং ২ আসনে থেকে মনোনয়ন চান। যেহেতু বরিশাল-৩ এবং বরিশাল-৬ আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি রয়েছে, সেহেতু এ আসনে আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি থাকতেই পারে। জাতীয় পার্টির টার্গেট বরিশাল-৫ সহ আরও কোনো কোনো আসন দখল করা।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসরিন জাহান রত্না। এর আগে ২০১৪ সালেও এ আসনের এমপি ছিলেন রত্না। কিন্তু উন্নয়ন ইস্যুতে এবার এ আসনে আওয়ামী লীগের প্রার্থী চান দলটির নেতারা। গুঞ্জন রয়েছে বাকেরগঞ্জে নৌকার মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক।
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপন বলেন, ১৫ বছর ধরে বাকেরগঞ্জে জাপাকে সুযোগ দেওয়া হয়েছে। এবার আওয়ামী. লীগের প্রার্থী এমপি হোক—এমনটাই তাঁরা চান। কিন্তু জোটের কারণে বারবার এখানে মনোনয়ন বঞ্চিত হচ্ছে দল। এবারও সেই একই অস্বস্তিতে আছেন তাঁরা।
বরিশাল-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের শরিক জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন। জাসদ থেকেও এ আসনে তাকে মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ অস্বস্তিতে আছে কি না মন্তব্য করব না। কিন্তু বাকেরগঞ্জে আমার চেয়ে যোগ্য প্রার্থী নেই। গত ১৫ বছর ধরে বাকেরগঞ্জে জাপার এমপির জনসমর্থন তলানিতে। আমার বিশ্বাস, জাপা এবার আর সুযোগ পাবে না।’
এ প্রসঙ্গে জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘বরিশাল-৩, বরিশাল-৫ এবং বরিশাল-৬ আসনে আমাদের প্রার্থী এমপি নির্বাচিত হবেন বলে আশা রাখি। বর্তমানে বরিশাল-৩ এবং বরিশাল-৬ আসনে আমাদেরই এমপি আছেন। ভোট হলে এসব আসনে আওয়ামী লীগ ঝুঁকির মধ্যে পড়বে।’
এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস বলেছেন, বাবুগঞ্জ-মুলাদী এবং বাকেরগঞ্জে তাঁদের অনেক যোগ্য নেতা আছে। তাঁরা এমপি হওয়ার আশা করতেই পারেন। জোটের বিষয়ে দল সিদ্ধান্ত নেবেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫