Ajker Patrika

শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্তসহ ৯ জনের মৃত্যু

প্রতিনিধি, বরিশাল
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১: ১০
শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্তসহ ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল, করোনা লক্ষণ নিয়ে ৬ জন ছিলেন আইসোলেশন ওয়ার্ডে। সবার করোনা পরীক্ষার নমুনা আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার হাসপাতাল থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ২৮ জন রোগী ভর্তি হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে মাত্র ১০ জনকে। বর্তমানে হাসপাতালটির আইসোলেশন ও করোনা ওয়ার্ড মিলে চিকিৎসাধীন রয়েছেন ১৬১ জন। যাদের মধ্যে ৩৯ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত বছর থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৩ হাজার ৭০১ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১ হাজার ১০৩ জন। মোট রোগীর মধ্যে ৩ হাজার ৪ জন রোগী এ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৯০৬ জন।

এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫৭ জন করোনা ওয়ার্ডে ও ৩৭৯ জন আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। পরীক্ষার জন্য ল্যাবে রয়েছে মৃত্যুবরণকারী ২১ জনের নমুনা। সব মিলে হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৫৩৬ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত