খান রফিক, বরিশাল
শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতিহত করতে সোচ্চার ছিলেন ছাত্র আন্দোলনের নেতা-কর্মী থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারাও। তবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গত চার মাসে এ ধরনের কোনো তৎপরতা ছিল না। কিন্তু হঠাৎ করে ববিতে মামলা, হামলা, মারধরের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। গত চার দিনে ‘ছাত্রলীগ নামধারী’ দুই ছাত্রকে ধরে হেনস্তার অভিযোগ উঠেছে। এ নিয়ে গত রোববার রাতে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, হামলার আশঙ্কায় অনেক ছাত্র ক্যাম্পাস ছেড়েছেন। এ ঘটনা তদন্তে গত সোমবার দুই সদস্যের কমিটি গঠন করেছে ববি প্রশাসন। তবে ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ধামাচাপা দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়, রেজিস্ট্রার দপ্তর ও প্রক্টরিয়াল বডি লুকোচুরি খেলছে বলে অভিযোগ উঠেছে। এসব দপ্তর থেকে দেওয়া হচ্ছে না ঘটনার কোনো তথ্য।
রোববার বিকেলে জুবায়ের নামের এক ছাত্রকে ধরে পুলিশে দেওয়ার চেষ্টা করেন ছাত্রদলের কর্মীরা। তাঁদের সঙ্গে যুক্ত হন সমন্বয়ক, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরাও। জুবায়ের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। আটক হওয়া ওই ছাত্রকে পুলিশে দেওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় অন্য একটি পক্ষ। এ নিয়ে রোববার গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। জুবায়ের অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে তাঁকে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, ববিতে ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি মামলার জেরে ক্যাম্পাসে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। রসায়ন বিভাগের ছাত্র ইমরান আল-আমিন বলেন, জুবায়েরকে রাজনৈতিক কারণে ধরা হয়। তাঁকে পুলিশের হাতে তুলে দিতে প্রক্টরিয়াল বডিকে চাপ দেওয়া হয়েছিল।
তবে ববি ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ আজকের পত্রিকাকে বলেন, জুবায়ের ছাত্রলীগ করে। তাঁকে রক্ষার জন্য সজীব, ইমরান, ইমন নামের কয়েকজন পক্ষে চলে যান। এ জন্য রাতে ঝামেলা করে। এ নিয়ে দুই পক্ষে তর্কাতর্কি ও উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
এর আগে গত শুক্রবার রাতে ছাত্রলীগ কর্মী শাহরিয়ার ওরফে সানকে আটকে রাখার পর দরজা ভেঙে ছিনিয়ে নেন তাঁর অনুসারীরা। পরে রাতেই ববি প্রশাসনকে চাপ দিলে ২৪ ছাত্রের বিরুদ্ধে মামলা করে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ সানোয়ার পারভেজ বাদী হয়ে ওই মামলা করেন।
এদিকে ২১ জানুয়ারি রুমান হোসেন নামের এক ছাত্রকে মারধরের অভিযোগে ১৫ ছাত্রের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়। পৃথক এ দুই মামলার ৩৯ ছাত্রের একাংশ ছাত্রলীগের কর্মী, অপর অংশ সাধারণ ছাত্র এবং কেউ কেউ সমন্বয়ক বলে জানা গেছে।
এর আগে, গত ৫ আগস্ট বিকেলে ববি ক্যাম্পাসে বেদম মারধর করে বিবস্ত্র করে ঘোরানো হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রুমান হোসেনকে। ঘটনার শিকার রুমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, মারধরের ঘটনায় মামলা করায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এ জন্য ভয়ে তিনি ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছেন।
এদিকে গত কয়েক দিনের ঘটনার অনুসন্ধান করতে সোমবার উপাচার্যের নির্দেশে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ববি রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, তিনি শুনেছেন তদন্ত কমিটির কথা, তবে এখনো অফিশিয়ালি চিঠি পাননি। এ বিষয়ে ববি উপাচার্য অধ্যাপক ড. সুচীতা শরমিনের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। সহ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কিছুই জানি না, আমাকে জানানো হয় না।’
বিশৃঙ্খলা ঠেকাতে নোটিশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ববির প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ কথা বলা হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতিহত করতে সোচ্চার ছিলেন ছাত্র আন্দোলনের নেতা-কর্মী থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারাও। তবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গত চার মাসে এ ধরনের কোনো তৎপরতা ছিল না। কিন্তু হঠাৎ করে ববিতে মামলা, হামলা, মারধরের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। গত চার দিনে ‘ছাত্রলীগ নামধারী’ দুই ছাত্রকে ধরে হেনস্তার অভিযোগ উঠেছে। এ নিয়ে গত রোববার রাতে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, হামলার আশঙ্কায় অনেক ছাত্র ক্যাম্পাস ছেড়েছেন। এ ঘটনা তদন্তে গত সোমবার দুই সদস্যের কমিটি গঠন করেছে ববি প্রশাসন। তবে ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ধামাচাপা দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়, রেজিস্ট্রার দপ্তর ও প্রক্টরিয়াল বডি লুকোচুরি খেলছে বলে অভিযোগ উঠেছে। এসব দপ্তর থেকে দেওয়া হচ্ছে না ঘটনার কোনো তথ্য।
রোববার বিকেলে জুবায়ের নামের এক ছাত্রকে ধরে পুলিশে দেওয়ার চেষ্টা করেন ছাত্রদলের কর্মীরা। তাঁদের সঙ্গে যুক্ত হন সমন্বয়ক, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরাও। জুবায়ের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। আটক হওয়া ওই ছাত্রকে পুলিশে দেওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় অন্য একটি পক্ষ। এ নিয়ে রোববার গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। জুবায়ের অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে তাঁকে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, ববিতে ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি মামলার জেরে ক্যাম্পাসে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। রসায়ন বিভাগের ছাত্র ইমরান আল-আমিন বলেন, জুবায়েরকে রাজনৈতিক কারণে ধরা হয়। তাঁকে পুলিশের হাতে তুলে দিতে প্রক্টরিয়াল বডিকে চাপ দেওয়া হয়েছিল।
তবে ববি ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ আজকের পত্রিকাকে বলেন, জুবায়ের ছাত্রলীগ করে। তাঁকে রক্ষার জন্য সজীব, ইমরান, ইমন নামের কয়েকজন পক্ষে চলে যান। এ জন্য রাতে ঝামেলা করে। এ নিয়ে দুই পক্ষে তর্কাতর্কি ও উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
এর আগে গত শুক্রবার রাতে ছাত্রলীগ কর্মী শাহরিয়ার ওরফে সানকে আটকে রাখার পর দরজা ভেঙে ছিনিয়ে নেন তাঁর অনুসারীরা। পরে রাতেই ববি প্রশাসনকে চাপ দিলে ২৪ ছাত্রের বিরুদ্ধে মামলা করে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ সানোয়ার পারভেজ বাদী হয়ে ওই মামলা করেন।
এদিকে ২১ জানুয়ারি রুমান হোসেন নামের এক ছাত্রকে মারধরের অভিযোগে ১৫ ছাত্রের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়। পৃথক এ দুই মামলার ৩৯ ছাত্রের একাংশ ছাত্রলীগের কর্মী, অপর অংশ সাধারণ ছাত্র এবং কেউ কেউ সমন্বয়ক বলে জানা গেছে।
এর আগে, গত ৫ আগস্ট বিকেলে ববি ক্যাম্পাসে বেদম মারধর করে বিবস্ত্র করে ঘোরানো হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রুমান হোসেনকে। ঘটনার শিকার রুমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, মারধরের ঘটনায় মামলা করায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এ জন্য ভয়ে তিনি ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছেন।
এদিকে গত কয়েক দিনের ঘটনার অনুসন্ধান করতে সোমবার উপাচার্যের নির্দেশে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ববি রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, তিনি শুনেছেন তদন্ত কমিটির কথা, তবে এখনো অফিশিয়ালি চিঠি পাননি। এ বিষয়ে ববি উপাচার্য অধ্যাপক ড. সুচীতা শরমিনের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। সহ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কিছুই জানি না, আমাকে জানানো হয় না।’
বিশৃঙ্খলা ঠেকাতে নোটিশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ববির প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ কথা বলা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে