প্রতিনিধি
বরিশাল: বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। গত সাত দিনে করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। শনাক্ত রোগীদের মধ্যে অর্ধেকেরও বেশি বরিশাল নগরীর। বিভাগের অন্যান্য জেলায়ও বেড়ে চলেছে করোনা রোগী। এদিকে করোনার নমুনা দেওয়ার পর এক সপ্তাহেও রিপোর্ট না পাওয়ার অভিযোগ উঠেছে।
বরিশাল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সহসভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম ঝান্ডা অভিযোগ করেন, তিনি তাঁর স্ত্রীসহ গত ২৩ জুন বরিশাল সদর হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা দেন। এখন পর্যন্ত পরীক্ষার ফল পাননি। সদর হাসপাতালে একাধিকবার যোগাযোগ করেও এর কোনো সদুত্তর পাননি। আমিনুল ইসলাম ঝান্ডার মতো আরও অনেকে একই অভিযোগ করেছেন।
সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আনোয়ার হোসাইন বলেন, এই হাসপাতালে নমুনা সংগ্রহের তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নিয়ম রয়েছে। কিছু রোগীর ক্ষেত্রে কেন দেরি হচ্ছে, তা তিনি খোঁজখবর নিয়ে দেখবেন।
এ প্রসঙ্গে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, বরিশালের একমাত্র পিসিআর ল্যাবটিতে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা সম্ভব। কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় এখন শেবাচিম হাসপাতালে নমুনা সংগৃহীত হচ্ছে, যে কারণে নগরীর সদর হাসপাতালসহ জেলার অন্যান্য উপজেলা থেকে সংগৃহীত নমুনার কিছু পরিমাণ ঢাকায় পাঠানো হয়। এতে রিপোর্ট পেতে দেরি হতে পারে।
নমুনা দেওয়ার কত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘আমরা এখন আর নিয়মের মধ্যে নেই’।
বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় জেলায় করোনা রোগী শনাক্ত হয় ৭২ জন। তার মধ্যে ৪৬ জনই বরিশাল নগরীর।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গত ২০ জুন জেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা ছিল ২২। এক সপ্তাহের ব্যবধানে গতকাল সোমবার এই সংখ্যা ৭২–এ পৌঁছেছে। ২০১টি নমুনা পরীক্ষায় সোমবার শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৮২। বরিশাল বিভাগে এই শনাক্তের হার ৩৮ দশমিক ৭৬।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে তথ্যানুযায়ী বিভাগের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে পিরোজপুরে। এ জেলায় সোমবার ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৭০ দশমিক ৭৭।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ আহসান কবির জানান, জেলায় যে পরিমাণ নমুনা সংগ্রহ হচ্ছে, তাতে শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাবে সবগুলোর পরীক্ষা সম্ভব হচ্ছে না। গত শনিবারও বরিশাল থেকে ৩৮৯টি নমুনা ঢাকায় পাঠিয়েছেন। এগুলোর রিপোর্ট পেতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যায়।
বরিশাল: বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। গত সাত দিনে করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। শনাক্ত রোগীদের মধ্যে অর্ধেকেরও বেশি বরিশাল নগরীর। বিভাগের অন্যান্য জেলায়ও বেড়ে চলেছে করোনা রোগী। এদিকে করোনার নমুনা দেওয়ার পর এক সপ্তাহেও রিপোর্ট না পাওয়ার অভিযোগ উঠেছে।
বরিশাল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সহসভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম ঝান্ডা অভিযোগ করেন, তিনি তাঁর স্ত্রীসহ গত ২৩ জুন বরিশাল সদর হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা দেন। এখন পর্যন্ত পরীক্ষার ফল পাননি। সদর হাসপাতালে একাধিকবার যোগাযোগ করেও এর কোনো সদুত্তর পাননি। আমিনুল ইসলাম ঝান্ডার মতো আরও অনেকে একই অভিযোগ করেছেন।
সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আনোয়ার হোসাইন বলেন, এই হাসপাতালে নমুনা সংগ্রহের তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নিয়ম রয়েছে। কিছু রোগীর ক্ষেত্রে কেন দেরি হচ্ছে, তা তিনি খোঁজখবর নিয়ে দেখবেন।
এ প্রসঙ্গে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, বরিশালের একমাত্র পিসিআর ল্যাবটিতে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা সম্ভব। কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় এখন শেবাচিম হাসপাতালে নমুনা সংগৃহীত হচ্ছে, যে কারণে নগরীর সদর হাসপাতালসহ জেলার অন্যান্য উপজেলা থেকে সংগৃহীত নমুনার কিছু পরিমাণ ঢাকায় পাঠানো হয়। এতে রিপোর্ট পেতে দেরি হতে পারে।
নমুনা দেওয়ার কত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘আমরা এখন আর নিয়মের মধ্যে নেই’।
বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় জেলায় করোনা রোগী শনাক্ত হয় ৭২ জন। তার মধ্যে ৪৬ জনই বরিশাল নগরীর।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গত ২০ জুন জেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা ছিল ২২। এক সপ্তাহের ব্যবধানে গতকাল সোমবার এই সংখ্যা ৭২–এ পৌঁছেছে। ২০১টি নমুনা পরীক্ষায় সোমবার শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৮২। বরিশাল বিভাগে এই শনাক্তের হার ৩৮ দশমিক ৭৬।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে তথ্যানুযায়ী বিভাগের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে পিরোজপুরে। এ জেলায় সোমবার ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৭০ দশমিক ৭৭।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ আহসান কবির জানান, জেলায় যে পরিমাণ নমুনা সংগ্রহ হচ্ছে, তাতে শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাবে সবগুলোর পরীক্ষা সম্ভব হচ্ছে না। গত শনিবারও বরিশাল থেকে ৩৮৯টি নমুনা ঢাকায় পাঠিয়েছেন। এগুলোর রিপোর্ট পেতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫