নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বরিশালের গণসমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন নেতা কর্মী আহত হলেও ইশরাক অক্ষত আছেন।
আজ শনিবার সকালে বরিশালের গৌরনদীতে এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে বিএনপির মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত শায়রুল কবির খান জানিয়েছেন।
হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য ইশরাক হোসেন।
তবে স্থানীয় যুবলীগের নেতারা অভিযোগ করেছেন, তাদের উপরই বিএনপির গাড়িবহর থেকে প্রথম হামলা হয়, তাঁরা আত্মরক্ষা করেছেন।
বিএনপির অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসতিয়াক আজিজ উলফত বলেন, ইশরাক হোসেন প্রায় ৫০টি গাড়ির বহর নিয়ে বরিশাল যাওয়ার পথে গৌরনদীর মাহিলারায় পৌঁছালে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ১০টি গাড়ি ভাঙচুর করে ১০ জনকে আহত করে।
শনিবারের হামলায় আহতদের মধ্যে রয়েছেন-ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মামুন ভূঁইয়া, কর্মী রাসেল, রকি, বাবুল, খোকন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ইমরান, ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতা রকি ও আল আমিন।
ইশরাককে উদ্ধৃত করে শায়রুল কবির বলেন, বিএনপির সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে। জোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে ‘স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে’ বাধার সৃষ্টি করছে, কাপুরুষের মতো রাতের আঁধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে।
ইশরাক হোসেনের ভেরিফায়েড ফেইসবুক পেইজে লাইভ ভিডিওতে ভাঙচুর হওয়া বেশ কয়েকটি গাড়ির সঙ্গে দুয়েকজনকে রক্তাক্তও দেখা যায়।
গৌরনদীর মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রারি বলেন, ‘আমরা মাহিলারা মডার্ন ক্লাবে ২৫/২০ নেতা-কর্মী আড্ডা দিছিলাম। সকাল ৭টার দিকে ইশরাক হোসেন প্রায় শতাধিক মাইক্রোবাস নিয়ে বরিশাল যাওয়ার পথে মাহিলারায় অতর্কিত হামলা চালায়। এ সময় ইশরাকের অস্ত্রধারী সন্ত্রাসীরা আমাকে, বিলাশ কবিরাজ ও মাহিলারা বাজার ব্যবসায়ী সভাপতি মো. সহিদুল ইসলাম, যুবলীগ নেতা পলাশ কবিরাজ, আলীম হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রাসেল সেরনিয়াবাতসহ কমপক্ষে ১৫ জনকে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে। গুরুতরভাবে আহত ৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাহিলাড়ায় কিছু একটা গন্ডগোলের খবর শুনেছি। পুলিশের একটি টিম ঘটনা স্থালে পাঠিয়েছি।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
বরিশালের গণসমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন নেতা কর্মী আহত হলেও ইশরাক অক্ষত আছেন।
আজ শনিবার সকালে বরিশালের গৌরনদীতে এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে বিএনপির মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত শায়রুল কবির খান জানিয়েছেন।
হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য ইশরাক হোসেন।
তবে স্থানীয় যুবলীগের নেতারা অভিযোগ করেছেন, তাদের উপরই বিএনপির গাড়িবহর থেকে প্রথম হামলা হয়, তাঁরা আত্মরক্ষা করেছেন।
বিএনপির অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসতিয়াক আজিজ উলফত বলেন, ইশরাক হোসেন প্রায় ৫০টি গাড়ির বহর নিয়ে বরিশাল যাওয়ার পথে গৌরনদীর মাহিলারায় পৌঁছালে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ১০টি গাড়ি ভাঙচুর করে ১০ জনকে আহত করে।
শনিবারের হামলায় আহতদের মধ্যে রয়েছেন-ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মামুন ভূঁইয়া, কর্মী রাসেল, রকি, বাবুল, খোকন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ইমরান, ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতা রকি ও আল আমিন।
ইশরাককে উদ্ধৃত করে শায়রুল কবির বলেন, বিএনপির সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে। জোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে ‘স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে’ বাধার সৃষ্টি করছে, কাপুরুষের মতো রাতের আঁধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে।
ইশরাক হোসেনের ভেরিফায়েড ফেইসবুক পেইজে লাইভ ভিডিওতে ভাঙচুর হওয়া বেশ কয়েকটি গাড়ির সঙ্গে দুয়েকজনকে রক্তাক্তও দেখা যায়।
গৌরনদীর মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রারি বলেন, ‘আমরা মাহিলারা মডার্ন ক্লাবে ২৫/২০ নেতা-কর্মী আড্ডা দিছিলাম। সকাল ৭টার দিকে ইশরাক হোসেন প্রায় শতাধিক মাইক্রোবাস নিয়ে বরিশাল যাওয়ার পথে মাহিলারায় অতর্কিত হামলা চালায়। এ সময় ইশরাকের অস্ত্রধারী সন্ত্রাসীরা আমাকে, বিলাশ কবিরাজ ও মাহিলারা বাজার ব্যবসায়ী সভাপতি মো. সহিদুল ইসলাম, যুবলীগ নেতা পলাশ কবিরাজ, আলীম হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রাসেল সেরনিয়াবাতসহ কমপক্ষে ১৫ জনকে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে। গুরুতরভাবে আহত ৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাহিলাড়ায় কিছু একটা গন্ডগোলের খবর শুনেছি। পুলিশের একটি টিম ঘটনা স্থালে পাঠিয়েছি।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫