খান রফিক, নিজস্ব প্রতিবেদক (বরিশাল)
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ শূন্য হয়েছে পাঁচ দিন আগে। এর আগে থেকেই এই পদে বসতে এক ডজন পদপ্রত্যাশী তৎপর হয়েছেন। তাঁদের অধিকাংশ বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ অথবা সমমানের পদে কর্মরত। জানা গেছে, চেয়ারম্যান হতে বরিশালের এই অধ্যাপকদের তদবির চলছে মন্ত্রী-এমপি থেকে শুরু করে প্রথিতযশা শিক্ষাবিদদের মাধ্যমেও।
তবে বোর্ড সূত্রে জানা গেছে, তিনটি কারণে সরকার শিগগিরই এই বোর্ডে চেয়ারম্যান দিচ্ছে না। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে আসতে পারেন এমন সম্ভাব্য ব্যক্তিরা হচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সরকারি বি এম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ এস কাইউম উদ্দিন আহমেদ, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান, শিক্ষা বোর্ড সচিব আ ফ ম বাহারুল আলম, সরকারি বি এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্বাস উদ্দিন, মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এহতেসামুল হকসহ বেশ কয়েকজন।
খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যান পদ নিয়ে বরিশালের শিক্ষা বিভাগে এখন তোলপাড় চলছে। চলছে উচ্চপর্যায়ে নানা কৌশলে তদবির। এর মধ্যে দুইজন অধ্যাপকের জন্য ক্ষমতাসীন দলের দক্ষিণাঞ্চলের শীর্ষ দুই নেতা জোর লবিং করছেন। তাঁদের জন্য আমলাদের তদবিরও জোরালো। অন্য একজন অধ্যাপকের পক্ষে জাহাঙ্গীরনগর গ্রুপ বেশ তৎপর। দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশীর্বাদও রয়েছে অপর এক অধ্যাপকের পক্ষে।
চেয়ারম্যান হতে আগ্রহী অধ্যাপক এ এস কাইউম উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়া লোকাল ক্যাপাসিটির বিষয়। সরকার যোগ্য মনে করে বিবেচনায় নিলে এবং স্থানীয় রাজনৈতিক সমর্থন থাকলে পেতেও পারি।’ ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘চেষ্টা করছি। তবে ভাগ্যেও থাকতে হবে।’
এদিকে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান বলছেন অন্য সম্ভাবনার কথা। তিনি বোর্ডে চেয়ারম্যান হতে আবেদন করেননি। আবেদন না করেও মহিলা কলেজে অধ্যক্ষ হয়েছেন। এই অধ্যাপক বলেন, ‘সরকারের নানা ধরনের সোর্স রয়েছে। চাইলে আবেদনের বাইরেও যে কাউকে দিতে পারে।’
বিভিন্ন স্থান থেকে তাঁর নামে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বি এম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া। তবে সরকারের ইচ্ছাই চূড়ান্ত।
এ পদের ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আ ফ ম বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান হতে এক ডজন অধ্যাপক ইচ্ছুক। সরকার চাইলে ঢাকা ও কুমিল্লা বোর্ডের মতো সচিবকেই চেয়ারম্যান করতে পারেন।’
কবে নাগাদ নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হতে পারে জানতে চাইলে সচিব বাহারুল আলম বলেন, ‘এসএসসি পরীক্ষা চলমান। প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করছেন। তার ওপর ৬ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এসব বিবেচনায় সহসাই হয়তো বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান পাচ্ছে না।’ এর আগে পর্যন্ত তিনিই চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন।
প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর বরিশাল শিক্ষা বোর্ডের ১৩তম চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস অবসরে যান। বর্তমানে দায়িত্বে আছেন বোর্ড সচিব আ ফ ম বাহারুল আলম।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ শূন্য হয়েছে পাঁচ দিন আগে। এর আগে থেকেই এই পদে বসতে এক ডজন পদপ্রত্যাশী তৎপর হয়েছেন। তাঁদের অধিকাংশ বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ অথবা সমমানের পদে কর্মরত। জানা গেছে, চেয়ারম্যান হতে বরিশালের এই অধ্যাপকদের তদবির চলছে মন্ত্রী-এমপি থেকে শুরু করে প্রথিতযশা শিক্ষাবিদদের মাধ্যমেও।
তবে বোর্ড সূত্রে জানা গেছে, তিনটি কারণে সরকার শিগগিরই এই বোর্ডে চেয়ারম্যান দিচ্ছে না। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে আসতে পারেন এমন সম্ভাব্য ব্যক্তিরা হচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সরকারি বি এম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ এস কাইউম উদ্দিন আহমেদ, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান, শিক্ষা বোর্ড সচিব আ ফ ম বাহারুল আলম, সরকারি বি এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্বাস উদ্দিন, মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এহতেসামুল হকসহ বেশ কয়েকজন।
খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যান পদ নিয়ে বরিশালের শিক্ষা বিভাগে এখন তোলপাড় চলছে। চলছে উচ্চপর্যায়ে নানা কৌশলে তদবির। এর মধ্যে দুইজন অধ্যাপকের জন্য ক্ষমতাসীন দলের দক্ষিণাঞ্চলের শীর্ষ দুই নেতা জোর লবিং করছেন। তাঁদের জন্য আমলাদের তদবিরও জোরালো। অন্য একজন অধ্যাপকের পক্ষে জাহাঙ্গীরনগর গ্রুপ বেশ তৎপর। দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশীর্বাদও রয়েছে অপর এক অধ্যাপকের পক্ষে।
চেয়ারম্যান হতে আগ্রহী অধ্যাপক এ এস কাইউম উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়া লোকাল ক্যাপাসিটির বিষয়। সরকার যোগ্য মনে করে বিবেচনায় নিলে এবং স্থানীয় রাজনৈতিক সমর্থন থাকলে পেতেও পারি।’ ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘চেষ্টা করছি। তবে ভাগ্যেও থাকতে হবে।’
এদিকে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান বলছেন অন্য সম্ভাবনার কথা। তিনি বোর্ডে চেয়ারম্যান হতে আবেদন করেননি। আবেদন না করেও মহিলা কলেজে অধ্যক্ষ হয়েছেন। এই অধ্যাপক বলেন, ‘সরকারের নানা ধরনের সোর্স রয়েছে। চাইলে আবেদনের বাইরেও যে কাউকে দিতে পারে।’
বিভিন্ন স্থান থেকে তাঁর নামে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বি এম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া। তবে সরকারের ইচ্ছাই চূড়ান্ত।
এ পদের ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আ ফ ম বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান হতে এক ডজন অধ্যাপক ইচ্ছুক। সরকার চাইলে ঢাকা ও কুমিল্লা বোর্ডের মতো সচিবকেই চেয়ারম্যান করতে পারেন।’
কবে নাগাদ নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হতে পারে জানতে চাইলে সচিব বাহারুল আলম বলেন, ‘এসএসসি পরীক্ষা চলমান। প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করছেন। তার ওপর ৬ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এসব বিবেচনায় সহসাই হয়তো বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান পাচ্ছে না।’ এর আগে পর্যন্ত তিনিই চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন।
প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর বরিশাল শিক্ষা বোর্ডের ১৩তম চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস অবসরে যান। বর্তমানে দায়িত্বে আছেন বোর্ড সচিব আ ফ ম বাহারুল আলম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে