নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সরকারি নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা হল ছেড়ে যাবেন না।
এদিকে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের পর রাতেই অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। এ কারণে আজ বুধবার ক্যাম্পাসে সুনসান নীরবতা বিরাজ করছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের ১৭ জুলাই বেলা ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে গতকাল মঙ্গলবার রাতে আবাসিক শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা হল ছাড়বেন না।
ববির ইংরেজি বিভাগের ছাত্র শেরেবাংলা হলের তরিকুল ইসলাম বলেন, ‘কোন যুক্তিতে হল ছাড়ব? হল ছেড়ে কী রাস্তায় থাকব?’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তাঁদের কথা হয়েছে নির্বিঘ্নে তারা হলে থাকতে পারবেন। আজকেও তাঁদের কর্মসূচি আছে। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ছাত্রী ফারিয়া সুলতানা লিজা বলেন, ‘আমরা হল ছাড়ব না। আমাদের ভাইরা সারা দেশে রক্তাক্ত। তাদের ছেড়ে যেতে পারি না। আমরা যৌক্তিক আন্দোলনে আছি, মাঠ ছাড়ব না।’
ববি ছাত্র সুজয় শুভ বলেন, ‘হল কেন ছাড়ব? হলটা তো আমাদের। আমার ভাইয়ের লাশ পড়েছে। দাবি আদায় না করে কোনো হলের ছাত্র-ছাত্রীই হল ছাড়ছে না।’
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনায় নিরাপত্তার স্বার্থে হল ও ক্যাম্পাস বন্ধ করার জন্য বলা হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ থাকবে।’
আজ বুধবার বরিশাল বিএম কলেজ ঘুরে দেখা গেছে সুনসান নীরবতা। গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের মারধর করে বিতাড়িত করার পর রাতে অনেকেই হল ছেড়েছেন। কেউ কেউ আবার অবস্থান নিয়েছেন আশপাশের মেসে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লাস বন্ধ থাকবে এবং হলও ছেড়ে দিতে হবে। এর পরও তাঁরা ছাত্রদের নিরাপত্তায় সচেতন আছেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা হল ছেড়ে যাবেন না।
এদিকে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের পর রাতেই অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। এ কারণে আজ বুধবার ক্যাম্পাসে সুনসান নীরবতা বিরাজ করছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের ১৭ জুলাই বেলা ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে গতকাল মঙ্গলবার রাতে আবাসিক শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা হল ছাড়বেন না।
ববির ইংরেজি বিভাগের ছাত্র শেরেবাংলা হলের তরিকুল ইসলাম বলেন, ‘কোন যুক্তিতে হল ছাড়ব? হল ছেড়ে কী রাস্তায় থাকব?’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তাঁদের কথা হয়েছে নির্বিঘ্নে তারা হলে থাকতে পারবেন। আজকেও তাঁদের কর্মসূচি আছে। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ছাত্রী ফারিয়া সুলতানা লিজা বলেন, ‘আমরা হল ছাড়ব না। আমাদের ভাইরা সারা দেশে রক্তাক্ত। তাদের ছেড়ে যেতে পারি না। আমরা যৌক্তিক আন্দোলনে আছি, মাঠ ছাড়ব না।’
ববি ছাত্র সুজয় শুভ বলেন, ‘হল কেন ছাড়ব? হলটা তো আমাদের। আমার ভাইয়ের লাশ পড়েছে। দাবি আদায় না করে কোনো হলের ছাত্র-ছাত্রীই হল ছাড়ছে না।’
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনায় নিরাপত্তার স্বার্থে হল ও ক্যাম্পাস বন্ধ করার জন্য বলা হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ থাকবে।’
আজ বুধবার বরিশাল বিএম কলেজ ঘুরে দেখা গেছে সুনসান নীরবতা। গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের মারধর করে বিতাড়িত করার পর রাতে অনেকেই হল ছেড়েছেন। কেউ কেউ আবার অবস্থান নিয়েছেন আশপাশের মেসে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লাস বন্ধ থাকবে এবং হলও ছেড়ে দিতে হবে। এর পরও তাঁরা ছাত্রদের নিরাপত্তায় সচেতন আছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে