Ajker Patrika

বরিশালে রেকর্ড সংখ্যক ৮৯১ পজিটিভ রোগী শনাক্ত

প্রতিনিধি, বরিশাল
বরিশালে রেকর্ড সংখ্যক ৮৯১ পজিটিভ রোগী শনাক্ত

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড ৮৯১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। যা এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক পজিটিভ শনাক্ত হলো। একই সময়ে উপসর্গ ও করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ১৩ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় দুই হাজার ৯৯২ জনের নমুনা পরীক্ষায় ৮৯১ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ২৯ দশমিক ৭৮ ভাগ।

বিভাগীয় পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় ঝালকাঠী, ভোলা ও পটুয়াখালীর একজন করে পজিটিভ শনাক্ত রোগী মারা গেছেন। তারা সকলে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শেবাচিম হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, পজিটিভ শনাক্ত ওই তিনজন ছাড়াও এ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গে মারা গেছেন আরও ৯ জন।

হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৮৬ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৫ দশমিক ৭৪।

বরিশাল জেলায় ১ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ৪০৯ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৮। পটুয়াখালী জেলায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯। এ জেলাতে ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় ১২৩ জন পজিটিভ শনাক্ত হন।

প্রায় সমসংখ্যক ২৭ দশমিক ৪৯ ভাগ শনাক্তের হার ঝালকাঠী জেলাতে। এ জেলায় ৩৩১ জনের নমুনা পরীক্ষায় ৯১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। ভোলা জেলায় ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৬২ জন পজিটিভ শনাক্ত হন। এ জেলাতে শনাক্তের হার ৩২ দশমিক ৬৩।

বরগুনায় ২৬৫ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জন এবং পিরোজপুরে ৫৮১ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এ দুই জেলাতে শনাক্তের হার যথাক্রমে ২৪ দশমিক ৯১ এবং ২৪ দশমিক ১০।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৯৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। তার মধ্যে ৯৯ জন পজিটিভ শনাক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত