নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল জেলা ছাত্রদলের আওতাধীন ৯ উপজেলার ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) তারেক আল ইমরান। তবে এসব কমিটি প্রকাশের পর ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, নবগঠিত কমিটির কেউ ছাত্রলীগের সঙ্গে আবার কেউ ছাত্রসমাজের সঙ্গে সম্পৃক্ত। কারও আবার ছাত্রত্ব নেই।
বাবুগঞ্জ সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মল্লিক সাকিব। তিনি উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্রসমাজের যুগ্ম সম্পাদক ছিলেন বলে অভিযোগ উঠেছে। এমনকি স্থানীয় আওয়ামী লীগের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ ওঠায় ফেসবুকে সমালোচনা চলছে।
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, কেন্দ্রীয় দল বাবুগঞ্জে কর্মিসভা করেছে। ওই সভায় সাকিব যে জাতীয় পার্টি করেন এবং আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, এর তথ্য-প্রমাণ দেওয়া হয়েছে। এরপরও সাকিবকে সভাপতি করে ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে।
তবে নতুন সভাপতি সাকিব বলেন, কেন্দ্রীয় দল যাচাই-বাছাই করেই তাঁকে পদ দিয়েছে। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ তা মিথ্যা, বানোয়াট। কোরামভিত্তিক জটিলতার কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে।
এদিকে মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ ডিগ্রি কলেজের নতুন কমিটির সহসভাপতি আল আমিনের বিরুদ্ধে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পদে থাকার অভিযোগ উঠেছে। অন্যদিকে সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ ওই কলেজের ছাত্র নন বলে জানা গেছে। এ নিয়ে ফেসবুকে সমালোচনা করছেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা।
চরকালেখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন বলেন, কমিটিতে ত্যাগীদের রাখা হয়নি। সম্পাদক মারুফ বিল্লাহর ছাত্রত্ব নেই। তা ছাড়া তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত।
জানতে চাইলে আল আমিন বলেন, ‘আমি ছাত্রদল করে মামলা খাইছি। অনেক অত্যাচার সহ্য করেছি। বঙ্গবন্ধু ছাত্র পরিষদে আমার ছবি দিয়ে নাম দেওয়া হয়েছে। এর সঙ্গে আমি জড়িত নই। আমাকে পাশ কাটিয়ে অন্যজনকে সভাপতি করা হয়। অথচ সভাপতি রেদওয়ান ঢাকায় রাজনীতি করে।’
আল আমিন স্বীকার করে বলেন, ‘আমরা তো জানি সম্পাদক মারুফ বিল্লাহর ছাত্রত্ব নেই। তবে কীভাবে তাঁকে পদ দেওয়া হলো, তা জানা নেই।’
এ বিষয়ে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, কমিটির এই দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ দিতে বলেছেন সংশ্লিষ্টদের।
গৌরনদী উপজেলার কাশেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ছাত্রদলের কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গৌরনদীর আওয়ামী লীগের নেতা হারিছুর রহমান হারিছের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে। কমিটিতে তাঁর জায়গা পাওয়া নিয়ে সমালোচনা চলছে।
জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ার বিভিন্ন কলেজের নতুন কমিটি নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে।
এ নিয়ে কথা হয় কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত দলের প্রধান ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রিয়াদুর রহমানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যাচাই-বাছাই করে দেখেছি বিভিন্ন জায়গায় জোর করে আমাদের কর্মীদের অন্য দলে যুক্ত করা হয়েছে। যে কারণে অনেককে মনে হয়েছে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে ছিল। কিন্তু যৌক্তিক প্রমাণ পেলে অসংগতি দূর করা হবে।’
রিয়াদুর আরও বলেন, ‘নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবেই। আমরা সিভি দেখে চুলচেরা বিশ্লেষণ করেছি। ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০০ কর্মীকে ছাত্রদলের পরিচয় দিয়েছি। এটা অনেক বড় প্রচেষ্টা। কমিটি দেওয়ার পর এখন যে প্রতিক্রিয়া আসছে, তাও খতিয়ে দেখা হবে।’
প্রসঙ্গত, বরিশালে কমিটি ঘোষিত ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ১৮, মেহেন্দিগঞ্জের ৯, হিজলার ৪, বানারীপাড়ার ৫, উজিরপুরের ৭, বাবুগঞ্জের ৪, মুলাদীর ৯, গৌরনদীর ৫ ও আগৈলঝাড়ার ৪টি প্রতিষ্ঠান রয়েছে।
বরিশাল জেলা ছাত্রদলের আওতাধীন ৯ উপজেলার ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) তারেক আল ইমরান। তবে এসব কমিটি প্রকাশের পর ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, নবগঠিত কমিটির কেউ ছাত্রলীগের সঙ্গে আবার কেউ ছাত্রসমাজের সঙ্গে সম্পৃক্ত। কারও আবার ছাত্রত্ব নেই।
বাবুগঞ্জ সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মল্লিক সাকিব। তিনি উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্রসমাজের যুগ্ম সম্পাদক ছিলেন বলে অভিযোগ উঠেছে। এমনকি স্থানীয় আওয়ামী লীগের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ ওঠায় ফেসবুকে সমালোচনা চলছে।
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, কেন্দ্রীয় দল বাবুগঞ্জে কর্মিসভা করেছে। ওই সভায় সাকিব যে জাতীয় পার্টি করেন এবং আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, এর তথ্য-প্রমাণ দেওয়া হয়েছে। এরপরও সাকিবকে সভাপতি করে ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে।
তবে নতুন সভাপতি সাকিব বলেন, কেন্দ্রীয় দল যাচাই-বাছাই করেই তাঁকে পদ দিয়েছে। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ তা মিথ্যা, বানোয়াট। কোরামভিত্তিক জটিলতার কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে।
এদিকে মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ ডিগ্রি কলেজের নতুন কমিটির সহসভাপতি আল আমিনের বিরুদ্ধে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পদে থাকার অভিযোগ উঠেছে। অন্যদিকে সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ ওই কলেজের ছাত্র নন বলে জানা গেছে। এ নিয়ে ফেসবুকে সমালোচনা করছেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা।
চরকালেখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন বলেন, কমিটিতে ত্যাগীদের রাখা হয়নি। সম্পাদক মারুফ বিল্লাহর ছাত্রত্ব নেই। তা ছাড়া তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত।
জানতে চাইলে আল আমিন বলেন, ‘আমি ছাত্রদল করে মামলা খাইছি। অনেক অত্যাচার সহ্য করেছি। বঙ্গবন্ধু ছাত্র পরিষদে আমার ছবি দিয়ে নাম দেওয়া হয়েছে। এর সঙ্গে আমি জড়িত নই। আমাকে পাশ কাটিয়ে অন্যজনকে সভাপতি করা হয়। অথচ সভাপতি রেদওয়ান ঢাকায় রাজনীতি করে।’
আল আমিন স্বীকার করে বলেন, ‘আমরা তো জানি সম্পাদক মারুফ বিল্লাহর ছাত্রত্ব নেই। তবে কীভাবে তাঁকে পদ দেওয়া হলো, তা জানা নেই।’
এ বিষয়ে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, কমিটির এই দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ দিতে বলেছেন সংশ্লিষ্টদের।
গৌরনদী উপজেলার কাশেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ছাত্রদলের কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গৌরনদীর আওয়ামী লীগের নেতা হারিছুর রহমান হারিছের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে। কমিটিতে তাঁর জায়গা পাওয়া নিয়ে সমালোচনা চলছে।
জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ার বিভিন্ন কলেজের নতুন কমিটি নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে।
এ নিয়ে কথা হয় কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত দলের প্রধান ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রিয়াদুর রহমানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যাচাই-বাছাই করে দেখেছি বিভিন্ন জায়গায় জোর করে আমাদের কর্মীদের অন্য দলে যুক্ত করা হয়েছে। যে কারণে অনেককে মনে হয়েছে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে ছিল। কিন্তু যৌক্তিক প্রমাণ পেলে অসংগতি দূর করা হবে।’
রিয়াদুর আরও বলেন, ‘নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবেই। আমরা সিভি দেখে চুলচেরা বিশ্লেষণ করেছি। ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০০ কর্মীকে ছাত্রদলের পরিচয় দিয়েছি। এটা অনেক বড় প্রচেষ্টা। কমিটি দেওয়ার পর এখন যে প্রতিক্রিয়া আসছে, তাও খতিয়ে দেখা হবে।’
প্রসঙ্গত, বরিশালে কমিটি ঘোষিত ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ১৮, মেহেন্দিগঞ্জের ৯, হিজলার ৪, বানারীপাড়ার ৫, উজিরপুরের ৭, বাবুগঞ্জের ৪, মুলাদীর ৯, গৌরনদীর ৫ ও আগৈলঝাড়ার ৪টি প্রতিষ্ঠান রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে