মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
‘করোনার কারণে কর্মহীন হওয়ায় অনেকে বিপদে পরে যায়। তখন আমরা চিন্তা করি স্থায়ী প্রোজেক্টের মাধ্যমে কীভাবে এদের স্বাবলম্বী করা যায়। তখন পটুয়াখালীবাসী যুব সংগঠনের উদ্যোগে 'স্বাবলম্বী' প্রজেক্ট শুরু করি। এই উদ্যোগের অধীনে সামর্থ্যবানদের সহযোগিতায় এ পর্যন্ত ৬ জনকে ভ্যানগাড়ি কিনে দিয়েছি, ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়েছি।’
কথাগুলো পটুয়াখালী সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স করে একটি ফ্লেক্সিলোডের দোকানে কাজ করা মাহমুদ হাসান রায়হানের। আর্তমানবতায় কাজ করে মানসিক স্বস্তির জায়গা থেকে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। সমাজের বিত্তবান মানুষের সহযোগিতায় এমন বহু মানুষকে সহযোগিতা করেছেন রায়হান।
মাহমুদ হাসান রায়হান এর আগেও ‘পটুয়াখালীবাসী’ যুব সংগঠনের ব্যানারে উত্তরাঞ্চলের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন, ছুটে গেছেন রোহিঙ্গা ক্যাম্পে। তাঁর উদ্যোগে ঈদের পোশাকে পথশিশুদের মুখে হাসি ফোটে, রমজানে ফুটপাতের মানুষ ইফতার পায়, নিরক্ষর মানুষ স্বাক্ষরজ্ঞান পায়। এলাকায় অনেকে তাঁকে বৃক্ষ যোদ্ধা নামেও চেনে।
ছোটবেলা থেকেই রায়হান মানুষের জন্য কাজ করে। ২০০৯ সালে পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে এইচএসসিতে অধ্যয়নরত সহপাঠীর জটিল রোগের চিকিৎসার জন্য উদ্যোগী হয়ে তহবিল গঠন করেছেন। সহপাঠীদের নিয়ে ‘আমাদের বন্ধু সংগঠন’ ব্যানারে এ উদ্যোগ নেওয়া হয়। এই নামে বহু সেবামূলক কার্যক্রম পরিচালনার পরে ‘পটুয়াখালীবাসী’ ব্যানারে রোহিঙ্গাদের জন্য সহায়তা নিয়ে যান রোহিঙ্গা শিবিরে। কাজের ধারাবাহিকতায় সংগঠনটি জেলার প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসীর কাছে একটি মানবিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।
সংগঠনটির কার্যক্রমের মধ্যে এ পর্যন্ত ২ হাজার গরিব শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ৪০০ গরিব শিক্ষার্থীকে স্কুলব্যাগ প্রদান, দরিদ্রদের মাঝে বাছুর ও ভ্যানগাড়ি বিতরণ, উপকূলীয় অঞ্চলে তালগাছের বীজ রোপণ, পূজার পোশাক বিতরণ, প্রতিবন্ধী ও প্যারালাইজড মানুষের জন্য হুইলচেয়ার প্রদান, শীতবস্ত্র বিতরণ, মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর, দেয়াল লিখনসহ স্বাধীনতা ও জাতীয় দিবস, মহান বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, দুস্থ শিশুদের নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনাকালেও অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন। মাইকিং করে মানুষকে সচেতন করেছেন, অসহায় ও কর্মহীনদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। বিনা মূল্যে অক্সিজেন সেবা, স্বল্পমূল্যে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করেছেন।
তাঁর এমন দুর্দান্ত সব উদ্যোগে এলাকাবাসীও তাঁকে খুব পছন্দ করেন। নতুন বাজার এলাকার অটোচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, করোনাভাইরাস মোকাবিলা, প্রতিরোধসহ বিভিন্ন দুর্যোগকালে রায়হান যে ভূমিকা রেখেছেন এবং মানুষের কল্যাণে কাজ করেছেন তা সত্যিই অনন্য। তাঁর মতো সবাই মানুষের জন্য কাজ করলে এ দেশটা সত্যিকারের সোনার বাংলা হতো।
শহীদ আলাউদ্দিন শিশুপার্ক এলাকার মো. মফিজুর রহমান সোহেল বলেন, রায়হান আপদে-বিপদে যেভাবে এসে মানুষের পাশে দাঁড়ান এবং সেবা করেন তা সত্যিই প্রশংসার দাবিদার। রায়হান আমাদের এলাকার ছেলে। তাঁর জন্য আজ আমরা গর্বিত। রায়হান শুধু পটুয়াখালীর জন্য না, সারা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত।
শহরের স্বনির্ভর রোডের গৃহিণী লতা আক্তার বলেন, মাহমুদ হাসান রায়হানের কার্যক্রম আমাদের জন্য অনুকরণীয়। তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, দ্বারে দ্বারে গিয়ে সাহায্য পৌঁছে দিচ্ছেন তা দেশ, সমাজ ও জাতির জন্য বিরল দৃষ্টান্ত। তাঁর এই উপকারের কথা মানুষ কখনো ভুলবে না।
মাহমুদ হাসান রায়হান আরও বলেন, ‘আমি এবং আমার সংগঠন ‘‘একটি মানবিক পটুয়াখালী’’ তৈরির চেষ্টা করছি। আমি ঝুঁকি নিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো মানব সেবায় ব্যয় করেছি। অসহায়, অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। যত দিন বেঁচে থাকব আমি আমার সংগঠন নিয়ে মানুষের পাশে থাকব। তাতে আমার জীবনে যত বাধা-বিপত্তি আসুক না কেন। সব বাধা-বিপত্তি উপেক্ষা করে আমি মানুষের কল্যাণে ও আর্তমানবতার সেবায় কাজ করে যাবই। মানুষ তো মানুষের জন্যই।’
‘করোনার কারণে কর্মহীন হওয়ায় অনেকে বিপদে পরে যায়। তখন আমরা চিন্তা করি স্থায়ী প্রোজেক্টের মাধ্যমে কীভাবে এদের স্বাবলম্বী করা যায়। তখন পটুয়াখালীবাসী যুব সংগঠনের উদ্যোগে 'স্বাবলম্বী' প্রজেক্ট শুরু করি। এই উদ্যোগের অধীনে সামর্থ্যবানদের সহযোগিতায় এ পর্যন্ত ৬ জনকে ভ্যানগাড়ি কিনে দিয়েছি, ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়েছি।’
কথাগুলো পটুয়াখালী সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স করে একটি ফ্লেক্সিলোডের দোকানে কাজ করা মাহমুদ হাসান রায়হানের। আর্তমানবতায় কাজ করে মানসিক স্বস্তির জায়গা থেকে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। সমাজের বিত্তবান মানুষের সহযোগিতায় এমন বহু মানুষকে সহযোগিতা করেছেন রায়হান।
মাহমুদ হাসান রায়হান এর আগেও ‘পটুয়াখালীবাসী’ যুব সংগঠনের ব্যানারে উত্তরাঞ্চলের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন, ছুটে গেছেন রোহিঙ্গা ক্যাম্পে। তাঁর উদ্যোগে ঈদের পোশাকে পথশিশুদের মুখে হাসি ফোটে, রমজানে ফুটপাতের মানুষ ইফতার পায়, নিরক্ষর মানুষ স্বাক্ষরজ্ঞান পায়। এলাকায় অনেকে তাঁকে বৃক্ষ যোদ্ধা নামেও চেনে।
ছোটবেলা থেকেই রায়হান মানুষের জন্য কাজ করে। ২০০৯ সালে পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে এইচএসসিতে অধ্যয়নরত সহপাঠীর জটিল রোগের চিকিৎসার জন্য উদ্যোগী হয়ে তহবিল গঠন করেছেন। সহপাঠীদের নিয়ে ‘আমাদের বন্ধু সংগঠন’ ব্যানারে এ উদ্যোগ নেওয়া হয়। এই নামে বহু সেবামূলক কার্যক্রম পরিচালনার পরে ‘পটুয়াখালীবাসী’ ব্যানারে রোহিঙ্গাদের জন্য সহায়তা নিয়ে যান রোহিঙ্গা শিবিরে। কাজের ধারাবাহিকতায় সংগঠনটি জেলার প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসীর কাছে একটি মানবিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।
সংগঠনটির কার্যক্রমের মধ্যে এ পর্যন্ত ২ হাজার গরিব শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ৪০০ গরিব শিক্ষার্থীকে স্কুলব্যাগ প্রদান, দরিদ্রদের মাঝে বাছুর ও ভ্যানগাড়ি বিতরণ, উপকূলীয় অঞ্চলে তালগাছের বীজ রোপণ, পূজার পোশাক বিতরণ, প্রতিবন্ধী ও প্যারালাইজড মানুষের জন্য হুইলচেয়ার প্রদান, শীতবস্ত্র বিতরণ, মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর, দেয়াল লিখনসহ স্বাধীনতা ও জাতীয় দিবস, মহান বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, দুস্থ শিশুদের নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনাকালেও অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন। মাইকিং করে মানুষকে সচেতন করেছেন, অসহায় ও কর্মহীনদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। বিনা মূল্যে অক্সিজেন সেবা, স্বল্পমূল্যে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করেছেন।
তাঁর এমন দুর্দান্ত সব উদ্যোগে এলাকাবাসীও তাঁকে খুব পছন্দ করেন। নতুন বাজার এলাকার অটোচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, করোনাভাইরাস মোকাবিলা, প্রতিরোধসহ বিভিন্ন দুর্যোগকালে রায়হান যে ভূমিকা রেখেছেন এবং মানুষের কল্যাণে কাজ করেছেন তা সত্যিই অনন্য। তাঁর মতো সবাই মানুষের জন্য কাজ করলে এ দেশটা সত্যিকারের সোনার বাংলা হতো।
শহীদ আলাউদ্দিন শিশুপার্ক এলাকার মো. মফিজুর রহমান সোহেল বলেন, রায়হান আপদে-বিপদে যেভাবে এসে মানুষের পাশে দাঁড়ান এবং সেবা করেন তা সত্যিই প্রশংসার দাবিদার। রায়হান আমাদের এলাকার ছেলে। তাঁর জন্য আজ আমরা গর্বিত। রায়হান শুধু পটুয়াখালীর জন্য না, সারা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত।
শহরের স্বনির্ভর রোডের গৃহিণী লতা আক্তার বলেন, মাহমুদ হাসান রায়হানের কার্যক্রম আমাদের জন্য অনুকরণীয়। তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, দ্বারে দ্বারে গিয়ে সাহায্য পৌঁছে দিচ্ছেন তা দেশ, সমাজ ও জাতির জন্য বিরল দৃষ্টান্ত। তাঁর এই উপকারের কথা মানুষ কখনো ভুলবে না।
মাহমুদ হাসান রায়হান আরও বলেন, ‘আমি এবং আমার সংগঠন ‘‘একটি মানবিক পটুয়াখালী’’ তৈরির চেষ্টা করছি। আমি ঝুঁকি নিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো মানব সেবায় ব্যয় করেছি। অসহায়, অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। যত দিন বেঁচে থাকব আমি আমার সংগঠন নিয়ে মানুষের পাশে থাকব। তাতে আমার জীবনে যত বাধা-বিপত্তি আসুক না কেন। সব বাধা-বিপত্তি উপেক্ষা করে আমি মানুষের কল্যাণে ও আর্তমানবতার সেবায় কাজ করে যাবই। মানুষ তো মানুষের জন্যই।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে