নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গণপূর্তের এক প্রকৌশলীকে আটক করেছে বরিশালের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথায় সড়কে শৃঙ্খলারক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা তাকে আটক করেন।
আটক হারুন অর রশিদ পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।
এ নিয়ে হুলুস্থুল কাণ্ড শুরু হলে সেনাবাহিনীর সদস্যরা এসে গাড়ি–টাকাসহ তাকে সপরিবারে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তবে পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার সংখ্যা নির্ধারণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। রাতের মধ্যে পুলিশ থানায় ফিরবেন বলে জানা গেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও বিএনসিসি সদস্য আয়াত উল্লাহ জানান, ঢাকা-ফরিদপুর-কুয়াকাটা মহাসড়কের নগরের চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে ছিলেন। সব ধরনের গাড়ি তারা চেক করেন।
বিকল সাড়ে ৫টার দিকে কালো রঙের একটি প্রাইভেট কার ফরিদপুরে দিকে যাচ্ছিল। দুর থেকে তিনি (আয়াতউল্লাহ) লক্ষ্য করেন, গাড়িটি দ্রুত ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছে। সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতে চান। এতে বাধা দেন নির্বাহী প্রকৌশলী পরিচয় দেওয়া ব্যক্তি। এ সময় শিক্ষার্থীরা গাড়ির ভেতরে বড় একটি ব্যাগ খুললে বিপুল পরিমাণ টাকার বান্ডিল ও স্বর্ণালংকার দেখতে পান। তাদের ধারণা কমপক্ষে ২০ লাখ টাকা হবে।
আটক প্রকৌশলী হারুন অর রশিদের দাবি করেছেন, বৈধ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারসহ তিনি যশোরের বাড়িতে যাচ্ছেন। এ নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটলে খবর পেয়ে সেনাবাহিনী এসে গাড়ি ও টাকাসহ নির্বাহী প্রকৌশলীর পরিবারকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বরিশাল গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গণপূর্তের এক প্রকৌশলীকে আটক করেছে বরিশালের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথায় সড়কে শৃঙ্খলারক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা তাকে আটক করেন।
আটক হারুন অর রশিদ পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।
এ নিয়ে হুলুস্থুল কাণ্ড শুরু হলে সেনাবাহিনীর সদস্যরা এসে গাড়ি–টাকাসহ তাকে সপরিবারে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তবে পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার সংখ্যা নির্ধারণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। রাতের মধ্যে পুলিশ থানায় ফিরবেন বলে জানা গেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও বিএনসিসি সদস্য আয়াত উল্লাহ জানান, ঢাকা-ফরিদপুর-কুয়াকাটা মহাসড়কের নগরের চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে ছিলেন। সব ধরনের গাড়ি তারা চেক করেন।
বিকল সাড়ে ৫টার দিকে কালো রঙের একটি প্রাইভেট কার ফরিদপুরে দিকে যাচ্ছিল। দুর থেকে তিনি (আয়াতউল্লাহ) লক্ষ্য করেন, গাড়িটি দ্রুত ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছে। সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতে চান। এতে বাধা দেন নির্বাহী প্রকৌশলী পরিচয় দেওয়া ব্যক্তি। এ সময় শিক্ষার্থীরা গাড়ির ভেতরে বড় একটি ব্যাগ খুললে বিপুল পরিমাণ টাকার বান্ডিল ও স্বর্ণালংকার দেখতে পান। তাদের ধারণা কমপক্ষে ২০ লাখ টাকা হবে।
আটক প্রকৌশলী হারুন অর রশিদের দাবি করেছেন, বৈধ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারসহ তিনি যশোরের বাড়িতে যাচ্ছেন। এ নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটলে খবর পেয়ে সেনাবাহিনী এসে গাড়ি ও টাকাসহ নির্বাহী প্রকৌশলীর পরিবারকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বরিশাল গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে