বরগুনা প্রতিনিধি
‘বরিশালে বিএনপি সমাবেশ করে, হেইয়ার লাইগ্যা বাস বন্ধ হইরা রাকছে। এহন মোরা যে কাজের লাইগ্যা যামু, হেইয়া পারতে আছি না। হ্যারা সমাবেশ করে হেইতে বাস বন্ধ রাকছে, মোরা কী দোষ করছি?’ এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী এলাকার বাসিন্দা নাসিমা বেগম।
নাসিমা বেগম ছেলেকে নিয়ে বরিশালে যাবেন চিকিৎসার জন্য। তবে আজ শনিবার বরগুনা টাউন হলে এসে জানতে পারেন, বরগুনা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ। বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের কারণে ধর্মঘট ডাকা হয়েছে। পরে ক্ষোভ প্রকাশ করে বাড়িতে ফিরে গেছেন তিনি।
বরগুনা সদরের টাউন হল জিরো পয়েন্ট ঘুরে দেখা গেছে, বরিশাল যাওয়ার জন্য আজ শনিবার সকাল থেকে যাত্রীরা ভিড় করছেন টাউন হল মোটরসাইকেল স্ট্যান্ডে। যেখানে বাসে করে ১৫০ টাকায় সরাসরি বরিশালে যাওয়া যেত, সেখানে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বরিশালে যেতে খরচ হচ্ছে দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ টাকা। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে বরগুনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে কোনো যাত্রীর দেখা মেলেনি। সেখানে বাস সারি করে রাখা হয়েছে। অন্যদিকে, বরগুনা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবুসহ কয়েকজন টার্মিনালের অভ্যন্তরে চেয়ারে বসে গল্প করছেন।
শহরের বাসিন্দা ইমাম হোসেন বলেন, ‘আমার এক আত্মীয় হাসপাতালে ভর্তি। তাঁর সঙ্গে কেউ নাই। তাঁকে দেখভাল করতে বরিশাল যাওয়া খুবই জরুরি। কিন্তু বাস বন্ধ থাকায় দেড় হাজার টাকায় মোটরসাইকেল ভাড়া করে যেতে হচ্ছে। তাঁরা রাজনীতি করেন আর আমাদের দুর্ভোগ পোহাতে হয়।’
ফারুক আহমেদ নামে আরেক ব্যক্তি বলেন বলেন, ‘বরিশালে ট্রেনিং ছিল। আজ সকাল ৮টায় বরগুনা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বরিশাল গিয়েছিলাম। এক ঘণ্টার ট্রেনিং শেষে আবার ওই মোটরসাইকেলেই ফিরেছি। এতে চালককে মোট ২ হাজার টাকা দিতে হয়েছে। যেখানে আমি ৩০০ টাকায় বরিশাল যাওয়া-আসা করতে পারতাম, সেখানে অতিরিক্ত ১ হাজার ৭০০ টাকা দিতে হলো।’
বরগুনা জেলা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘আজ সন্ধ্যায় বিভাগীয় কার্যালয়ে নেতারা বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন ধর্মঘট চলবে নাকি প্রত্যাহার করা হবে। তাঁরা যে সিদ্ধান্ত দেবেন, আমরা সেভাবেই ব্যবস্থা নেব।’
বরগুনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুল কবির সগীর হোসেন বলেন, ‘আঞ্চলিক সড়ক-মহাসড়কে ইজিবাইক, অটোরিকশা, মাহেন্দ্রসহ থ্রি-হুইলার নিষিদ্ধের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। সড়কে অবৈধ গাড়ির দৌরাত্ম্য ঠেকাতে আমরা এই ধর্মঘট কর্মসূচি পালন করছি।’
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে ধর্মঘট প্রত্যাহারে অনুরোধ করা হয়েছে।’
উল্লেখ্য, সড়কে অনুমোদনহীন থ্রি-হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে বাস ধর্মঘটের ডাক দেয় বরগুনা বাস ও মিনিবাস মালিক সমিতি। আজ দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে।
‘বরিশালে বিএনপি সমাবেশ করে, হেইয়ার লাইগ্যা বাস বন্ধ হইরা রাকছে। এহন মোরা যে কাজের লাইগ্যা যামু, হেইয়া পারতে আছি না। হ্যারা সমাবেশ করে হেইতে বাস বন্ধ রাকছে, মোরা কী দোষ করছি?’ এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী এলাকার বাসিন্দা নাসিমা বেগম।
নাসিমা বেগম ছেলেকে নিয়ে বরিশালে যাবেন চিকিৎসার জন্য। তবে আজ শনিবার বরগুনা টাউন হলে এসে জানতে পারেন, বরগুনা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ। বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের কারণে ধর্মঘট ডাকা হয়েছে। পরে ক্ষোভ প্রকাশ করে বাড়িতে ফিরে গেছেন তিনি।
বরগুনা সদরের টাউন হল জিরো পয়েন্ট ঘুরে দেখা গেছে, বরিশাল যাওয়ার জন্য আজ শনিবার সকাল থেকে যাত্রীরা ভিড় করছেন টাউন হল মোটরসাইকেল স্ট্যান্ডে। যেখানে বাসে করে ১৫০ টাকায় সরাসরি বরিশালে যাওয়া যেত, সেখানে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বরিশালে যেতে খরচ হচ্ছে দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ টাকা। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে বরগুনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে কোনো যাত্রীর দেখা মেলেনি। সেখানে বাস সারি করে রাখা হয়েছে। অন্যদিকে, বরগুনা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবুসহ কয়েকজন টার্মিনালের অভ্যন্তরে চেয়ারে বসে গল্প করছেন।
শহরের বাসিন্দা ইমাম হোসেন বলেন, ‘আমার এক আত্মীয় হাসপাতালে ভর্তি। তাঁর সঙ্গে কেউ নাই। তাঁকে দেখভাল করতে বরিশাল যাওয়া খুবই জরুরি। কিন্তু বাস বন্ধ থাকায় দেড় হাজার টাকায় মোটরসাইকেল ভাড়া করে যেতে হচ্ছে। তাঁরা রাজনীতি করেন আর আমাদের দুর্ভোগ পোহাতে হয়।’
ফারুক আহমেদ নামে আরেক ব্যক্তি বলেন বলেন, ‘বরিশালে ট্রেনিং ছিল। আজ সকাল ৮টায় বরগুনা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বরিশাল গিয়েছিলাম। এক ঘণ্টার ট্রেনিং শেষে আবার ওই মোটরসাইকেলেই ফিরেছি। এতে চালককে মোট ২ হাজার টাকা দিতে হয়েছে। যেখানে আমি ৩০০ টাকায় বরিশাল যাওয়া-আসা করতে পারতাম, সেখানে অতিরিক্ত ১ হাজার ৭০০ টাকা দিতে হলো।’
বরগুনা জেলা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘আজ সন্ধ্যায় বিভাগীয় কার্যালয়ে নেতারা বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন ধর্মঘট চলবে নাকি প্রত্যাহার করা হবে। তাঁরা যে সিদ্ধান্ত দেবেন, আমরা সেভাবেই ব্যবস্থা নেব।’
বরগুনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুল কবির সগীর হোসেন বলেন, ‘আঞ্চলিক সড়ক-মহাসড়কে ইজিবাইক, অটোরিকশা, মাহেন্দ্রসহ থ্রি-হুইলার নিষিদ্ধের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। সড়কে অবৈধ গাড়ির দৌরাত্ম্য ঠেকাতে আমরা এই ধর্মঘট কর্মসূচি পালন করছি।’
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে ধর্মঘট প্রত্যাহারে অনুরোধ করা হয়েছে।’
উল্লেখ্য, সড়কে অনুমোদনহীন থ্রি-হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে বাস ধর্মঘটের ডাক দেয় বরগুনা বাস ও মিনিবাস মালিক সমিতি। আজ দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে