নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে তরমুজের দাম অর্ধেকে নেমেছে। গত দুই দিন বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ায় তরমুজ ব্যবসায় ধস নেমেছে। যদিও ফল ব্যবসায়ীরা এখনো তরমুজের বাড়তি দাম হাঁকাচ্ছেন।
নগরের পোর্ট রোড তরমুজ মোকাম ঘুরে দেখা গেছে, দুই-তিন তিন আগেও যে তরমুজ বিক্রি হয়েছে ৫০০ টাকায়, সেটি এখন বিক্রি চলছে ২০০ টাকায়। রোজার শুরুতে প্রতি কেজি তরমুজ ৮০ টাকা হিসেবে মেপে বিক্রেতারা পিস বিক্রি করতেন। কিন্তু বর্তমানে কেজিতে হিসাব করলে ৩০ থেকে ৩৫ টাকা পড়ছে। এদিকে ভোলা, পটুয়াখালীর রাঙ্গাবালীর মতো দূর-দূরান্ত থেকে ট্রলার ভরে তরমুজ আসায় বিক্রি করতে না পারায় পচন ধরেছে।
আজ শনিবার বাজার ঘুরে দেখা গেছে, ছোট সাইজের তরমুজ জোড়া বিক্রি হচ্ছে ১০০ টাকায়। যদিও এক সপ্তাহে আগে ওই সাইজের একটি তরমুজ বিক্রি হতো ১০০ টাকায়।
ভোলার চরফ্যাশন কৃষক মোহাম্মদ আলী বলেন, ‘তরমুজের শতক বিক্রি হয় ১২ হাজার টাকা। ছয়-সাত কেজি ওজন হয়ে থাকে। তাতে প্রতি পিস তরমুজের দাম পড়ে ১২০ টাকা। তবে এই দাম অনুযায়ী ব্যবসায়ীদের গড়ে তরমুজের ক্রয়মূল্য হয় কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা।’
রাঙ্গাবালীর আরেক চাষি মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট সাইজের তরমুজের শতক ৬ হাজার টাকা, তা-ও আড়তদারেরা কিনছে না।’
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া থেকে ট্রলারে তরমুজ নিয়ে আসা চাষি আব্দুস সাত্তার বলেন, ‘গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে দাম অর্ধেকে নেমে এসেছে। ক্রেতাদের আগ্রহ না থাকার কারণে তরমুজ বাজারে ধস নেমেছে। নিয়ম অনুযায়ী বিক্রেতারা তরমুজ যেভাবে কিনবেন, সেভাবেই বিক্রি করতে হবে।’
তরমুজের পাইকারি দাম পড়লেও ফলের দোকানে তরমুজের দাম বেশি হাঁকানো হচ্ছে। নগরের ফলপট্টির হাওলাদার ফল ভান্ডার এর ব্যবসায়ী মো. আরাফাত হোসেন বলেন, ‘তরমুজ আগে কিনে রাখায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
এ ব্যপারে বরিশাল মার্কেটিং অফিসার মো. রাসেল খান বলেন, ‘বাজার মনিটরিংয়ের লক্ষ্যে আমাদের কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে তরমুজ রাখতে পিস হিসেবে বিক্রিতে বাধ্য করা হয়েছে। অতিরিক্ত মুনাফার জন্য ভোক্তাদের জিম্মি করার কোনো সুযোগ নেই।’
বরিশালে তরমুজের দাম অর্ধেকে নেমেছে। গত দুই দিন বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ায় তরমুজ ব্যবসায় ধস নেমেছে। যদিও ফল ব্যবসায়ীরা এখনো তরমুজের বাড়তি দাম হাঁকাচ্ছেন।
নগরের পোর্ট রোড তরমুজ মোকাম ঘুরে দেখা গেছে, দুই-তিন তিন আগেও যে তরমুজ বিক্রি হয়েছে ৫০০ টাকায়, সেটি এখন বিক্রি চলছে ২০০ টাকায়। রোজার শুরুতে প্রতি কেজি তরমুজ ৮০ টাকা হিসেবে মেপে বিক্রেতারা পিস বিক্রি করতেন। কিন্তু বর্তমানে কেজিতে হিসাব করলে ৩০ থেকে ৩৫ টাকা পড়ছে। এদিকে ভোলা, পটুয়াখালীর রাঙ্গাবালীর মতো দূর-দূরান্ত থেকে ট্রলার ভরে তরমুজ আসায় বিক্রি করতে না পারায় পচন ধরেছে।
আজ শনিবার বাজার ঘুরে দেখা গেছে, ছোট সাইজের তরমুজ জোড়া বিক্রি হচ্ছে ১০০ টাকায়। যদিও এক সপ্তাহে আগে ওই সাইজের একটি তরমুজ বিক্রি হতো ১০০ টাকায়।
ভোলার চরফ্যাশন কৃষক মোহাম্মদ আলী বলেন, ‘তরমুজের শতক বিক্রি হয় ১২ হাজার টাকা। ছয়-সাত কেজি ওজন হয়ে থাকে। তাতে প্রতি পিস তরমুজের দাম পড়ে ১২০ টাকা। তবে এই দাম অনুযায়ী ব্যবসায়ীদের গড়ে তরমুজের ক্রয়মূল্য হয় কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা।’
রাঙ্গাবালীর আরেক চাষি মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট সাইজের তরমুজের শতক ৬ হাজার টাকা, তা-ও আড়তদারেরা কিনছে না।’
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া থেকে ট্রলারে তরমুজ নিয়ে আসা চাষি আব্দুস সাত্তার বলেন, ‘গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে দাম অর্ধেকে নেমে এসেছে। ক্রেতাদের আগ্রহ না থাকার কারণে তরমুজ বাজারে ধস নেমেছে। নিয়ম অনুযায়ী বিক্রেতারা তরমুজ যেভাবে কিনবেন, সেভাবেই বিক্রি করতে হবে।’
তরমুজের পাইকারি দাম পড়লেও ফলের দোকানে তরমুজের দাম বেশি হাঁকানো হচ্ছে। নগরের ফলপট্টির হাওলাদার ফল ভান্ডার এর ব্যবসায়ী মো. আরাফাত হোসেন বলেন, ‘তরমুজ আগে কিনে রাখায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
এ ব্যপারে বরিশাল মার্কেটিং অফিসার মো. রাসেল খান বলেন, ‘বাজার মনিটরিংয়ের লক্ষ্যে আমাদের কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে তরমুজ রাখতে পিস হিসেবে বিক্রিতে বাধ্য করা হয়েছে। অতিরিক্ত মুনাফার জন্য ভোক্তাদের জিম্মি করার কোনো সুযোগ নেই।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে