Ajker Patrika

বরিশাল বোর্ডে আরও ৩০ জনের জিপিএ ৫

বরিশাল প্রতিনিধি
বরিশাল বোর্ডে আরও ৩০ জনের জিপিএ ৫

এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৯২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩০ জন জিপিএ-৫ পেয়েছে। শুক্রবার বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানা গেছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলে ৩৯২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে আরও ৩০ জন। 

 এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৫ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে পরির্বতন এসেছে ৩৯২ জনের ফলাফলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত