খান রফিক, বরিশাল
বরিশাল সদর উপজেলার তালতলি বাজার থেকে লামছড়ি গ্রামের গণি মেম্বরের বাড়ি পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়কের নির্মাণকাজ গত ২১ ডিসেম্বর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। কিন্তু এর পরপরই সড়কের কাজ বন্ধ করে দেওয়া হয়। সেই একই সড়ক আগামী সপ্তাহে উদ্বোধন করতে যাচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম।
কার কত দাপট তা জানান দিতে একই সড়ক দুবার উদ্বোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সিটি মেয়র সাদিক আব্দুল্লাহপন্থী হওয়ায় ক্ষমতার দাপট দেখাতেই প্রতিমন্ত্রীকে দিয়ে সড়কটি ফের উদ্বোধনেরে পরিকল্পনা তাঁর অনুসারীদের।
জানা যায়, চারণ দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়িতে যাতায়াতের জন্য ৩ কিলোমিটারের এ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতাধীন সড়কটি সংস্কারের অভাবে এক দশক আগে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার রাস্তাটি সংস্কার জন্য ‘এসএইচ এন্টারপ্রাইজ’ ঠিকাদারি প্রতিষ্ঠানকে সম্প্রতি কার্যাদেশ দিয়েছে এলজিইডি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সবির হোসেন বলেন, প্রায় দেড় কোটি টাকায় সাড়ে তিন কিলোমিটার সড়ক সংস্কার কাজ তিনি পেয়েছেন। সাড়ে ৩ কিলোমিটারের মধ্যে ৬০০ ফুট ইট বিছানো এবং বাকি অংশ পিচঢালাই সড়ক হবে। ঠিকাদার বলেন, গত ২১ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু তালতলি বাজারে উদ্বোধন করার পর সংস্কার কাজ শুরু করেছিলেন। ৩ দিন কাজ চলার পর সাব ঠিকাদার মো. নান্টুর চাচা মৃত্যুবরণ করলে কাজ বন্ধ করে রাখেন তিনি। আগামী সপ্তাহে গণি মেম্বরের বাড়ির প্রান্ত থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ওই কাজের উদ্বোধন করবেন।
সদর উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্থানীয় সাংসদ হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি সড়ক সংস্কার কাজ উদ্বোধন করবেন। গত ২১ ডিসেম্বর সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর উদ্বোধন প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী বলেন, সেটা স্থানীয়ভাবে উদ্বোধন হয়েছে। আনুষ্ঠানিকতা করবেন প্রতিমন্ত্রী।
এ প্রসঙ্গে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ জামাল হোসেন সাংবাদিকদের জানান, তিনি শুনেছেন আগে উদ্বোধন হয়েছে। কিন্তু কে বা কারা সড়কটির উদ্বোধন করেছে তা তাঁর জানা নেই। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম যে উদ্বোধন করবেন তাও শুনেছেন, তবে বিষয়টি এখন পর্যন্ত তাঁকে দাপ্তরিকভাবে জানানো হয়নি।
পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী শনিবার তালতলি-লমছড়ি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করার কথা ছিল। মন্ত্রী ব্যস্ত থাকার কারণে আগামী মঙ্গলবার ওই কাজের উদ্বোধন করা হতে পারে।
এ ব্যাপারে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহাতাব হোসেন সুরুজ বলেন, তালতলি বাজার থেকে লামছড়ি পর্যন্ত সড়কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিন ওয়ার্ডের প্রায় ২০ হাজার লোক এখান থেকে চলাচল করে। দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়িতে যেতে হয় এ সড়ক দিয়ে। সুরুজ বলেন, গত ২১ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান উদ্বোধন করার পর ঠিকাদার সংস্কার কাজ শুরু করেন। ৩ দিন পর কাজ বন্ধ হয়ে গেলেও এর কোন কারণ ঠিকাদার জানাননি। এখন শুনছেন সংস্কার কাজের আবার উদ্বোধন করা হবে।
বরিশাল সদর উপজেলার তালতলি বাজার থেকে লামছড়ি গ্রামের গণি মেম্বরের বাড়ি পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়কের নির্মাণকাজ গত ২১ ডিসেম্বর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। কিন্তু এর পরপরই সড়কের কাজ বন্ধ করে দেওয়া হয়। সেই একই সড়ক আগামী সপ্তাহে উদ্বোধন করতে যাচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম।
কার কত দাপট তা জানান দিতে একই সড়ক দুবার উদ্বোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সিটি মেয়র সাদিক আব্দুল্লাহপন্থী হওয়ায় ক্ষমতার দাপট দেখাতেই প্রতিমন্ত্রীকে দিয়ে সড়কটি ফের উদ্বোধনেরে পরিকল্পনা তাঁর অনুসারীদের।
জানা যায়, চারণ দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়িতে যাতায়াতের জন্য ৩ কিলোমিটারের এ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতাধীন সড়কটি সংস্কারের অভাবে এক দশক আগে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার রাস্তাটি সংস্কার জন্য ‘এসএইচ এন্টারপ্রাইজ’ ঠিকাদারি প্রতিষ্ঠানকে সম্প্রতি কার্যাদেশ দিয়েছে এলজিইডি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সবির হোসেন বলেন, প্রায় দেড় কোটি টাকায় সাড়ে তিন কিলোমিটার সড়ক সংস্কার কাজ তিনি পেয়েছেন। সাড়ে ৩ কিলোমিটারের মধ্যে ৬০০ ফুট ইট বিছানো এবং বাকি অংশ পিচঢালাই সড়ক হবে। ঠিকাদার বলেন, গত ২১ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু তালতলি বাজারে উদ্বোধন করার পর সংস্কার কাজ শুরু করেছিলেন। ৩ দিন কাজ চলার পর সাব ঠিকাদার মো. নান্টুর চাচা মৃত্যুবরণ করলে কাজ বন্ধ করে রাখেন তিনি। আগামী সপ্তাহে গণি মেম্বরের বাড়ির প্রান্ত থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ওই কাজের উদ্বোধন করবেন।
সদর উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্থানীয় সাংসদ হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি সড়ক সংস্কার কাজ উদ্বোধন করবেন। গত ২১ ডিসেম্বর সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর উদ্বোধন প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী বলেন, সেটা স্থানীয়ভাবে উদ্বোধন হয়েছে। আনুষ্ঠানিকতা করবেন প্রতিমন্ত্রী।
এ প্রসঙ্গে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ জামাল হোসেন সাংবাদিকদের জানান, তিনি শুনেছেন আগে উদ্বোধন হয়েছে। কিন্তু কে বা কারা সড়কটির উদ্বোধন করেছে তা তাঁর জানা নেই। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম যে উদ্বোধন করবেন তাও শুনেছেন, তবে বিষয়টি এখন পর্যন্ত তাঁকে দাপ্তরিকভাবে জানানো হয়নি।
পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী শনিবার তালতলি-লমছড়ি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করার কথা ছিল। মন্ত্রী ব্যস্ত থাকার কারণে আগামী মঙ্গলবার ওই কাজের উদ্বোধন করা হতে পারে।
এ ব্যাপারে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহাতাব হোসেন সুরুজ বলেন, তালতলি বাজার থেকে লামছড়ি পর্যন্ত সড়কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিন ওয়ার্ডের প্রায় ২০ হাজার লোক এখান থেকে চলাচল করে। দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়িতে যেতে হয় এ সড়ক দিয়ে। সুরুজ বলেন, গত ২১ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান উদ্বোধন করার পর ঠিকাদার সংস্কার কাজ শুরু করেন। ৩ দিন পর কাজ বন্ধ হয়ে গেলেও এর কোন কারণ ঠিকাদার জানাননি। এখন শুনছেন সংস্কার কাজের আবার উদ্বোধন করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫