নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে এক দফা আন্দোলন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। টানা ১৮ দিন নানা দাবির পর আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দেন। পরে এই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
এর আগে বেলা ১১টায় উপাচার্য ড. শুচিতা শরমিন সংবাদ সম্মেলনে আগের দিন অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্তগুলো তুলে ধরেন। ড. শুচিতা জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, রেজিস্ট্রার মনিরুলকে পদ থেকে অপসারণ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে। ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহসিন উদ্দিনের বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালত এর সিদ্ধান্ত দেবেন। আর মুচলেকা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলা ও সাধারণ ডায়েরি থেকে মুক্তি পাবেন অভিযুক্ত শিক্ষার্থীরা।
পরে পাল্টা সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বর্তমান উপাচার্য যোগদান করার পরপরই শিক্ষার্থীরা ২২ দফা দাবি তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য এক মাসের মধ্যে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। ওই সময় তিনি বলেছিলেন, দাবি পূরণ না হলে উপাচার্য হিসেবে নৈতিকতা হারাবেন। কিন্তু ছাত্রদের পুলিশি প্রক্রিয়ায় হয়রানি করা হচ্ছে। দুই দফায় মামলা, জিডি হয়েছে। তাই উপাচার্য হিসেবে থাকার অধিকার হারিয়েছেন ড. শুচিতা।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, গত ১৮ দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এ সময় একবারও শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয় এখন যে প্রক্রিয়ায় চলছে, তাতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষক, কর্মকর্তারা দায়িত্ব পালন করতে না পারায় স্থবির হয়ে পড়েছে কার্যক্রম। যে উপাচার্য তাঁর শিক্ষার্থীর অন্তিম মুহূর্তে আর্থিক সহায়তার ফাইল পাঁচ মাসেও বের করে একটা স্বাক্ষর দিতে পারেন না, তাঁর এখানে থাকার অধিকার নেই।
পরে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগানে উপাচার্যের পদত্যাগ চান।
জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘অতীতের বিষয় শিক্ষা নিয়ে দাবি আদায় না হওয়ায় পর্যন্ত মাঠ ছাড়ব না। এখানে আর সমঝোতার সুযোগ নাই।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে এক দফা আন্দোলন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। টানা ১৮ দিন নানা দাবির পর আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দেন। পরে এই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
এর আগে বেলা ১১টায় উপাচার্য ড. শুচিতা শরমিন সংবাদ সম্মেলনে আগের দিন অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্তগুলো তুলে ধরেন। ড. শুচিতা জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, রেজিস্ট্রার মনিরুলকে পদ থেকে অপসারণ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে। ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহসিন উদ্দিনের বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালত এর সিদ্ধান্ত দেবেন। আর মুচলেকা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলা ও সাধারণ ডায়েরি থেকে মুক্তি পাবেন অভিযুক্ত শিক্ষার্থীরা।
পরে পাল্টা সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বর্তমান উপাচার্য যোগদান করার পরপরই শিক্ষার্থীরা ২২ দফা দাবি তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য এক মাসের মধ্যে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। ওই সময় তিনি বলেছিলেন, দাবি পূরণ না হলে উপাচার্য হিসেবে নৈতিকতা হারাবেন। কিন্তু ছাত্রদের পুলিশি প্রক্রিয়ায় হয়রানি করা হচ্ছে। দুই দফায় মামলা, জিডি হয়েছে। তাই উপাচার্য হিসেবে থাকার অধিকার হারিয়েছেন ড. শুচিতা।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, গত ১৮ দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এ সময় একবারও শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয় এখন যে প্রক্রিয়ায় চলছে, তাতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষক, কর্মকর্তারা দায়িত্ব পালন করতে না পারায় স্থবির হয়ে পড়েছে কার্যক্রম। যে উপাচার্য তাঁর শিক্ষার্থীর অন্তিম মুহূর্তে আর্থিক সহায়তার ফাইল পাঁচ মাসেও বের করে একটা স্বাক্ষর দিতে পারেন না, তাঁর এখানে থাকার অধিকার নেই।
পরে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগানে উপাচার্যের পদত্যাগ চান।
জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘অতীতের বিষয় শিক্ষা নিয়ে দাবি আদায় না হওয়ায় পর্যন্ত মাঠ ছাড়ব না। এখানে আর সমঝোতার সুযোগ নাই।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে