নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে ঘরে-বাইরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে আজ সোমবার নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাবেক ও বর্তমান ছাত্ররা। এ সময় উপাচার্যের অপসারণ দাবি করেন তাঁরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভও করেছেন।
এদিকে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকদের একাংশও। এ সময় উপাচার্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
অপর দিকে গতকাল রোববার মধ্যরাতে ছাত্রসংগঠনের তিন শীর্ষ নেতার উপাচার্যের বাসভবনে গোপন বৈঠকের ঘটনা ফাঁস হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘উপাচার্য ড. সুচিতা শরমিন শিক্ষক-ছাত্রদের ফ্যাসিস্ট বলেছেন। অথচ ২০২৪ সালের ডামি নির্বাচন সমর্থন করে সুশীল সমাজ যে বিবৃতি দিয়েছে, তাতে ১০৮ নম্বর স্বাক্ষরকারী ড. সুচিতা। তিনি শিক্ষকদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ বিগত পাঁচ মাসেও একটি সিন্ডিকেট সভা করতে পারেননি। তিনি ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা এই অভিযোগ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি এবং উপাচার্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।’
একই সময়ে আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের মধ্যে মোকাব্বেল শেখ তাঁর বক্তব্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং অবকাঠামো উন্নয়নসহ মোট ৩১ দফা দাবির লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
এর আগে বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতারা উপাচার্যের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে উপস্থিত সাবেক ছাত্রনেতা ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, উপাচার্য হাজার হাজার ছাত্রছাত্রীকে ফ্যাসিস্ট বলে মহা অন্যায় করেছেন। অথচ তিনি বড় ফ্যাসিস্ট। ছাত্রদের বিরুদ্ধে মামলা দিয়ে স্বৈরাচারের পরিচয় দিয়েছেন তিনি। তাঁকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে। তাঁকে যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাঁদেরও ছাড় দেওয়া হবে না।
উপাচার্যের সঙ্গে ৩ ছাত্রনেতার গোপন বৈঠক
আন্দোলন চলাকালীন রোববার গভীর রাতে ৩ ছাত্রনেতা উপাচার্য ড. সুচিতার বাসভবনে বৈঠক করেছেন বলে জানা গেছে। ওই তিন ছাত্রনেতা হলেন ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, শিবিরের সভাপতি আমিনুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। উপাচার্যের বাসভবন থেকে তাঁদের বেরিয়ে আসার একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই তিন ছাত্রনেতা আজ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য উপাচার্যের বাংলোতে গিয়েছিলেন তাঁরা।
এসব বিষয়ে জানতে ববি উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে ঘরে-বাইরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে আজ সোমবার নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাবেক ও বর্তমান ছাত্ররা। এ সময় উপাচার্যের অপসারণ দাবি করেন তাঁরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভও করেছেন।
এদিকে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকদের একাংশও। এ সময় উপাচার্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
অপর দিকে গতকাল রোববার মধ্যরাতে ছাত্রসংগঠনের তিন শীর্ষ নেতার উপাচার্যের বাসভবনে গোপন বৈঠকের ঘটনা ফাঁস হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘উপাচার্য ড. সুচিতা শরমিন শিক্ষক-ছাত্রদের ফ্যাসিস্ট বলেছেন। অথচ ২০২৪ সালের ডামি নির্বাচন সমর্থন করে সুশীল সমাজ যে বিবৃতি দিয়েছে, তাতে ১০৮ নম্বর স্বাক্ষরকারী ড. সুচিতা। তিনি শিক্ষকদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ বিগত পাঁচ মাসেও একটি সিন্ডিকেট সভা করতে পারেননি। তিনি ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা এই অভিযোগ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি এবং উপাচার্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।’
একই সময়ে আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের মধ্যে মোকাব্বেল শেখ তাঁর বক্তব্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং অবকাঠামো উন্নয়নসহ মোট ৩১ দফা দাবির লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
এর আগে বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতারা উপাচার্যের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে উপস্থিত সাবেক ছাত্রনেতা ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, উপাচার্য হাজার হাজার ছাত্রছাত্রীকে ফ্যাসিস্ট বলে মহা অন্যায় করেছেন। অথচ তিনি বড় ফ্যাসিস্ট। ছাত্রদের বিরুদ্ধে মামলা দিয়ে স্বৈরাচারের পরিচয় দিয়েছেন তিনি। তাঁকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে। তাঁকে যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাঁদেরও ছাড় দেওয়া হবে না।
উপাচার্যের সঙ্গে ৩ ছাত্রনেতার গোপন বৈঠক
আন্দোলন চলাকালীন রোববার গভীর রাতে ৩ ছাত্রনেতা উপাচার্য ড. সুচিতার বাসভবনে বৈঠক করেছেন বলে জানা গেছে। ওই তিন ছাত্রনেতা হলেন ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, শিবিরের সভাপতি আমিনুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। উপাচার্যের বাসভবন থেকে তাঁদের বেরিয়ে আসার একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই তিন ছাত্রনেতা আজ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য উপাচার্যের বাংলোতে গিয়েছিলেন তাঁরা।
এসব বিষয়ে জানতে ববি উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে