আরিফুল হক তারেক, মুলাদী (বরিশাল)
বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনতলা ভবনের নির্মাণকাজ অনিশ্চয়তার মুখে পড়েছে। ২০২০ সালের মার্চে শুরু হওয়া ভবনের কাজ এখনো শেষ হয়নি। ফলে কক্ষ সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে, দুর্ভোগে পড়ছেন রোগী ও চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশন প্ল্যানিং প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কোহিনূর এন্টারপ্রাইজ’ ভবন নির্মাণের দায়িত্ব পায়। তবে ২০২৪ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষে কাজ অসমাপ্ত থাকায় কার্যাদেশ বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৬ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা এলেও বাস্তবে তা হয়নি। বরং পুরনো ভবন ভেঙে ফেলার পর বর্তমানে ১৯ শয্যার ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম। ফলে প্রায় সবসময়ই রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান বলেন, “বর্তমানে ২৯ জন চিকিৎসক রয়েছেন, কিন্তু বসার মতো কক্ষ নেই। এক কক্ষে ২-৩ জন চিকিৎসককে বসতে হয়, এতে রোগীদের গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে।”
নার্স ইনচার্জ মোসা. হামিদা বলেন, “১৯ শয্যার জায়গায় প্রায় ৫০ জন রোগীকে সেবা দিতে হচ্ছে। রোগীর চাপ বেশি থাকলে মেঝেতে চিকিৎসা দিতে হয়, ওয়ার্ডে হাঁটার জায়গাও থাকে না।”
স্থানীয়রা জানান, ২০২০ সালে পুরনো ভবন ভেঙে তিনতলা ভবনের কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদার তখন কাজ শুরু না করায় স্থানীয়ভাবে অভিযোগ করা হয়। পরে ২০২২ সালে কিছুটা কাজ শুরু হলেও তা অগ্রগতি পায়নি। কেবল পাইলিং ও কয়েকটি পিলারের আংশিক কাজ করে ভবনটি ফেলে রাখা হয়।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, “ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় কার্যাদেশ বাতিল করা হয়েছে। ভবনটির বাকি কাজ নতুন একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দরপত্রের মাধ্যমে আবার কাজ শুরু হবে।”
উপজেলার বহু বাসিন্দা বলছেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট মেটাতে দ্রুত নতুন ভবনের কাজ শেষ করা জরুরি। এতে চিকিৎসক ও রোগীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে।
বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনতলা ভবনের নির্মাণকাজ অনিশ্চয়তার মুখে পড়েছে। ২০২০ সালের মার্চে শুরু হওয়া ভবনের কাজ এখনো শেষ হয়নি। ফলে কক্ষ সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে, দুর্ভোগে পড়ছেন রোগী ও চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশন প্ল্যানিং প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কোহিনূর এন্টারপ্রাইজ’ ভবন নির্মাণের দায়িত্ব পায়। তবে ২০২৪ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষে কাজ অসমাপ্ত থাকায় কার্যাদেশ বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৬ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা এলেও বাস্তবে তা হয়নি। বরং পুরনো ভবন ভেঙে ফেলার পর বর্তমানে ১৯ শয্যার ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম। ফলে প্রায় সবসময়ই রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান বলেন, “বর্তমানে ২৯ জন চিকিৎসক রয়েছেন, কিন্তু বসার মতো কক্ষ নেই। এক কক্ষে ২-৩ জন চিকিৎসককে বসতে হয়, এতে রোগীদের গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে।”
নার্স ইনচার্জ মোসা. হামিদা বলেন, “১৯ শয্যার জায়গায় প্রায় ৫০ জন রোগীকে সেবা দিতে হচ্ছে। রোগীর চাপ বেশি থাকলে মেঝেতে চিকিৎসা দিতে হয়, ওয়ার্ডে হাঁটার জায়গাও থাকে না।”
স্থানীয়রা জানান, ২০২০ সালে পুরনো ভবন ভেঙে তিনতলা ভবনের কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদার তখন কাজ শুরু না করায় স্থানীয়ভাবে অভিযোগ করা হয়। পরে ২০২২ সালে কিছুটা কাজ শুরু হলেও তা অগ্রগতি পায়নি। কেবল পাইলিং ও কয়েকটি পিলারের আংশিক কাজ করে ভবনটি ফেলে রাখা হয়।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, “ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় কার্যাদেশ বাতিল করা হয়েছে। ভবনটির বাকি কাজ নতুন একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দরপত্রের মাধ্যমে আবার কাজ শুরু হবে।”
উপজেলার বহু বাসিন্দা বলছেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট মেটাতে দ্রুত নতুন ভবনের কাজ শেষ করা জরুরি। এতে চিকিৎসক ও রোগীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে