খান রফিক, বরিশাল
বরিশালের আগৈলঝাড়ায় গত সোমবার সন্ধ্যায় র্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কলেজছাত্র সিয়াম মোল্লা। বুকে গুলিবিদ্ধ হয়ে একই এলাকার এসএসসি পরীক্ষার্থী রাকিব বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন। এ কারণে মাঝপথে তার পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে গেছে। বুধবার (২৩ এপ্রিল) হাসপাতালের ওয়ার্ডে গিয়ে রাকিবের মুখে অক্সিজেন মাস্ক লাগানো দেখা গেছে। ওই ওয়ার্ডের আশপাশে সাদাপোশাকে র্যাবের একাধিক সদস্য ছিলেন। রাকিবের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহকারী অধ্যাপক (সার্জারি) আব্দুর রহিম বলেন, এভাবে মুখস্থ বলা যাবে না।
হাসপাতালে কথা হয় রাকিবের পাশে বসা তার এক বোনের সঙ্গে। চোখে-মুখে তাঁর আতঙ্কের ছাপ। নাম প্রকাশ না করে তিনি বলেন, ডাক্তার কথা বলতে নিষেধ করেছেন।
শেবাচিমের মর্গের সামনে দেখা হয় রাকিবের বোন নাসরিন আক্তারের সঙ্গে। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমরা বিচার চাই। আমার এক ভাইকে (রাকিবের বন্ধু) মেরে ফেলেছে। আপন ভাই রাকিব হাসপাতালে। ডাক্তার বলছে তাকে এখানে রাখা যাবে না। ওকে ঢাকা নেওয়ার চেষ্টা চালাচ্ছি।’
সিয়ামের বাবা রিপন মোল্লা এবং তার চাচা আলতাফ মোল্লাকে দেখা গেল হাসপাতালের মর্গের সামনে। সঙ্গে রাকিবের বোন বিলকিস। এ সময় কান্নায় ভেঙে পড়া রিপন মোল্লা বলেন, ‘আমার আল্লাহ আছে, বিচার করবেন তিনি। আমাগো কাউকে লাগবে না।’
সিয়ামের চাচা আলতাফ মোল্লা বলেন, ‘ওরা কখনো মাদকের গন্ধও নেয়নি। প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে বাচ্চা দুটিকে ফাঁসানো হয়েছে।’
নিহত সিয়ামের সুরতহাল প্রতিবেদনের তথ্যে দেখা গেছে, গৌরনদী থানার এসআই মো. মজিবর রহমান সিয়ামের বয়স উল্লেখ করেছেন ২২ বছর। তবে জন্মনিবন্ধন অনুযায়ী তার জন্ম ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি। এ প্রসঙ্গে এসআই মজিবর বলেন, ‘আমরা ডাক্তারের মৃত্যুসনদ অনুযায়ী বয়স লিখেছি।’ অপর দিকে রাকিব মোল্লার বয়স ২৭ বছর দেখানো হলেও জন্মনিবন্ধন সনদ অনুযায়ী সে জন্মেছে ২০০৭ সালের ১ আগস্ট।
সিয়াম ও রাকিবের শিক্ষাপ্রতিষ্ঠান সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল বালা আজকের পত্রিকাকে বলেন, রাকিব তাঁর বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আর সিয়াম আগেই পাস করে বেরিয়ে গেছে। রাকিবের মঙ্গল ও বুধবার পরীক্ষা ছিল।
সুশীল বালা বলেন, তাঁর জানামতে, রাকিব বিদ্যালয়ে আইনশৃঙ্খলাপরিপন্থী কাজে নিয়োজিত ছিল না। কখনো বেয়াদবিও করেনি। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণও তাঁরা পাননি।
রাকিবের ছোট ভাই দশম শ্রেণির ছাত্র মো. রায়হান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই এসএসসির ৪টি পরীক্ষা দিয়েছে। সে মানবিক বিভাগের ছাত্র। পরীক্ষা দিতে না পারায় পরিবার হতাশ।’
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, কেউ জেলে থাকলেও অনুমতি নিয়ে তার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। ওই ছাত্র পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কি না, তা জানতে হবে।
জানতে চাইলে বরিশাল র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, তাঁদের মাদকবিরোধী অভিযান ছিল। টহল টিম আগৈলঝাড়ার ঘটনাস্থল থেকে যাচ্ছিল। তাদের টিমের ওপর ওপেন ফায়ার করে মাদক কারবারিরা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে তাঁদের দুজন আহত হয়েছেন।
ওই র্যাব কর্মকর্তা বলেন, পরে জানা যায় আগৈলঝাড়া থানায় একজনের মৃত্যু হয়েছে। তবে কার গুলিতে ওই ছেলে মারা গেছে, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তে এটা জানা যাবে।
নিহত ও আহত তরুণের পরিবারের দাবির বিষয়ে র্যাবের অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, তারা তো এখন নির্দোষ বলবেই। কোনো মাদক কারবারি কি স্বীকার করে? তবে সবারই বিচার পাওয়ার অধিকার আছে। র্যাব মামলা করেছে, তারাও হয়তো মামলা করবে। দুজনেরই বয়স নিয়ে অসংগতি প্রসঙ্গে তিনি বলেন, বয়স হয়তো আনুমানিক দেওয়া হয়েছে।
এদিকে কলেজছাত্র সিয়াম মোল্লাকে গুলি করে হত্যা এবং এসএসসি পরীক্ষার্থী রাকিব মোল্লাকে গুলিবিদ্ধ করার বিচার চেয়ে ঘটনাস্থল আগৈলঝাড়ার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আনোয়ার মৃধার বাড়ির দক্ষিণ পাশে জোড়া ব্রিজসংলগ্ন এলাকায় সহপাঠী এবং এলাকাবাসী মানববন্ধন করেছেন।
এদিকে বুধবার বাদ আসর উত্তর বাহেরঘাট গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে সিয়ামের দাফন সম্পন্ন হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গোলাগুলির ঘটনায় র্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। ওই মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিয়াম ও রাকিবের বিরুদ্ধে থানায় আগের কোনো মামলা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তাদের বিরুদ্ধে থানায় আগের কোনো মামলা নেই।
মানবাধিকার জোট বরিশালের সভাপতি ডা. হাবিবুর রহমান বলেন, দুই শিক্ষার্থীকে এভাবে গুলি করে আহত ও নিহত করার মতো মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা আর কী হতে পারে। মানবাধিকার কমিশনের উচিত এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া। তিনি আরও বলেন, ঝালকাঠির লিমনকে যে গুলি করা হয়েছিল, তার কি বিচার হয়েছে? আগৈলঝাড়ার সিয়ামের মৃত্যুর বিচার হবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই।
বরিশালের আগৈলঝাড়ায় গত সোমবার সন্ধ্যায় র্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কলেজছাত্র সিয়াম মোল্লা। বুকে গুলিবিদ্ধ হয়ে একই এলাকার এসএসসি পরীক্ষার্থী রাকিব বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন। এ কারণে মাঝপথে তার পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে গেছে। বুধবার (২৩ এপ্রিল) হাসপাতালের ওয়ার্ডে গিয়ে রাকিবের মুখে অক্সিজেন মাস্ক লাগানো দেখা গেছে। ওই ওয়ার্ডের আশপাশে সাদাপোশাকে র্যাবের একাধিক সদস্য ছিলেন। রাকিবের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহকারী অধ্যাপক (সার্জারি) আব্দুর রহিম বলেন, এভাবে মুখস্থ বলা যাবে না।
হাসপাতালে কথা হয় রাকিবের পাশে বসা তার এক বোনের সঙ্গে। চোখে-মুখে তাঁর আতঙ্কের ছাপ। নাম প্রকাশ না করে তিনি বলেন, ডাক্তার কথা বলতে নিষেধ করেছেন।
শেবাচিমের মর্গের সামনে দেখা হয় রাকিবের বোন নাসরিন আক্তারের সঙ্গে। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমরা বিচার চাই। আমার এক ভাইকে (রাকিবের বন্ধু) মেরে ফেলেছে। আপন ভাই রাকিব হাসপাতালে। ডাক্তার বলছে তাকে এখানে রাখা যাবে না। ওকে ঢাকা নেওয়ার চেষ্টা চালাচ্ছি।’
সিয়ামের বাবা রিপন মোল্লা এবং তার চাচা আলতাফ মোল্লাকে দেখা গেল হাসপাতালের মর্গের সামনে। সঙ্গে রাকিবের বোন বিলকিস। এ সময় কান্নায় ভেঙে পড়া রিপন মোল্লা বলেন, ‘আমার আল্লাহ আছে, বিচার করবেন তিনি। আমাগো কাউকে লাগবে না।’
সিয়ামের চাচা আলতাফ মোল্লা বলেন, ‘ওরা কখনো মাদকের গন্ধও নেয়নি। প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে বাচ্চা দুটিকে ফাঁসানো হয়েছে।’
নিহত সিয়ামের সুরতহাল প্রতিবেদনের তথ্যে দেখা গেছে, গৌরনদী থানার এসআই মো. মজিবর রহমান সিয়ামের বয়স উল্লেখ করেছেন ২২ বছর। তবে জন্মনিবন্ধন অনুযায়ী তার জন্ম ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি। এ প্রসঙ্গে এসআই মজিবর বলেন, ‘আমরা ডাক্তারের মৃত্যুসনদ অনুযায়ী বয়স লিখেছি।’ অপর দিকে রাকিব মোল্লার বয়স ২৭ বছর দেখানো হলেও জন্মনিবন্ধন সনদ অনুযায়ী সে জন্মেছে ২০০৭ সালের ১ আগস্ট।
সিয়াম ও রাকিবের শিক্ষাপ্রতিষ্ঠান সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল বালা আজকের পত্রিকাকে বলেন, রাকিব তাঁর বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আর সিয়াম আগেই পাস করে বেরিয়ে গেছে। রাকিবের মঙ্গল ও বুধবার পরীক্ষা ছিল।
সুশীল বালা বলেন, তাঁর জানামতে, রাকিব বিদ্যালয়ে আইনশৃঙ্খলাপরিপন্থী কাজে নিয়োজিত ছিল না। কখনো বেয়াদবিও করেনি। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণও তাঁরা পাননি।
রাকিবের ছোট ভাই দশম শ্রেণির ছাত্র মো. রায়হান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই এসএসসির ৪টি পরীক্ষা দিয়েছে। সে মানবিক বিভাগের ছাত্র। পরীক্ষা দিতে না পারায় পরিবার হতাশ।’
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, কেউ জেলে থাকলেও অনুমতি নিয়ে তার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। ওই ছাত্র পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কি না, তা জানতে হবে।
জানতে চাইলে বরিশাল র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, তাঁদের মাদকবিরোধী অভিযান ছিল। টহল টিম আগৈলঝাড়ার ঘটনাস্থল থেকে যাচ্ছিল। তাদের টিমের ওপর ওপেন ফায়ার করে মাদক কারবারিরা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে তাঁদের দুজন আহত হয়েছেন।
ওই র্যাব কর্মকর্তা বলেন, পরে জানা যায় আগৈলঝাড়া থানায় একজনের মৃত্যু হয়েছে। তবে কার গুলিতে ওই ছেলে মারা গেছে, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তে এটা জানা যাবে।
নিহত ও আহত তরুণের পরিবারের দাবির বিষয়ে র্যাবের অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, তারা তো এখন নির্দোষ বলবেই। কোনো মাদক কারবারি কি স্বীকার করে? তবে সবারই বিচার পাওয়ার অধিকার আছে। র্যাব মামলা করেছে, তারাও হয়তো মামলা করবে। দুজনেরই বয়স নিয়ে অসংগতি প্রসঙ্গে তিনি বলেন, বয়স হয়তো আনুমানিক দেওয়া হয়েছে।
এদিকে কলেজছাত্র সিয়াম মোল্লাকে গুলি করে হত্যা এবং এসএসসি পরীক্ষার্থী রাকিব মোল্লাকে গুলিবিদ্ধ করার বিচার চেয়ে ঘটনাস্থল আগৈলঝাড়ার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আনোয়ার মৃধার বাড়ির দক্ষিণ পাশে জোড়া ব্রিজসংলগ্ন এলাকায় সহপাঠী এবং এলাকাবাসী মানববন্ধন করেছেন।
এদিকে বুধবার বাদ আসর উত্তর বাহেরঘাট গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে সিয়ামের দাফন সম্পন্ন হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গোলাগুলির ঘটনায় র্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। ওই মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিয়াম ও রাকিবের বিরুদ্ধে থানায় আগের কোনো মামলা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তাদের বিরুদ্ধে থানায় আগের কোনো মামলা নেই।
মানবাধিকার জোট বরিশালের সভাপতি ডা. হাবিবুর রহমান বলেন, দুই শিক্ষার্থীকে এভাবে গুলি করে আহত ও নিহত করার মতো মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা আর কী হতে পারে। মানবাধিকার কমিশনের উচিত এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া। তিনি আরও বলেন, ঝালকাঠির লিমনকে যে গুলি করা হয়েছিল, তার কি বিচার হয়েছে? আগৈলঝাড়ার সিয়ামের মৃত্যুর বিচার হবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে