নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল কার্যালয়ে হাজিরা দিয়েছেন। আয়-বহির্ভূত সম্পদের বিবরণী যাচাইয়ে তাঁকে, তাঁর মা ও বোনকে তলব করে দুদক। পরিবারের পক্ষে দুদক কার্যালয়ে যান রুপন। রুপন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎসবিষয়ক সম্পাদক প্রয়াত আহসান হাবিব কামালের পুত্র।
আজ বুধবার দুপুর ১২টার দিকে রুপন পরিবারের পক্ষে দুদক কার্যালয়ে যান। দুদকের দেওয়া তথ্যে রুপনসহ মা ও বোনের নামে থাকা রিভার আইল্যান্ড ইন্টিগ্রেশন লিমিটেড কোম্পানির মূলধনের উৎস-সংক্রান্ত কাগজপত্র, আয়কর নথি, স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য চাওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রুপন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের একজন প্রার্থী সরাসরি মাঠে নেমেছেন, প্রচারণা চালাচ্ছেন। তাঁর জন্য কোনো ধরনের বিধিনিষেধ নেই। অপর দিকে আমার মতো একজন স্বতন্ত্র প্রার্থী দুদকের চাপে রয়েছে। সম্পদের তথ্য চেয়ে দুদক শুধু আমাকেই নয়, আমার মা ও বোনকেও তলব করেছে। এখানে আমার বাবা ও দাদার সময়কার সম্পত্তির হিসাব দিতে বলা হয়েছে। এটা কোনো আইনে দিতে হবে আমি জানি না। আমি ২০০৪ সাল থেকে আয়কর দিয়ে আসছি।’
রুপন অভিযোগ করেন, এই সরকার চাচ্ছে না ১৪ দল ব্যতীত কেউ নির্বাচনে অংশগ্রহণ করুক। কারণ, এতে তাদের জনপ্রিয়তার মানদণ্ড কী, সেটা জনসম্মুখে উন্মোচন হবে।
এ ব্যাপারে দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার সাংবাদিকদের জানিয়েছেন, রুপনের পরিবারের সম্পদ বিবরণী তথ্যের কিছু বিষয়াদি দিতে বলা হয়েছিল। এর জন্যই তাঁকে ডাকা হয়েছিল এবং তদন্তের স্বার্থে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল কার্যালয়ে হাজিরা দিয়েছেন। আয়-বহির্ভূত সম্পদের বিবরণী যাচাইয়ে তাঁকে, তাঁর মা ও বোনকে তলব করে দুদক। পরিবারের পক্ষে দুদক কার্যালয়ে যান রুপন। রুপন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎসবিষয়ক সম্পাদক প্রয়াত আহসান হাবিব কামালের পুত্র।
আজ বুধবার দুপুর ১২টার দিকে রুপন পরিবারের পক্ষে দুদক কার্যালয়ে যান। দুদকের দেওয়া তথ্যে রুপনসহ মা ও বোনের নামে থাকা রিভার আইল্যান্ড ইন্টিগ্রেশন লিমিটেড কোম্পানির মূলধনের উৎস-সংক্রান্ত কাগজপত্র, আয়কর নথি, স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য চাওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রুপন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের একজন প্রার্থী সরাসরি মাঠে নেমেছেন, প্রচারণা চালাচ্ছেন। তাঁর জন্য কোনো ধরনের বিধিনিষেধ নেই। অপর দিকে আমার মতো একজন স্বতন্ত্র প্রার্থী দুদকের চাপে রয়েছে। সম্পদের তথ্য চেয়ে দুদক শুধু আমাকেই নয়, আমার মা ও বোনকেও তলব করেছে। এখানে আমার বাবা ও দাদার সময়কার সম্পত্তির হিসাব দিতে বলা হয়েছে। এটা কোনো আইনে দিতে হবে আমি জানি না। আমি ২০০৪ সাল থেকে আয়কর দিয়ে আসছি।’
রুপন অভিযোগ করেন, এই সরকার চাচ্ছে না ১৪ দল ব্যতীত কেউ নির্বাচনে অংশগ্রহণ করুক। কারণ, এতে তাদের জনপ্রিয়তার মানদণ্ড কী, সেটা জনসম্মুখে উন্মোচন হবে।
এ ব্যাপারে দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার সাংবাদিকদের জানিয়েছেন, রুপনের পরিবারের সম্পদ বিবরণী তথ্যের কিছু বিষয়াদি দিতে বলা হয়েছিল। এর জন্যই তাঁকে ডাকা হয়েছিল এবং তদন্তের স্বার্থে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫