আমতলী (বরগুনা) প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চার দিন ধরে উত্তাল সাগরের ঢেউয়ে লন্ডভন্ড হয়ে গেছে বরগুনার তালতলী উপজেলার ফাতরার বন। প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের আঘাতে সাগরঘেঁষা এই বনের কয়েক হাজার গাছ ভেঙে ও উপড়ে পড়েছে। বন বিভাগের উদাসীনতায় গাছগুলো নিয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত গাছগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ হাজার ৬৪৪ একর আয়তনের ফাতরার বনে রয়েছে অসংখ্য প্রজাতির গাছপালা। ২০১০ সালে এই বনের ভেতরে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয় ট্যাংরাগিরি ইকোপার্ক। এখানে হরিণ, বানর, ভালুক, কুমিরসহ নানা প্রজাতির বন্য প্রাণী বাস করে। গত মঙ্গলবার থেকে সাগর উত্তাল থাকায় ফাতরার বনে ঢুকে পড়ে বিশাল ঢেউ। এতে বনভূমির একাংশের গাছপালা ভেঙে পড়ে এবং উপড়ে যায়।
আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, শুভসন্ধ্যা, ট্যাংরাগিরি, গৈয়মতলাসহ সাগরসংলগ্ন বন এলাকায় গাছগুলো ভেঙে পড়ে আছে। কিছু গাছ সাগরকূলের ঝোপ-জঙ্গলে আটকে রয়েছে।
নলবুনিয়া গ্রামের রোজিনা আক্তার বলেন, বনের অনেক বড় ক্ষতি হয়েছে। এত গাছ একসঙ্গে পড়ে গেছে যে তা গুনে শেষ করা যাবে না। বিগত বড় বন্যায়ও এত ক্ষতি হয়নি।
শুভসন্ধ্যার বাসিন্দা নজরুল ইসলাম হাওলাদার জানান, সাগরে পানি অনেক বেড়েছিল, ঢেউ ছিল প্রচণ্ড। সেই ঢেউয়ের ধাক্কায় তীরবর্তী বনাঞ্চলের হাজার হাজার গাছ পড়ে গেছে।
ফকিরহাটের ইউপি সদস্য মো. টুকু মিয়া বলেন, গাছগুলো দ্রুত সংরক্ষণ করা না হলে বনখেকোরা সুযোগ বুঝে নিয়ে যেতে পারে।
নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন বলেন, ‘সাগরের প্রচণ্ড ঢেউয়ের আঘাতে অসংখ্য গাছ উপড়ে গেছে। আমরা গাছ সংরক্ষণের উদ্যোগ নিচ্ছি। তবে বনের স্থায়ী রক্ষা নিশ্চিত করতে হলে এখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করতে হবে।’
নিশানবাড়িয়া বিট কর্মকর্তা মো. হায়দার আলী জানান, জোয়ারের পানিতে বন তলিয়ে গেছে। গৈয়মতলা ইকোপার্কের পুকুরের মাছ ভেসে গেছে। আবহাওয়া স্বাভাবিক হলে ভাঙনকবলিত বন এলাকা পরিদর্শন করা হবে।
নিন্দ্রাসকিনা বিট কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, ট্যাংরাগিরি ইকোপার্কে পানি ঢুকলেও প্রাণীর কোনো ক্ষতি হয়নি। তবে ভেঙে পড়া গাছগুলো সংরক্ষণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমান মল্লিক বলেন, ‘সাগরঘেঁষা এলাকায় গাছ ভেঙে পড়ার বিষয়টি আমরা জেনেছি। দ্রুত গাছ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চার দিন ধরে উত্তাল সাগরের ঢেউয়ে লন্ডভন্ড হয়ে গেছে বরগুনার তালতলী উপজেলার ফাতরার বন। প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের আঘাতে সাগরঘেঁষা এই বনের কয়েক হাজার গাছ ভেঙে ও উপড়ে পড়েছে। বন বিভাগের উদাসীনতায় গাছগুলো নিয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত গাছগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ হাজার ৬৪৪ একর আয়তনের ফাতরার বনে রয়েছে অসংখ্য প্রজাতির গাছপালা। ২০১০ সালে এই বনের ভেতরে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয় ট্যাংরাগিরি ইকোপার্ক। এখানে হরিণ, বানর, ভালুক, কুমিরসহ নানা প্রজাতির বন্য প্রাণী বাস করে। গত মঙ্গলবার থেকে সাগর উত্তাল থাকায় ফাতরার বনে ঢুকে পড়ে বিশাল ঢেউ। এতে বনভূমির একাংশের গাছপালা ভেঙে পড়ে এবং উপড়ে যায়।
আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, শুভসন্ধ্যা, ট্যাংরাগিরি, গৈয়মতলাসহ সাগরসংলগ্ন বন এলাকায় গাছগুলো ভেঙে পড়ে আছে। কিছু গাছ সাগরকূলের ঝোপ-জঙ্গলে আটকে রয়েছে।
নলবুনিয়া গ্রামের রোজিনা আক্তার বলেন, বনের অনেক বড় ক্ষতি হয়েছে। এত গাছ একসঙ্গে পড়ে গেছে যে তা গুনে শেষ করা যাবে না। বিগত বড় বন্যায়ও এত ক্ষতি হয়নি।
শুভসন্ধ্যার বাসিন্দা নজরুল ইসলাম হাওলাদার জানান, সাগরে পানি অনেক বেড়েছিল, ঢেউ ছিল প্রচণ্ড। সেই ঢেউয়ের ধাক্কায় তীরবর্তী বনাঞ্চলের হাজার হাজার গাছ পড়ে গেছে।
ফকিরহাটের ইউপি সদস্য মো. টুকু মিয়া বলেন, গাছগুলো দ্রুত সংরক্ষণ করা না হলে বনখেকোরা সুযোগ বুঝে নিয়ে যেতে পারে।
নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন বলেন, ‘সাগরের প্রচণ্ড ঢেউয়ের আঘাতে অসংখ্য গাছ উপড়ে গেছে। আমরা গাছ সংরক্ষণের উদ্যোগ নিচ্ছি। তবে বনের স্থায়ী রক্ষা নিশ্চিত করতে হলে এখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করতে হবে।’
নিশানবাড়িয়া বিট কর্মকর্তা মো. হায়দার আলী জানান, জোয়ারের পানিতে বন তলিয়ে গেছে। গৈয়মতলা ইকোপার্কের পুকুরের মাছ ভেসে গেছে। আবহাওয়া স্বাভাবিক হলে ভাঙনকবলিত বন এলাকা পরিদর্শন করা হবে।
নিন্দ্রাসকিনা বিট কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, ট্যাংরাগিরি ইকোপার্কে পানি ঢুকলেও প্রাণীর কোনো ক্ষতি হয়নি। তবে ভেঙে পড়া গাছগুলো সংরক্ষণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমান মল্লিক বলেন, ‘সাগরঘেঁষা এলাকায় গাছ ভেঙে পড়ার বিষয়টি আমরা জেনেছি। দ্রুত গাছ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে