বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে পাওনা টাকা আদায় করতে এক কলেজপড়ুয়া ছাত্রকে গাছের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই ছাত্রকে শিকলের সঙ্গে বেঁধে রাখা একটি ছবি শুক্রবার সন্ধ্যার পর ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম উজ্জ্বল ঢাকী। তার বাড়ি বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পুলেরহাট বাজার এলাকায়। সে কাউনিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৪ জানুয়ারি) উজ্জ্বল তার এক আত্মীয়কে বিকাশে ২৪ হাজার টাকা পাঠানোর জন্য পুলের হাট বাজারে বিকাশ ব্যবসায়ী আরাফাতের দোকানে যায়। উজ্জ্বল আরাফাতের পূর্ব পরিচিত হওয়ায় সে নগদ টাকা দেওয়ার আগেই দোকানদার তাঁর আত্মীয়ের নম্বরে ২৪ হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু সে পরে টাকা পরিশোধ করতে গিয়ে দেখে আরাফাত ভুলে অন্য নম্বরে টাকা পাঠিয়ে দিয়েছেন। দোকানদারের অসতর্কতায় টাকা ভুলে অন্য নম্বরে চলে গেলেও দোকানদার আরাফাত তাঁকে সম্পূর্ণ টাকা দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। এ সময় উজ্জ্বল পরে টাকা পরিশোধ করবে বলায় ক্ষিপ্ত হয়ে আরাফাত ও স্থানীয় সাবেক ইউপি সদস্য রাজু মৃধা তাঁকে শিকল দিয়ে দোকানের সামনে গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে উজ্জ্বলের স্বজন ও স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করেন।
মারধরের বিচার চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থী উজ্জ্বল বলেন, ‘দোকানদার আরাফাত আমাকে শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন করেছে। তাঁরা আমার পরিবারকেও সামাজিকভাবে হেনস্তা করল। আমি এর বিচার চাই।’
উজ্জ্বলের বাবা পরিমল ঢাকী বলেন, ‘আমার ছেলেকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে। আমি মারধরের এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। তারাও ব্যবস্থা নিচ্ছে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগের বিষয়ে ব্যবসায়ী আরাফাত হোসেন বলেন, ‘উজ্জ্বল ও তাঁর পরিবার আমার পরিচিত। তাদের সঙ্গে এর আগেও অনেকবার টাকা লেনদেন হয়েছে। তবে এইবার টাকা ভুল নম্বরে যাওয়ায় সে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তাই তাকে দোকানে বসিয়ে রেখেছিলাম।’
তাকে শিকল দিয়ে বেঁধে মারধরের বিষয়টি অস্বীকার করে আরাফাত বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই।’
এ বিষয়ে আরেক অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রাজু মৃধা বলেন, ‘বিষয়টি একটু দৃষ্টিকটু হয়েছে, তবে এ ছাড়া টাকা ওঠানোর কোনো উপায় ছিল না।’
বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার বেতাগীতে পাওনা টাকা আদায় করতে এক কলেজপড়ুয়া ছাত্রকে গাছের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই ছাত্রকে শিকলের সঙ্গে বেঁধে রাখা একটি ছবি শুক্রবার সন্ধ্যার পর ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম উজ্জ্বল ঢাকী। তার বাড়ি বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পুলেরহাট বাজার এলাকায়। সে কাউনিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৪ জানুয়ারি) উজ্জ্বল তার এক আত্মীয়কে বিকাশে ২৪ হাজার টাকা পাঠানোর জন্য পুলের হাট বাজারে বিকাশ ব্যবসায়ী আরাফাতের দোকানে যায়। উজ্জ্বল আরাফাতের পূর্ব পরিচিত হওয়ায় সে নগদ টাকা দেওয়ার আগেই দোকানদার তাঁর আত্মীয়ের নম্বরে ২৪ হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু সে পরে টাকা পরিশোধ করতে গিয়ে দেখে আরাফাত ভুলে অন্য নম্বরে টাকা পাঠিয়ে দিয়েছেন। দোকানদারের অসতর্কতায় টাকা ভুলে অন্য নম্বরে চলে গেলেও দোকানদার আরাফাত তাঁকে সম্পূর্ণ টাকা দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। এ সময় উজ্জ্বল পরে টাকা পরিশোধ করবে বলায় ক্ষিপ্ত হয়ে আরাফাত ও স্থানীয় সাবেক ইউপি সদস্য রাজু মৃধা তাঁকে শিকল দিয়ে দোকানের সামনে গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে উজ্জ্বলের স্বজন ও স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করেন।
মারধরের বিচার চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থী উজ্জ্বল বলেন, ‘দোকানদার আরাফাত আমাকে শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন করেছে। তাঁরা আমার পরিবারকেও সামাজিকভাবে হেনস্তা করল। আমি এর বিচার চাই।’
উজ্জ্বলের বাবা পরিমল ঢাকী বলেন, ‘আমার ছেলেকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে। আমি মারধরের এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। তারাও ব্যবস্থা নিচ্ছে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগের বিষয়ে ব্যবসায়ী আরাফাত হোসেন বলেন, ‘উজ্জ্বল ও তাঁর পরিবার আমার পরিচিত। তাদের সঙ্গে এর আগেও অনেকবার টাকা লেনদেন হয়েছে। তবে এইবার টাকা ভুল নম্বরে যাওয়ায় সে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তাই তাকে দোকানে বসিয়ে রেখেছিলাম।’
তাকে শিকল দিয়ে বেঁধে মারধরের বিষয়টি অস্বীকার করে আরাফাত বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই।’
এ বিষয়ে আরেক অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রাজু মৃধা বলেন, ‘বিষয়টি একটু দৃষ্টিকটু হয়েছে, তবে এ ছাড়া টাকা ওঠানোর কোনো উপায় ছিল না।’
বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে