পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
একের পর এক রাজনৈতিক দল পরিবর্তন করে আলোচনায় আসা বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর বিব্রত হয়ে সংবাদ সম্মেলন করেছে বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার দৈনিক আজকের পত্রিকায় ‘হিরুতে বিব্রত বরগুনার তৃণমূল আওয়ামী লীগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন দাদু বলেন, ‘আওয়ামী লীগের নাম করে ঘুরে বেড়ানো সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু বিভিন্ন সময়ে বিভিন্ন দলের প্রার্থী হয়ে সংসদ নির্বাচন করেছেন। একবার আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়ে আওয়ামী লীগকে দোষারোপ করে বিভিন্ন রকম কটূক্তি করেছেন এবং মুজিবকোট ছুড়ে ফেলে দিয়েছিলেন। বর্তমানে নতুন করে বলে বেড়াচ্ছেন যে, আওয়ামী লীগ সভানেত্রী তাঁকে ডেকে নিয়ে মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে কাজ করতে বলেছেন, যা সম্পূর্ণ মিথ্যাচার।’
আলমগীর হোসেন আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে হিরু বলে বেড়াচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু ২০০৮ সালে তাঁর প্রার্থিতা কেড়ে নিয়ে প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু ভাইকে নমিনেশন দিয়েছেন। হিরু এ কথাও বলেছেন, ২০১৩ সালের উপনির্বাচনসহ বর্তমান সরকারের মেয়াদে যে নির্বাচনগুলো হয়েছে, তাতে ভোট লাগে নাই। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেটে নিয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্থানীয়ভাবে সংসদ সদস্যদের নেতৃত্বে সন্ত্রাসীরা লুটপাট করেছে।’
উপজেলা আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন বলেন, ‘সভানেত্রীকে এবং আওয়ামী লীগকে কটাক্ষ করে কীভাবে তিনি দলীয় নমিনেশন চান। তিনি একজন বিকৃত মস্তিষ্কের মানুষ। তাঁকে নমিনেশন দিলে আবার দলের ক্ষতি হবে।’
এ ছাড়া লিখিত বক্তব্যে আলমগীর হোসেন বলেন, ‘সম্প্রতি একটি ফেসবুক পেজে বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, পাথরঘাটার উন্নয়ন উনিই সব করেছেন। কিন্তু ২০০৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত উনি ছিলেন কোথায়? এলাকায় একবারও আসেননি কেন?’ সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরদুয়ানী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল, তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম কিবরিয়া পিয়ার, পৌর সভাপতি গোলাম মোস্তফা, পৌর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সোহাগ, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, কালমেঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু ইসলামী ঐক্যজোট, আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিএনপির রাজনীতিও করেছেন। ইউপি থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন। সেখানে অনাস্থা পেয়ে মিনার প্রতীকে সংসদ নির্বাচন করে ১৯৯৬ সালে বরগুনা-২ আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০১ সালে নৌকার মনোনয়নও দেওয়া হয়েছিল, কিন্তু ভোটে হেরে গণেশ উল্টে যায় এই নেতার। একের পর এক দলবদল করা গোলাম সরোয়ার হিরু আবারও আলোচনায় সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন। এরপর থেকে এলাকায় হিরুকে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।
একের পর এক রাজনৈতিক দল পরিবর্তন করে আলোচনায় আসা বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর বিব্রত হয়ে সংবাদ সম্মেলন করেছে বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার দৈনিক আজকের পত্রিকায় ‘হিরুতে বিব্রত বরগুনার তৃণমূল আওয়ামী লীগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন দাদু বলেন, ‘আওয়ামী লীগের নাম করে ঘুরে বেড়ানো সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু বিভিন্ন সময়ে বিভিন্ন দলের প্রার্থী হয়ে সংসদ নির্বাচন করেছেন। একবার আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়ে আওয়ামী লীগকে দোষারোপ করে বিভিন্ন রকম কটূক্তি করেছেন এবং মুজিবকোট ছুড়ে ফেলে দিয়েছিলেন। বর্তমানে নতুন করে বলে বেড়াচ্ছেন যে, আওয়ামী লীগ সভানেত্রী তাঁকে ডেকে নিয়ে মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে কাজ করতে বলেছেন, যা সম্পূর্ণ মিথ্যাচার।’
আলমগীর হোসেন আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে হিরু বলে বেড়াচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু ২০০৮ সালে তাঁর প্রার্থিতা কেড়ে নিয়ে প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু ভাইকে নমিনেশন দিয়েছেন। হিরু এ কথাও বলেছেন, ২০১৩ সালের উপনির্বাচনসহ বর্তমান সরকারের মেয়াদে যে নির্বাচনগুলো হয়েছে, তাতে ভোট লাগে নাই। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেটে নিয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্থানীয়ভাবে সংসদ সদস্যদের নেতৃত্বে সন্ত্রাসীরা লুটপাট করেছে।’
উপজেলা আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন বলেন, ‘সভানেত্রীকে এবং আওয়ামী লীগকে কটাক্ষ করে কীভাবে তিনি দলীয় নমিনেশন চান। তিনি একজন বিকৃত মস্তিষ্কের মানুষ। তাঁকে নমিনেশন দিলে আবার দলের ক্ষতি হবে।’
এ ছাড়া লিখিত বক্তব্যে আলমগীর হোসেন বলেন, ‘সম্প্রতি একটি ফেসবুক পেজে বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, পাথরঘাটার উন্নয়ন উনিই সব করেছেন। কিন্তু ২০০৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত উনি ছিলেন কোথায়? এলাকায় একবারও আসেননি কেন?’ সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরদুয়ানী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল, তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম কিবরিয়া পিয়ার, পৌর সভাপতি গোলাম মোস্তফা, পৌর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সোহাগ, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, কালমেঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু ইসলামী ঐক্যজোট, আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিএনপির রাজনীতিও করেছেন। ইউপি থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন। সেখানে অনাস্থা পেয়ে মিনার প্রতীকে সংসদ নির্বাচন করে ১৯৯৬ সালে বরগুনা-২ আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০১ সালে নৌকার মনোনয়নও দেওয়া হয়েছিল, কিন্তু ভোটে হেরে গণেশ উল্টে যায় এই নেতার। একের পর এক দলবদল করা গোলাম সরোয়ার হিরু আবারও আলোচনায় সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন। এরপর থেকে এলাকায় হিরুকে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫