Ajker Patrika

চড় দিইনি, ধাক্কা দিয়েছি: এমপি রিমন

বরগুনা প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০০
চড় দিইনি, ধাক্কা দিয়েছি: এমপি রিমন

সাবেক ছাত্রলীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলামকে গালিগালাজ ও চড়-থাপ্পড় দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।  আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।

সংবাদ সম্মেলনে এমপি রিমন বলেন, ‘নজরুলকে আমি চড়-থাপ্পড় দিইনি, ধাক্কা দিয়েছিলাম।’ বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা, দলীয় নেতা-কর্মী, নারীসহ একাধিক ব্যক্তিকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন তিনি। সাংবাদিকদের প্রভাবিত করে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার উল্লেখ করে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
 
নজরুল দলের কেউ নন উল্লেখ করে রিমন বলেন, ‘বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে নজরুল ইসলাম সাবেক ছাত্রলীগ নেতা। কিন্তু আমার জানামতে, সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। এ ছাড়াও  মৎস্য ব্যবসায়ী সমিতিরও নেতা নয়। নজরুল ইসলাম পাথরঘাটা বিএফডিসির মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নের ১০০ নম্বর সদস্য।’

রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করে এমপি রিমন বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষরা একের পর এক আমার বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে।’ সাংবাদিকদের উদ্দেশে  তিনি বলেন, কারও দ্বারা বাধ্য হয়ে আমার বিরুদ্ধে নিউজ করলে কষ্ট পাই, আপনারা যখন যা কিছু শুনবেন, দেখবেন এবং আমার সাক্ষাৎকার নিয়ে নিউজ করলে দুঃখ থাকবে না।’

সংবাদ সম্মেলনে বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেনসহ বরগুনার বেতাগী, বামনা পাথরঘাটার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

গত বুধবার পাথরঘাটায় ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় সাংসদকে বহনকারী মোটরসাইকেল সাইড না দেওয়ার অজুহাতে খেলা দেখতে আসা অতিথিদের সামনেই মঞ্চে ডেকে পাথরঘাটার সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে মারধর করেন এমপি রিমন। এই ঘটনার সময় মঞ্চে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগেও একজন নারী আইনজীবীসহ একাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মারধর, দলীয় নারী নেত্রীকে মুঠোফোনে অশ্লীল ভাষায় গালাগাল এবং নিজ হাতে লোকজন পেটানোর অভিযোগ রয়েছে এই এমপির বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত