বরগুনা প্রতিনিধি
বরগুনায় নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। কয়েক দিন ধরে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি ঘরেই রয়েছে সর্দি-জ্বরে আক্রান্ত রোগী।
এদিকে বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৭১ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ বুধবার বরগুনার একজন মারা গেছেন। মৃত শিরিন সুলতানা (৪৫) মনসাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বরগুনার সাবেক চেয়ারম্যান এ বি এম রুহুল আমিনের স্ত্রী। তাঁকে গত সোমবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ দুপুর ১২টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলার মোট ৩৫ জন মারা গেল।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ৫০, বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, পাথরঘাটায় ৭, বেতাগীতে ২ ও তালতলীতে ৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
জেলার বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৩ হাজার ৯০০ জন।
অন্যদিকে এক সপ্তাহের অধিক সময় বিরামহীন বৃষ্টির কারণে জেলায় মশকনিধন কর্মসূচিতে তেমন চোখ পড়েনি। বৃষ্টি কমে যাওয়ার পর দুই দিন ধরে পৌরসভা, জেলা প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী কোনো সংগঠনের কোনো তৎপরতা না থাকায় আবারও এডিস মশার বংশ বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, বৃষ্টির কারণে জমা পানিতে আবার জন্ম নিচ্ছে এডিস মশা। এখনই মশকনিধন কর্মসূচি নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
এ ব্যাপারে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, গতকাল মঙ্গলবার থেকে আজ পর্যন্ত তেমন বৃষ্টি নেই। এখনই এডিস মশার বংশ বিস্তারের উপযুক্ত আবহাওয়া। তাই সরকারি কিংবা বেসরকারি সংস্থাগুলোকে এখন মশকনিধনে উদ্যোগ নিতে হবে। না হলে বরগুনার পরিস্থিতি ভয়াবহ হবে।
বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনায় দিন যত যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসাসেবা দিতে বেগ পেতে হচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
বরগুনায় নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। কয়েক দিন ধরে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি ঘরেই রয়েছে সর্দি-জ্বরে আক্রান্ত রোগী।
এদিকে বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৭১ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ বুধবার বরগুনার একজন মারা গেছেন। মৃত শিরিন সুলতানা (৪৫) মনসাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বরগুনার সাবেক চেয়ারম্যান এ বি এম রুহুল আমিনের স্ত্রী। তাঁকে গত সোমবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ দুপুর ১২টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলার মোট ৩৫ জন মারা গেল।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ৫০, বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, পাথরঘাটায় ৭, বেতাগীতে ২ ও তালতলীতে ৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
জেলার বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৩ হাজার ৯০০ জন।
অন্যদিকে এক সপ্তাহের অধিক সময় বিরামহীন বৃষ্টির কারণে জেলায় মশকনিধন কর্মসূচিতে তেমন চোখ পড়েনি। বৃষ্টি কমে যাওয়ার পর দুই দিন ধরে পৌরসভা, জেলা প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী কোনো সংগঠনের কোনো তৎপরতা না থাকায় আবারও এডিস মশার বংশ বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, বৃষ্টির কারণে জমা পানিতে আবার জন্ম নিচ্ছে এডিস মশা। এখনই মশকনিধন কর্মসূচি নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
এ ব্যাপারে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, গতকাল মঙ্গলবার থেকে আজ পর্যন্ত তেমন বৃষ্টি নেই। এখনই এডিস মশার বংশ বিস্তারের উপযুক্ত আবহাওয়া। তাই সরকারি কিংবা বেসরকারি সংস্থাগুলোকে এখন মশকনিধনে উদ্যোগ নিতে হবে। না হলে বরগুনার পরিস্থিতি ভয়াবহ হবে।
বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনায় দিন যত যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসাসেবা দিতে বেগ পেতে হচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে