বান্দরবান প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িতে অগ্নিসংযোগে ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের রাজবাড়ীর মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করে। তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্লাকার্ড ছিল।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য জেলাগুলোতে পাহাড়িরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। কিছু কিছু দুর্বৃত্ত পাহাড়ি জনগোষ্ঠীর বাড়ি-ঘরে আগুন দিচ্ছে এবং হামলা করছে। অনতিবিলম্বে খাগড়াছড়ির ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্ত তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় বান্দরবান মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংশৈসিং মারমা, শিক্ষার্থী বিটন তঞ্চঙ্গ্যা, জন ত্রিপুরা, মাখ্যাই মারমা, টনয়া ম্রোসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনার প্রতিবাদে বান্দরবান শহরে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেন শত শত পাহাড়ি ছাত্রছাত্রী।
উল্লেখ্য, গতকাল বুধবার সকালে চুরির অভিযোগে গণপিটুনিতে খাগড়াছড়ি জেলা সদরের নোয়াপাড়া-নিউজিল্যান্ড সড়কে মো. মামুন নামের এক ব্যক্তি নিহত হন। এর প্রতিবাদে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভটি লারমা স্কয়ার অতিক্রম করার সময় কিছু পাহাড়ি শিক্ষার্থীর সঙ্গে বাঙালিদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লারমা স্কয়ারে ৬০টি দোকানে বিক্ষুব্ধরা আগুন দেয়।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে তিন পার্বত্য এলাকায় উত্তেজনা বিরাজ করছে আর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
আরও পড়ুন—
খাগড়াছড়ির দীঘিনালা পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িতে অগ্নিসংযোগে ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের রাজবাড়ীর মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করে। তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্লাকার্ড ছিল।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য জেলাগুলোতে পাহাড়িরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। কিছু কিছু দুর্বৃত্ত পাহাড়ি জনগোষ্ঠীর বাড়ি-ঘরে আগুন দিচ্ছে এবং হামলা করছে। অনতিবিলম্বে খাগড়াছড়ির ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্ত তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় বান্দরবান মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংশৈসিং মারমা, শিক্ষার্থী বিটন তঞ্চঙ্গ্যা, জন ত্রিপুরা, মাখ্যাই মারমা, টনয়া ম্রোসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনার প্রতিবাদে বান্দরবান শহরে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেন শত শত পাহাড়ি ছাত্রছাত্রী।
উল্লেখ্য, গতকাল বুধবার সকালে চুরির অভিযোগে গণপিটুনিতে খাগড়াছড়ি জেলা সদরের নোয়াপাড়া-নিউজিল্যান্ড সড়কে মো. মামুন নামের এক ব্যক্তি নিহত হন। এর প্রতিবাদে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভটি লারমা স্কয়ার অতিক্রম করার সময় কিছু পাহাড়ি শিক্ষার্থীর সঙ্গে বাঙালিদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লারমা স্কয়ারে ৬০টি দোকানে বিক্ষুব্ধরা আগুন দেয়।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে তিন পার্বত্য এলাকায় উত্তেজনা বিরাজ করছে আর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
আরও পড়ুন—
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে