বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে ভ্রমণে এসে নারী পর্যটকসহ দুজন নিহত ও একজন নিখোঁজের ঘটনায় করা মামলায় অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর অ্যাডমিন বর্ষা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমানের মামলার পর আজ শনিবার বর্ষাকে গ্রেপ্তার করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা জহির উদ্দিন জানান, পর্যটক নিহত ও নিখোঁজের অভিযোগ পাওয়ার পর বর্ষা ইসলামকে সকালে থানা হেফাজতে নেওয়া হয়। এর আগে থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। এ ঘটনায় সকালে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বর্ষাকে আদালতে হাজির করা হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, বর্ষা ইসলাম তাঁর ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। তাঁর ‘ক্রিসতং রুংরাং সামিট (৩০তম)’ ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার ৮ জুন আলীকদমের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। ১৩ জুন খাল থেকে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে মাত্র একজন গাইড (সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা) নিয়ে ৩৩ জনের ট্যুরের আয়োজন করেন। তিনি পর্যটকদের আবহাওয়া সম্পর্কে জানাননি। ৯ জুন তাঁরা দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকার উদ্দেশে রওনা হন। ১০ জুন বর্ষা ১২ জন ও গাইডকে নিয়ে খেমচংপাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশে যান। যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন। অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই তাঁরা ভ্রমণে বের হন।
মামলায় অভিযোগ করা হয়, ১১ জুন বিকেলে শামুক ঝরনা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, মো. হাসান চৌধুরী শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। ১২ জুন উপজেলার মাতামুহুরি খাল থেকে পোশাকবিহীন শেখ জুবাইরুলের ও ১৩ জুন সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী ঘাটে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়। মো. হাসান চৌধুরী শুভর সন্ধান মেলেনি। শেখ জুবাইরুলের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের ও স্মৃতি আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাসিন্দা।
বাদী হাবিবুর রহমানের অভিযোগ, ‘বর্ষা ইসলামের দায়িত্ব অবহেলা ও অদক্ষতার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।’
এই বিষয়ে আলীকদম ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি মিন্টু কর্মকার আজকের পত্রিকাকে বলেন, বাম দৌছড়ি এলাকা থেকে ফেরার সময় তিনজন পর্যটক নিখোঁজ হন। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার হলেও হাসানের সন্ধান মেলেনি।
বান্দরবানের আলীকদমে ভ্রমণে এসে নারী পর্যটকসহ দুজন নিহত ও একজন নিখোঁজের ঘটনায় করা মামলায় অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর অ্যাডমিন বর্ষা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমানের মামলার পর আজ শনিবার বর্ষাকে গ্রেপ্তার করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা জহির উদ্দিন জানান, পর্যটক নিহত ও নিখোঁজের অভিযোগ পাওয়ার পর বর্ষা ইসলামকে সকালে থানা হেফাজতে নেওয়া হয়। এর আগে থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। এ ঘটনায় সকালে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বর্ষাকে আদালতে হাজির করা হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, বর্ষা ইসলাম তাঁর ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। তাঁর ‘ক্রিসতং রুংরাং সামিট (৩০তম)’ ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার ৮ জুন আলীকদমের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। ১৩ জুন খাল থেকে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে মাত্র একজন গাইড (সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা) নিয়ে ৩৩ জনের ট্যুরের আয়োজন করেন। তিনি পর্যটকদের আবহাওয়া সম্পর্কে জানাননি। ৯ জুন তাঁরা দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকার উদ্দেশে রওনা হন। ১০ জুন বর্ষা ১২ জন ও গাইডকে নিয়ে খেমচংপাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশে যান। যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন। অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই তাঁরা ভ্রমণে বের হন।
মামলায় অভিযোগ করা হয়, ১১ জুন বিকেলে শামুক ঝরনা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, মো. হাসান চৌধুরী শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। ১২ জুন উপজেলার মাতামুহুরি খাল থেকে পোশাকবিহীন শেখ জুবাইরুলের ও ১৩ জুন সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী ঘাটে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়। মো. হাসান চৌধুরী শুভর সন্ধান মেলেনি। শেখ জুবাইরুলের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের ও স্মৃতি আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাসিন্দা।
বাদী হাবিবুর রহমানের অভিযোগ, ‘বর্ষা ইসলামের দায়িত্ব অবহেলা ও অদক্ষতার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।’
এই বিষয়ে আলীকদম ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি মিন্টু কর্মকার আজকের পত্রিকাকে বলেন, বাম দৌছড়ি এলাকা থেকে ফেরার সময় তিনজন পর্যটক নিখোঁজ হন। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার হলেও হাসানের সন্ধান মেলেনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে