বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে একমাত্র সন্তানের পিতৃত্বের স্বীকৃতি পেতে কন্যাসন্তান নিয়ে আদালতসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন এক নাবালিকা মা। তবু মিলছে না ন্যায়বিচার এবং বাবার কাছে প্রাপ্য সন্তানের হক।
স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির কাইচতলী এলাকার বাসিন্দা মো. ইউছুফের মেয়ে মিতু আক্তার। ২০২১ সালের ৩০ মে মিতু আক্তার ছিল ১৩ বছরের কিশোরী। ওই সময় একই এলাকার বাসিন্দা মো. বদিউল আলমের ছেলে মো. রফিকুল আলম ইমনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। একপর্যায়ে তা শারীরিক সম্পর্কে গড়ায়। মিতু আক্তারের শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। তখন মিতু অপ্রাপ্তবয়স্ক ছিলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাঁদের বিয়ে করানো হবে মর্মে সালিসে ফয়সালা হয়।
পরবর্তীকালে উভয়ের পরিবারের সম্মতিতে মিতু ইমনদের বাড়িতে বসবাস করে আসছিলেন এবং সেখানে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির বর্তমান বয়স আড়াই বছর। মিতু আক্তারের কাছে বিয়ের কাবিননামা না থাকায় স্বামী মো. রফিকুল আলম কন্যাশিশু ও মিতু আক্তারকে অস্বীকার করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
এরপর মেয়ে মিতু আক্তারের স্বামী ও কন্যাশিশুটির পিতৃত্বের পরিচয় আদায়ের লক্ষ্যে মিতুর মা দিলারা বেগম বাদী হয়ে চলতি মাসের ৪ তারিখ বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষণের অভিযোগে মো. রফিকুল আলম ইমনসহ তাঁর পরিবারের চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
আগের সালিস বৈঠকের বিচারক ও সদর উপজেলার কাইচতলী এলাকার সামাজিক সর্দার মনছুফ আলী জানান, ২০২১ সালে মিতু আক্তার ও ইমনের শারীরিক সম্পর্কের কারণে মিতু গর্ভবতী হওয়ায় প্রাপ্তবয়স্ক হওয়ার পর উভয়ের বিয়ে করানো হবে মর্মে বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হয়েছিল। এরই মধ্যে উভয়ের পরিবারের সম্মতিতে মিতু আক্তার স্ত্রী হিসেবে ইমনের বাড়িতে বসবাস করে আসছিলেন। পরবর্তী সময় ইমন ও তাঁর পরিবার সব সম্পর্ক অস্বীকার করে।
এ বিষয়ে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের আইনজীবী শাহনেওয়াজ চৌধুরী বলেন, মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে অভিযুক্তের ডিএনএ সংগ্রহের আদেশ দিয়েছেন আদালত।
বান্দরবানে একমাত্র সন্তানের পিতৃত্বের স্বীকৃতি পেতে কন্যাসন্তান নিয়ে আদালতসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন এক নাবালিকা মা। তবু মিলছে না ন্যায়বিচার এবং বাবার কাছে প্রাপ্য সন্তানের হক।
স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির কাইচতলী এলাকার বাসিন্দা মো. ইউছুফের মেয়ে মিতু আক্তার। ২০২১ সালের ৩০ মে মিতু আক্তার ছিল ১৩ বছরের কিশোরী। ওই সময় একই এলাকার বাসিন্দা মো. বদিউল আলমের ছেলে মো. রফিকুল আলম ইমনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। একপর্যায়ে তা শারীরিক সম্পর্কে গড়ায়। মিতু আক্তারের শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। তখন মিতু অপ্রাপ্তবয়স্ক ছিলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাঁদের বিয়ে করানো হবে মর্মে সালিসে ফয়সালা হয়।
পরবর্তীকালে উভয়ের পরিবারের সম্মতিতে মিতু ইমনদের বাড়িতে বসবাস করে আসছিলেন এবং সেখানে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির বর্তমান বয়স আড়াই বছর। মিতু আক্তারের কাছে বিয়ের কাবিননামা না থাকায় স্বামী মো. রফিকুল আলম কন্যাশিশু ও মিতু আক্তারকে অস্বীকার করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
এরপর মেয়ে মিতু আক্তারের স্বামী ও কন্যাশিশুটির পিতৃত্বের পরিচয় আদায়ের লক্ষ্যে মিতুর মা দিলারা বেগম বাদী হয়ে চলতি মাসের ৪ তারিখ বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষণের অভিযোগে মো. রফিকুল আলম ইমনসহ তাঁর পরিবারের চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
আগের সালিস বৈঠকের বিচারক ও সদর উপজেলার কাইচতলী এলাকার সামাজিক সর্দার মনছুফ আলী জানান, ২০২১ সালে মিতু আক্তার ও ইমনের শারীরিক সম্পর্কের কারণে মিতু গর্ভবতী হওয়ায় প্রাপ্তবয়স্ক হওয়ার পর উভয়ের বিয়ে করানো হবে মর্মে বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হয়েছিল। এরই মধ্যে উভয়ের পরিবারের সম্মতিতে মিতু আক্তার স্ত্রী হিসেবে ইমনের বাড়িতে বসবাস করে আসছিলেন। পরবর্তী সময় ইমন ও তাঁর পরিবার সব সম্পর্ক অস্বীকার করে।
এ বিষয়ে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের আইনজীবী শাহনেওয়াজ চৌধুরী বলেন, মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে অভিযুক্তের ডিএনএ সংগ্রহের আদেশ দিয়েছেন আদালত।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে