নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান আর্মিকে লক্ষ্য করে রেকর্ড সংখ্যক মর্টারশেল নিক্ষেপ করেছে মিয়ানমার বাহিনী। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ২৩টি মর্টারশেল নিক্ষেপ করা হয়েছে।
তুমব্রু সীমান্তের শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী আবদুল মাজেদ জানান, গুলিগুলো তাঁদের ছাউনির ওপর দিয়ে যায়। এতে এখানকার লোকজন ছোটাছুটি করতে থাকেন। কারণ গত অক্টোবর মাসের ১৬ তারিখ একটি মর্টালশেল তাঁদের ক্যাম্পে পড়ে এবং একজন নিহত হন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন। যারা এখন চিকিৎসাধীন। এ ছাড়া আরও কয়েকটি মর্টারশেল বাংলাদেশ সীমানার অভ্যন্তরে পড়েছে।
২৭১ নম্বর তুমব্রু মৌজা হেডম্যান ক্য হ্লা থোয়াই তঞ্চঙ্গ্যা বলেন, ‘আজ সকাল পৌনে ৮টা থেকে একটু পরপর তিনটি মর্টারশেলের আওয়াজ শুনেছেন তিনি। পরে আমি জরুরি কাজে ঘুমধুম চলে যাই।’
তুমব্রু বাজারের ব্যবসায়ী আবদুল কাদের বলেন, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ২৩ টির বেশি মর্টারশেল নিক্ষেপ করে মিয়ানমার বাহিনী। নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তঘেঁষা মিয়ানমারের তুমব্রু রাইট ক্যাম্প থেকে এসব মর্টারশেল নিক্ষেপ করা হয়।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, আজ সকাল থেকে ২৩ টির অধিক মর্টারশেলের আওয়াজ শুনে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছেন। আবার অনেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, গত রোববার পতাকা বৈঠক শেষ হল। পরে সপ্তাহের রোববার আসার আগেই সীমান্ত থেকে মর্টারশেলের আওয়াজ আসছে। যা দুঃখজনক। এতে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে জানতে তুমব্রু সীমান্তের দায়িত্বরত বিজিবি অধিনায়কসহ দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সীমান্তের চাকঢালা-ফুলতলি-পাইনছড়ি পয়েন্টে দায়িত্বরত ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘আমার দায়িত্বপূর্ণ এলাকায় গত কয়েক দিন আগে গোলাগুলির শব্দ পাওয়া গেলেও এখন নেই। তবুও দায়িত্বপূর্ণ পুরো এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার নাইক্ষ্যংছড়ির সীমান্তের ৩৪ পিলার দিয়ে ৫টি মর্টারশেলের বিকট আওয়াজে ঘুমধুমের তুমব্রু বাজারসহ পুরো এলাকা।
নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান আর্মিকে লক্ষ্য করে রেকর্ড সংখ্যক মর্টারশেল নিক্ষেপ করেছে মিয়ানমার বাহিনী। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ২৩টি মর্টারশেল নিক্ষেপ করা হয়েছে।
তুমব্রু সীমান্তের শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী আবদুল মাজেদ জানান, গুলিগুলো তাঁদের ছাউনির ওপর দিয়ে যায়। এতে এখানকার লোকজন ছোটাছুটি করতে থাকেন। কারণ গত অক্টোবর মাসের ১৬ তারিখ একটি মর্টালশেল তাঁদের ক্যাম্পে পড়ে এবং একজন নিহত হন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন। যারা এখন চিকিৎসাধীন। এ ছাড়া আরও কয়েকটি মর্টারশেল বাংলাদেশ সীমানার অভ্যন্তরে পড়েছে।
২৭১ নম্বর তুমব্রু মৌজা হেডম্যান ক্য হ্লা থোয়াই তঞ্চঙ্গ্যা বলেন, ‘আজ সকাল পৌনে ৮টা থেকে একটু পরপর তিনটি মর্টারশেলের আওয়াজ শুনেছেন তিনি। পরে আমি জরুরি কাজে ঘুমধুম চলে যাই।’
তুমব্রু বাজারের ব্যবসায়ী আবদুল কাদের বলেন, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ২৩ টির বেশি মর্টারশেল নিক্ষেপ করে মিয়ানমার বাহিনী। নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তঘেঁষা মিয়ানমারের তুমব্রু রাইট ক্যাম্প থেকে এসব মর্টারশেল নিক্ষেপ করা হয়।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, আজ সকাল থেকে ২৩ টির অধিক মর্টারশেলের আওয়াজ শুনে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছেন। আবার অনেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, গত রোববার পতাকা বৈঠক শেষ হল। পরে সপ্তাহের রোববার আসার আগেই সীমান্ত থেকে মর্টারশেলের আওয়াজ আসছে। যা দুঃখজনক। এতে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে জানতে তুমব্রু সীমান্তের দায়িত্বরত বিজিবি অধিনায়কসহ দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সীমান্তের চাকঢালা-ফুলতলি-পাইনছড়ি পয়েন্টে দায়িত্বরত ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘আমার দায়িত্বপূর্ণ এলাকায় গত কয়েক দিন আগে গোলাগুলির শব্দ পাওয়া গেলেও এখন নেই। তবুও দায়িত্বপূর্ণ পুরো এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার নাইক্ষ্যংছড়ির সীমান্তের ৩৪ পিলার দিয়ে ৫টি মর্টারশেলের বিকট আওয়াজে ঘুমধুমের তুমব্রু বাজারসহ পুরো এলাকা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫